মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে বিদ্যালয়ের কক্ষ থেকে আলমারির তালা ভেঙে এসএসসির ফরম পূরণের ২ লাখ ১০ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয়ের নৈশপ্রহরী ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ বুধবার বিকেলে মুলাদী থানায় অভিযোগ দিতে যান। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলায় তিনি রাজি হননি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, ‘২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের পর ২ লাখ ১০ হাজার টাকা আলমারিতে রাখা হয়। গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা অফিস কক্ষের তালা এবং আলমারির তালা ভেঙে টাকা নিয়ে যায়। আজ সকালে বিদ্যালয় গিয়ে চুরির বিষয়টি জানতে পারি। ওই সময় নৈশপ্রহরী মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিদ্যালয় ছিলেন না বলে জানান। ছুটি ছাড়াই নৈশপ্রহরীর অনুপস্থিতির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
বিদ্যালয়ের সভাপতি মো. আল আমিন সবুজ বলেন, ‘বিদ্যালয়ের চুরি বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানাননি। বিষয়টি স্থানীয়রা মোবাইল ফোনে আমাকে জানিয়েছেন। তবে দুই লক্ষাধিক টাকা ব্যাংকে না রেখে প্রধান শিক্ষক কেন বিদ্যালয়ের অফিস কক্ষে রেখেছিলেন বিষয়টি বোধগম্য নয়।’
এ বিষয়ে মুলাদী থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ‘বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাকা চুরির বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হলেও এখনো দেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালের মুলাদীতে বিদ্যালয়ের কক্ষ থেকে আলমারির তালা ভেঙে এসএসসির ফরম পূরণের ২ লাখ ১০ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয়ের নৈশপ্রহরী ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ বুধবার বিকেলে মুলাদী থানায় অভিযোগ দিতে যান। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলায় তিনি রাজি হননি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, ‘২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের পর ২ লাখ ১০ হাজার টাকা আলমারিতে রাখা হয়। গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা অফিস কক্ষের তালা এবং আলমারির তালা ভেঙে টাকা নিয়ে যায়। আজ সকালে বিদ্যালয় গিয়ে চুরির বিষয়টি জানতে পারি। ওই সময় নৈশপ্রহরী মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিদ্যালয় ছিলেন না বলে জানান। ছুটি ছাড়াই নৈশপ্রহরীর অনুপস্থিতির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
বিদ্যালয়ের সভাপতি মো. আল আমিন সবুজ বলেন, ‘বিদ্যালয়ের চুরি বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানাননি। বিষয়টি স্থানীয়রা মোবাইল ফোনে আমাকে জানিয়েছেন। তবে দুই লক্ষাধিক টাকা ব্যাংকে না রেখে প্রধান শিক্ষক কেন বিদ্যালয়ের অফিস কক্ষে রেখেছিলেন বিষয়টি বোধগম্য নয়।’
এ বিষয়ে মুলাদী থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ‘বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাকা চুরির বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হলেও এখনো দেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৯ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩৭ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৪০ মিনিট আগে