আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে অতিসংক্রামক চর্ম রোগে আক্রান্ত কয়েক হাজার গরু। কোরবানির আগে এ রোগ ছড়িয়ে পড়ায় সুস্থ পশু পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ক্রেতারা। কোরবানি সামনে রেখে পশু পালন করেছিলেন যে সব খামারিরা তারা বড় ক্ষতির মুখে পড়েছেন।
উপজেলার ৫০ শতাংশের বেশি গরু লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত। গত তিন মাসে ৩ শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। উপজেলার ৩৫ হাজার গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। কোরবানির আগে গরু সুস্থ রাখাই এখন তাদের বড় চ্যালেঞ্জ। গরু এলএসডিতে আক্রান্তের কারণে বাজারে ধস নেমেছে। বাজার প্রায় ক্রেতা শূন্য।
উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা গরুর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এ রোগের ভ্যাকসিন না থাকায় বিপাকে খামারি ও কৃষকেরা। দ্রুত সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন তারা। এদিকে গরুর লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পরায় পশুর হাটে গরু ক্রয়-বিক্রয়ে ধস নেমেছে।
আমতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় খামারিদের ৩৫ হাজারের মতো গরু রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ গরু এলএসডিতে আক্রান্ত। মারা গেছে ১ থেকে ২ শতাংশ গরু। প্রাণী সম্পদ অধিদপ্তর এ রোগের ভ্যাকসিন উৎপাদন করেনি। দেশীয় ও শাহীওয়াল (লাল গরু) এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে।’
জানা গেছে, গত মার্চ মাসের মাঝামাঝি সময় আমতলী উপজেলায় লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হতে শুরু করে গরু। মশা-মাছি বাহিত এ রোগ দ্রুত উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ে।
বর্তমানে মহামারি আকারে ধারণ করেছে এ রোগ। উপজেলা প্রাণী সম্পদ অফিস আড়াই হাজারের বেশি আক্রান্ত গরুর চিকিৎসা দিয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অফিসে এ রোগের ভ্যাকসিন নেই। ভ্যাকসিন না থাকায় গরুর খামারি ও কৃষকেরা বিপাকে পড়েছেন। খামারিদের ফার্মেসি থেকে বিভিন্ন কোম্পানির ওষুধ কিনতে হচ্ছে। কোরবানি এগিয়ে আসলেও রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় মানুষ আগে আগে গরু কিনছেন না।
স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এলএসডিতে গরু আক্রান্ত হওয়ায় বেশি দিন আগে গরু কেনার চিন্তা করছি না। কোরবানির দু-এক দিন আগে গরু কিনব।’
খামারি দেলোয়ার হোসেন বলেন, ‘খামারে ৭টি গরুর তিনটিই লাম্পি স্কিন রোগে আক্রান্ত। উপজেলা প্রাণী সম্পদ অফিসে গরু এনে ব্যবস্থাপত্র নিয়েছি। কিন্তু প্রাণী সম্পদ অফিসে এ রোগের কোনো ভ্যাকসিন নেই। তাই ফার্মেসি থেকে ওষুধ কিনতে হচ্ছে।’
পূর্ব চিলা গ্রামের হেলাল হাওলাদার বলেন, ‘গত শনিবার আমার একটি বাচ্চা গরু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে’।
খামারি ছত্তার ফকির বলেন, ‘লাখ টাকা দামের একটি ষাঁড়ের শরীরে গোটা উঠে মারা গেছে। আরও দুটি আক্রান্ত হয়েছে।’
আমতলী উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘গরুর চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। গত তিন মাসে লাম্পি স্কিন রোগে আক্রান্ত দুই হাজার ৫০০ গরু চিকিৎসা দেওয়া হয়েছে। প্রতিদিন ২৫ থেকে ৩০ টি গরুর হাসপাতালে এনে চিকিৎসা নিচ্ছে।’

বরগুনার আমতলীতে অতিসংক্রামক চর্ম রোগে আক্রান্ত কয়েক হাজার গরু। কোরবানির আগে এ রোগ ছড়িয়ে পড়ায় সুস্থ পশু পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ক্রেতারা। কোরবানি সামনে রেখে পশু পালন করেছিলেন যে সব খামারিরা তারা বড় ক্ষতির মুখে পড়েছেন।
উপজেলার ৫০ শতাংশের বেশি গরু লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত। গত তিন মাসে ৩ শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। উপজেলার ৩৫ হাজার গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। কোরবানির আগে গরু সুস্থ রাখাই এখন তাদের বড় চ্যালেঞ্জ। গরু এলএসডিতে আক্রান্তের কারণে বাজারে ধস নেমেছে। বাজার প্রায় ক্রেতা শূন্য।
উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা গরুর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এ রোগের ভ্যাকসিন না থাকায় বিপাকে খামারি ও কৃষকেরা। দ্রুত সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন তারা। এদিকে গরুর লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পরায় পশুর হাটে গরু ক্রয়-বিক্রয়ে ধস নেমেছে।
আমতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় খামারিদের ৩৫ হাজারের মতো গরু রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ গরু এলএসডিতে আক্রান্ত। মারা গেছে ১ থেকে ২ শতাংশ গরু। প্রাণী সম্পদ অধিদপ্তর এ রোগের ভ্যাকসিন উৎপাদন করেনি। দেশীয় ও শাহীওয়াল (লাল গরু) এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে।’
জানা গেছে, গত মার্চ মাসের মাঝামাঝি সময় আমতলী উপজেলায় লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হতে শুরু করে গরু। মশা-মাছি বাহিত এ রোগ দ্রুত উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ে।
বর্তমানে মহামারি আকারে ধারণ করেছে এ রোগ। উপজেলা প্রাণী সম্পদ অফিস আড়াই হাজারের বেশি আক্রান্ত গরুর চিকিৎসা দিয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অফিসে এ রোগের ভ্যাকসিন নেই। ভ্যাকসিন না থাকায় গরুর খামারি ও কৃষকেরা বিপাকে পড়েছেন। খামারিদের ফার্মেসি থেকে বিভিন্ন কোম্পানির ওষুধ কিনতে হচ্ছে। কোরবানি এগিয়ে আসলেও রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় মানুষ আগে আগে গরু কিনছেন না।
স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এলএসডিতে গরু আক্রান্ত হওয়ায় বেশি দিন আগে গরু কেনার চিন্তা করছি না। কোরবানির দু-এক দিন আগে গরু কিনব।’
খামারি দেলোয়ার হোসেন বলেন, ‘খামারে ৭টি গরুর তিনটিই লাম্পি স্কিন রোগে আক্রান্ত। উপজেলা প্রাণী সম্পদ অফিসে গরু এনে ব্যবস্থাপত্র নিয়েছি। কিন্তু প্রাণী সম্পদ অফিসে এ রোগের কোনো ভ্যাকসিন নেই। তাই ফার্মেসি থেকে ওষুধ কিনতে হচ্ছে।’
পূর্ব চিলা গ্রামের হেলাল হাওলাদার বলেন, ‘গত শনিবার আমার একটি বাচ্চা গরু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে’।
খামারি ছত্তার ফকির বলেন, ‘লাখ টাকা দামের একটি ষাঁড়ের শরীরে গোটা উঠে মারা গেছে। আরও দুটি আক্রান্ত হয়েছে।’
আমতলী উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘গরুর চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। গত তিন মাসে লাম্পি স্কিন রোগে আক্রান্ত দুই হাজার ৫০০ গরু চিকিৎসা দেওয়া হয়েছে। প্রতিদিন ২৫ থেকে ৩০ টি গরুর হাসপাতালে এনে চিকিৎসা নিচ্ছে।’

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৮ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৪১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে