তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে বউভাতে বর পক্ষের হামলায় কনের বাড়ির সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন। বউভাতে নারীদের বসা নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এ হামলা হয়। এতে খাবার না খেয়ে বরের বাড়ি থেকে কনেকে নিয়ে চলে যান পরিবার। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার কাজিরখাল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত শুক্রবার বরগুনা সদর উপজেলার সোনাতলা এলাকার সোবাহান ঘরামীর মেয়ে রাবেয়ার সঙ্গে তালতলী উপজেলার কাজির খাল এলাকার ছবুর আকনের ছেলে রবিউল আকনের বিয়ে হয়। সোমবার বিকেলে বরের বাড়ি থেকে বউ ভাতের আয়োজন করা হয়। এদিন দুপুরে বরের বাড়িতে আসেন কনে পক্ষের ২৫ জন সদস্য। খাবার পরিবেশনের সময় নারী-পুরুষ একত্রে বসানোর জন্য নিষেধ করেন কনে পক্ষ। এ সময় বর পক্ষ থেকে কনে পক্ষের নারীদের নিয়ে কটূক্তি করেন।
এ নিয়ে দু পক্ষের বাগ্বিতণ্ডার এক পর্যায় বর পক্ষের লোকজন কনে পক্ষের ওপর হামলা চালান। হামলায় কনের বাবা সোবাহান ঘরামী, ফুফা মস্তফা, ফুপি বিলকিচ, নানি হাজেরাসহ ১৩ জন আহত হন। আহতেরা তালতলী থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বরগুনায় ফিরে যান।
কনের চাচা মোহম্মদ আলী ছাত্তার বলেন, ‘বিকেল ৩টার দিকেও আমাদের খাবার দেওয়া হয়নি। পরে খাবার দেওয়ার আগে নারী ও পুরুষদের একই সঙ্গে বসানো নিয়ে নিষেধ করি। এ সময় তাঁরা নারীদের নিয়ে কটূক্তি করে কথা বলেন। প্রতিবাদ করলে তাঁরা আমাদের ওপরে হামলা চালান।’
মোহম্মদ আলী ছাত্তার আরও বলেন, কনের বাবার জামাকাপড় ছিঁড়ে ফেলে মারধর করে জামাই রবিউল। তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের চেয়ারম্যান এ বিষয়ে সমাধানের কথা বলেছেন।
বর রবিউলের বাবা ছবুর আকন বলেন, ‘আমরা ভুল করেছি। রাতে কনে পক্ষের কাছে ক্ষমা চেয়েছি। দুপক্ষের সমস্যা সমাধান করবেন আমাদের চেয়ারম্যান।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিয়ে বাড়িতে ঝামেলার কথা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। আহতদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনার তালতলীতে বউভাতে বর পক্ষের হামলায় কনের বাড়ির সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন। বউভাতে নারীদের বসা নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এ হামলা হয়। এতে খাবার না খেয়ে বরের বাড়ি থেকে কনেকে নিয়ে চলে যান পরিবার। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার কাজিরখাল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত শুক্রবার বরগুনা সদর উপজেলার সোনাতলা এলাকার সোবাহান ঘরামীর মেয়ে রাবেয়ার সঙ্গে তালতলী উপজেলার কাজির খাল এলাকার ছবুর আকনের ছেলে রবিউল আকনের বিয়ে হয়। সোমবার বিকেলে বরের বাড়ি থেকে বউ ভাতের আয়োজন করা হয়। এদিন দুপুরে বরের বাড়িতে আসেন কনে পক্ষের ২৫ জন সদস্য। খাবার পরিবেশনের সময় নারী-পুরুষ একত্রে বসানোর জন্য নিষেধ করেন কনে পক্ষ। এ সময় বর পক্ষ থেকে কনে পক্ষের নারীদের নিয়ে কটূক্তি করেন।
এ নিয়ে দু পক্ষের বাগ্বিতণ্ডার এক পর্যায় বর পক্ষের লোকজন কনে পক্ষের ওপর হামলা চালান। হামলায় কনের বাবা সোবাহান ঘরামী, ফুফা মস্তফা, ফুপি বিলকিচ, নানি হাজেরাসহ ১৩ জন আহত হন। আহতেরা তালতলী থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বরগুনায় ফিরে যান।
কনের চাচা মোহম্মদ আলী ছাত্তার বলেন, ‘বিকেল ৩টার দিকেও আমাদের খাবার দেওয়া হয়নি। পরে খাবার দেওয়ার আগে নারী ও পুরুষদের একই সঙ্গে বসানো নিয়ে নিষেধ করি। এ সময় তাঁরা নারীদের নিয়ে কটূক্তি করে কথা বলেন। প্রতিবাদ করলে তাঁরা আমাদের ওপরে হামলা চালান।’
মোহম্মদ আলী ছাত্তার আরও বলেন, কনের বাবার জামাকাপড় ছিঁড়ে ফেলে মারধর করে জামাই রবিউল। তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের চেয়ারম্যান এ বিষয়ে সমাধানের কথা বলেছেন।
বর রবিউলের বাবা ছবুর আকন বলেন, ‘আমরা ভুল করেছি। রাতে কনে পক্ষের কাছে ক্ষমা চেয়েছি। দুপক্ষের সমস্যা সমাধান করবেন আমাদের চেয়ারম্যান।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিয়ে বাড়িতে ঝামেলার কথা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। আহতদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে