নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ উপলক্ষে তিনি দিনব্যাপী বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন।
সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বন্দরের কার্যক্রম পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) বন্দরের অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখবেন। বন্দর কর্মকর্তারা তাঁকে চলমান কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে ব্রিফিং করবেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, প্রধান উপদেষ্টা সকাল সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত বন্দরে অবস্থান করবেন। তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
বন্দর-সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, লালদিয়া টার্মিনাল, এনসিটিতে বিদেশি বিনিয়োগে আসার বিষয়টি প্রক্রিয়াধীন। এমন সময়ে প্রধান উপদেষ্টার চট্টগ্রাম বন্দর সফর খুবই গুরুত্ব বহন করবে।
এ ছাড়া প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সার্কিট হাউসে নগরীর জলাবদ্ধতা-সংক্রান্ত ব্রিফিং এবং আলোচনা, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর, অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত সড়ক উন্নয়ন-সংক্রান্ত ব্রিফিং এবং আলোচনা করবেন।
সার্কিট হাউসে তিনি কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। এই সেতু চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার একটি অংশসহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে বসবাসকারী বিশাল জনগোষ্ঠীর বহুল প্রতীক্ষিত সেতু।
বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি তাঁর পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন তিনি।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ উপলক্ষে তিনি দিনব্যাপী বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন।
সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বন্দরের কার্যক্রম পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) বন্দরের অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখবেন। বন্দর কর্মকর্তারা তাঁকে চলমান কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে ব্রিফিং করবেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, প্রধান উপদেষ্টা সকাল সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত বন্দরে অবস্থান করবেন। তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
বন্দর-সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, লালদিয়া টার্মিনাল, এনসিটিতে বিদেশি বিনিয়োগে আসার বিষয়টি প্রক্রিয়াধীন। এমন সময়ে প্রধান উপদেষ্টার চট্টগ্রাম বন্দর সফর খুবই গুরুত্ব বহন করবে।
এ ছাড়া প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সার্কিট হাউসে নগরীর জলাবদ্ধতা-সংক্রান্ত ব্রিফিং এবং আলোচনা, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর, অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত সড়ক উন্নয়ন-সংক্রান্ত ব্রিফিং এবং আলোচনা করবেন।
সার্কিট হাউসে তিনি কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। এই সেতু চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার একটি অংশসহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে বসবাসকারী বিশাল জনগোষ্ঠীর বহুল প্রতীক্ষিত সেতু।
বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি তাঁর পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন তিনি।

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১০ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
২৪ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
৩১ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে