
স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো বাগেরহাটের ছাত্রলীগ (নিষিদ্ধঘোষিত) নেতা জুয়েল হাসান সাদ্দামকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, মানবিক দিক বিবেচনা করে আদালত তাঁকে জামিন দিয়েছেন।
জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় যশোর কারাগারে বন্দী রয়েছেন। তাঁর পারিবারিক সূত্র জানা যায়, এর আগেও কয়েকবার তাঁর জামিন হয়েছে, কিন্তু জেলগেটে তাঁকে নতুন মামলা দিয়ে আবারও আটক করা হয়।
জানতে চাইলে যশোর কারাগারের জেলার আবিদ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুনেছি সাদ্দামের জামিন হয়েছে। তবে আদালতের কোনো নথি আমাদের কাছে আসেনি। আজ আসার সম্ভাবনাও নেই। কাল (মঙ্গলবার) দুপুর নাগাদ মুক্তি পেতে পারেন বলে ধারণা করছি।’
অপর দিকে সাদ্দামের মুক্তি নিয়ে তেমন উচ্ছ্বাস নেই সদ্য স্বজন হারানো পরিবারটির। তাদের দাবি, স্ত্রী-সন্তান বেঁচে থাকতে জামিন হলো না, এখন জামিন দিয়ে কী হবে?
তারপরও ভালো হয়েছে বলে জানান সাদ্দামের মা দেলোয়ারা একরাম। তিনি বলেন, ‘আমি এখন কী বলব, জামিন হয়েছে, আগেও জামিন চাইছি। কয়েকবার জামিন হয়েছে, কিন্তু বের হতে পারেনি। এখন জামিন হওয়া আর না হওয়া সমান কথা। তারপরও জামিন হয়েছে, ভালো কথা; কিন্তু বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর, তাহলে এই জামিন দিয়ে কী হবে।’

একই কথা বলেন সাদ্দামের ভাই প্রকৌশলী শহিদুল ইসলাম। তিনি মোবাইল ফোনে বলেন, ‘ছয় মাসের জামিন হয়েছে, সাদ্দামের আইনজীবী আমাদের জানিয়েছেন। তবে এখন জামিন দিয়ে কী লাভ! জামিন নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই আমাদের।’
ক্ষোভ জানিয়ে শহিদুল ইসলাম বলেন, ‘বাগেরহাটে একবার জামিন দিয়েও সাদ্দামকে জেলগেট থেকে আবার আটক করে পুলিশ। তার জামিন দিয়ে আর কী হবে। সে তো আর তার স্ত্রী-সন্তানকে পাবে না। সে তো সন্ত্রাসী না। এমন তো না যে, বাগেরহাটে জুলাই আন্দোলনে বড় কোনো সহিংসতা হয়েছে। সে যে মামলায় আটক হয়; সে ওই ঘটনায় জড়িতও না।’
তবে জামিনের জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান শহিদুল। তিনি বলেন, এই পরিস্থিতিতে গণমাধ্যম পাশে ছিল বলেই তাঁর জামিন হয়েছে।
সাদ্দামের শ্বশুর রুহুল আমিন হাওলাদার বলেন, ‘সাদ্দামের জামিন হয়েছে, এতে আমি সন্তোষ প্রকাশ করছি। পাশাপাশি প্যারোলে জামিন চেয়েছি, সেই জামিন না দেওয়া অমানবিক না মানবিক কাজ হয়েছে, সেই বিচার চাই রাষ্ট্রের কাছে।’
প্যারোলে মুক্তির জন্য আবেদন করা সাদ্দামের মামা হেমায়েত উদ্দিন বলেন, ‘প্যারোলে মুক্তির জন্য আমরা আবেদন করেছি, কিন্তু আমরা ব্যর্থ। এখন এই জামিনের জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই।’
এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাটের বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের বাড়ি থেকে স্ত্রী স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ ও পাশে নয় মাস বয়সী শিশু নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় প্যারোলে সাদ্দামের মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে পরিবার। এতে সাড়া না পাওয়ায় গত শনিবার সাদ্দামের স্ত্রী ও সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়।
কারা কর্তৃপক্ষের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলগেটের ভেতরে মাত্র ৫ মিনিটের জন্য সাদ্দামকে স্ত্রী ও শিশুসন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম। এর পর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোট-সমর্থিত প্রার্থী মো. আরিফুল ইসলামের আজাদী যাত্রা থেকে মো. মানিক নামের এক যুবককে আটকের পর পুলিশে হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুর থেকে সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২০ মিনিট আগে
আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের পদত্যাগ দাবি করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহাম্মেদ।
২ ঘণ্টা আগে
যোগদান অনুষ্ঠানে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ নিজে মৎস্যজীবী দলের নেতা জালালকে দুধ দিয়ে গোসল করান। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিপুল সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার (সম্পত্তির তত্ত্বাবধায়ক) নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে