গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে যুবদল নেতা আলমগীর হোসেনকে (৩৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা ইছাখালির মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও বাঁশবাড়িয়া উত্তরপাড়ার মইন উদ্দীনের ছেলে।
গাংনী পৌর যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম বলেন, আলমগীর হোসেন গভীর রাত হলেও বাড়ি না ফেরায় তাঁর পরিবার যুবদল নেতাসহ স্বজন ও বন্ধুদের বাড়িতে খোঁজ করেও পায়নি। পরে আজ তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাইমনতলা ইছাখালির মাঠে সহড়াবাড়িয়া গ্রামের কামরুল ইসলামের তামাকের জমিতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত আলমগীরের স্বজনেরা জানান, আলমগীর দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। তিন মাস আগে বাড়িতে এসেছেন। তাঁর দুই মেয়ে।
নিহত ব্যক্তির ছোট ভাই আল আমিন বলেন, আলমগীর রাত থেকে নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল বলেন, ‘সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা মাঠে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আশা করছি, হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।’
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা, জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মিল্টন, ষোলটাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ বিএনপি ও যুবদলের নেতারা।

মেহেরপুরের গাংনীতে যুবদল নেতা আলমগীর হোসেনকে (৩৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা ইছাখালির মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও বাঁশবাড়িয়া উত্তরপাড়ার মইন উদ্দীনের ছেলে।
গাংনী পৌর যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম বলেন, আলমগীর হোসেন গভীর রাত হলেও বাড়ি না ফেরায় তাঁর পরিবার যুবদল নেতাসহ স্বজন ও বন্ধুদের বাড়িতে খোঁজ করেও পায়নি। পরে আজ তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাইমনতলা ইছাখালির মাঠে সহড়াবাড়িয়া গ্রামের কামরুল ইসলামের তামাকের জমিতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত আলমগীরের স্বজনেরা জানান, আলমগীর দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। তিন মাস আগে বাড়িতে এসেছেন। তাঁর দুই মেয়ে।
নিহত ব্যক্তির ছোট ভাই আল আমিন বলেন, আলমগীর রাত থেকে নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল বলেন, ‘সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা মাঠে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আশা করছি, হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।’
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা, জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মিল্টন, ষোলটাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ বিএনপি ও যুবদলের নেতারা।

বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
১১ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৮ ঘণ্টা আগে