
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিদেশি পশু–পাখিও লুটপাট করা হয়েছে। ৫ আগস্ট দুপুরের পর এ ঘটনা ঘটে। পার্কজুড়ে এখন শুধুই ধ্বংসস্তূপ।
আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গিয়ে দেখা যায়, পার্কের প্রধান ফটকের সামনে সুনসান নীরবতা। প্রধান ফটকে বিদ্যুৎ সংযোগ না থাকায় বন্ধ রয়েছে গেট। পার্কের ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করে চোখে পড়ল ধ্বংসস্তূপ। কোর সাফারির হিংস্র পশু দেখার জন্য নির্দিষ্ট মিনিবাস ভেঙে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে পার্ক অফিস। পার্ক অফিসের সব কম্পিউটার ল্যাপটপ লুটপাট করে নিয়ে গেছে। পুরো পার্কের সিসিটিভি ক্যামেরা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে পার্কের দুটি বিশ্রামাগার।
ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পার্কের শিশুপার্ক। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে পার্কের ন্যাচার হিস্ট্রি মিউজিয়ামে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ডিসপ্লে ম্যাপ। ভাঙচুর চালানো হয়েছে পার্কের অডিটরিয়াম সেন্টার। পার্কের ভেতর থাকা কয়েকটি ফুট পার্ক লুটপাট চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পার্কের পাখিশালা, ময়ূর বেষ্টনী, প্রজাপ্রতির বেষ্টনী, দুটি রেস্টুরেন্ট, পার্কের সব সাইনবোর্ড ব্যানার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে রঙিন মাছের বেষ্টনী।
পার্ক সূত্রে জানা যায়, পার্কের পাখিশালায় থাকা বিদেশি পাখি ম্যাকাউ, ময়ূরসহ বিদেশি অনেক পাখি লুটপাট করে নিয়ে গেছে। এ ছাড়া অনেক পাখির খাঁচা ভেঙে পশুপাখি ছেড়ে দেওয়া হয়েছে। বহু পাখি খাঁচাসহ নিয়ে গেছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পুরো পার্কে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। পার্কের কিছু পশু–পাখি লুটপাট হয়েছে। তবে কত পশু–পাখি লুটপাট হয়েছে এ বিষয়ে রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলতে পারব। তবে পার্কের সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পার্কের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কবে পার্কের কার্যক্রম চালু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিদেশি পশু–পাখিও লুটপাট করা হয়েছে। ৫ আগস্ট দুপুরের পর এ ঘটনা ঘটে। পার্কজুড়ে এখন শুধুই ধ্বংসস্তূপ।
আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গিয়ে দেখা যায়, পার্কের প্রধান ফটকের সামনে সুনসান নীরবতা। প্রধান ফটকে বিদ্যুৎ সংযোগ না থাকায় বন্ধ রয়েছে গেট। পার্কের ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করে চোখে পড়ল ধ্বংসস্তূপ। কোর সাফারির হিংস্র পশু দেখার জন্য নির্দিষ্ট মিনিবাস ভেঙে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে পার্ক অফিস। পার্ক অফিসের সব কম্পিউটার ল্যাপটপ লুটপাট করে নিয়ে গেছে। পুরো পার্কের সিসিটিভি ক্যামেরা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে পার্কের দুটি বিশ্রামাগার।
ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পার্কের শিশুপার্ক। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে পার্কের ন্যাচার হিস্ট্রি মিউজিয়ামে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ডিসপ্লে ম্যাপ। ভাঙচুর চালানো হয়েছে পার্কের অডিটরিয়াম সেন্টার। পার্কের ভেতর থাকা কয়েকটি ফুট পার্ক লুটপাট চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পার্কের পাখিশালা, ময়ূর বেষ্টনী, প্রজাপ্রতির বেষ্টনী, দুটি রেস্টুরেন্ট, পার্কের সব সাইনবোর্ড ব্যানার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে রঙিন মাছের বেষ্টনী।
পার্ক সূত্রে জানা যায়, পার্কের পাখিশালায় থাকা বিদেশি পাখি ম্যাকাউ, ময়ূরসহ বিদেশি অনেক পাখি লুটপাট করে নিয়ে গেছে। এ ছাড়া অনেক পাখির খাঁচা ভেঙে পশুপাখি ছেড়ে দেওয়া হয়েছে। বহু পাখি খাঁচাসহ নিয়ে গেছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পুরো পার্কে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। পার্কের কিছু পশু–পাখি লুটপাট হয়েছে। তবে কত পশু–পাখি লুটপাট হয়েছে এ বিষয়ে রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলতে পারব। তবে পার্কের সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পার্কের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কবে পার্কের কার্যক্রম চালু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
১৫ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
১৭ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
২২ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে