নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

র্যাবের হেফাজতে ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিন (৩৮) মারা যাওয়ার আগে যুগ্ম সচিব মো. এনামুল হক তাঁর বিরুদ্ধে যে মামলা করেছেন, তার অগ্রগতি নিয়ে কোনো কথা বলছে না পুলিশ। এই বিষয়ে কথা বলার ক্ষেত্রে ঊর্ধ্বতনরা নিষেধ করে রেখেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত সংশ্লিষ্টরা।
রাজশাহী নগরীর রাজপাড়া থানায় ২৩ মার্চ বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা করেন স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক মো. এনামুল হক। মামলাটির তদন্ত করছেন থানার উপপরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র বর্মন। এই মামলার ২ নম্বর আসামি ছিলেন জেসমিন। আর প্রধান আসামি মো. আল-আমিন নামের এক ব্যক্তি। যার বাড়ি চাঁদপুর।
মামলার বাদী এনামুল হক আজকের পত্রিকাকে বলেছিলেন, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার হলেই নানা প্রশ্নের উত্তর মিলবে। বিষয়টি নিয়ে কথা বলতে আজ বৃহস্পতিবার দুপুরে রাজপাড়া থানায় গেলে তদন্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র বর্মন বলেন, এই মামলার বিষয়ে কথা বলতে ঊর্ধ্বতনরা নিষেধ করেছেন। যা বলার তা বলবেন রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র রফিকুল আলম। তিনি রফিকুল আলমের সঙ্গেই কথা বলার পরামর্শ দেন।
একই পরামর্শ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন। জানতে চাইলে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম বলেন, ‘এই মামলাটা এখন আদালতে বিচারাধীন বিষয়। এটা নিয়ে কোনো কথা বলা যাবে না।’ মামলার তদন্তে র্যাব সহায়তা করছে কি না জানতে চাইলে তিনি একই মন্তব্য করেন।
যুগ্ম সচিব মো. এনামুল হকের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে গত ২২ মার্চ সকালে নওগাঁর ভূমি অফিসের কর্মচারী জেসমিনকে আটক করে র্যাব-৫ এর রাজশাহীর একটি দল। সেদিনই তাকে প্রথমে নওগাঁয় এবং পরে রাজশাহীতে হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ মার্চ র্যাবের হেফাজতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন মারা যান। তার মাথায় এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে। জেসমিন আটকের পরদিন ২৩ মার্চ তাঁর বিরুদ্ধে মামলা করেন এনামুল।
এজাহারে তিনি দাবি করেন, মামলার অপর আসামি আল-আমিন ও জেসমিন তাঁর নামে ফেসবুক আইডি খুলে এবং দাপ্তরিক কাজের ছবি ব্যবহার করে প্রতারণা করছিলেন।
কিন্তু মামলার তদন্ত সংশ্লিষ্টরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন না বলে তদন্তের প্রকৃত বাস্তবতা কী-তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, আলোচিত মামলাটি নিয়ে নিষ্ক্রিয় রয়েছে পুলিশ। এভাবে সময়ক্ষেপণ করা হচ্ছে।
মামলার এজাহারে এনামুল হক অভিযোগ করেছেন, গত ১৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে আসামিরা রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু মামলা দায়েরের সময় এনামুল হক প্রয়োজনীয় প্রামাণিক পুলিশকে দিয়েছেন কি না তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
রাজশাহীর আইনজীবী হাবিবুর রহমান বলেন, যদি সামাজিক কোনো মাধ্যমে অপরাধ সংঘটিত হয়ে থাকে, সে ক্ষেত্রে তার স্ক্রিন শর্ট, অডিওর মাধ্যমে হলে অডিওভিজ্যুয়াল গ্যাজেট, ভিডিও মাধ্যমে হলে ভিডিও কনটেন্টসহ আনুষঙ্গিক তথ্য প্রমাণাদি এজাহারের সঙ্গে অবশ্যই যুক্ত করতে হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে যেহেতু অফিস সময়ে অপরাধ সংঘটনের কথা বলা হয়েছে; সে ক্ষেত্রে সিসিটিভি ফুটেজেও আসামিদের অবস্থান ও অপরাধ কর্মকাণ্ড শনাক্ত হওয়ার কথা। আসলেই কী কী প্রমাণ আছে তা জানানো উচিত।
এদিকে কাল শুক্রবার রাজশাহীর জ্যেষ্ঠ আইনজীবী আবুল হাসনাত বেগের নেতৃত্বে একদল আইনজীবী ঘটনাস্থল নওগাঁ যাবেন বলে জানা গেছে। জেসমিনকে তুলে নেওয়া থেকে শুরু করে পরবর্তী ৪ ঘণ্টায় তাঁকে কোথায় রাখা হয়েছিল, প্রত্যক্ষদর্শী এবং এই বিষয়ে সুলতানা জেসমিনের স্বজন, অফিসের সহকর্মী ছাড়াও নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তারা। রাজশাহী ফিরে তাঁরা একটি প্রতিবেদন প্রকাশ করবেন।
মৃত্যুর পর স্বজনেরা অভিযোগ করেছেন, নির্যাতনের কারণে জেসমিনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পরই। আগামী ৫ এপ্রিলের মধ্যে ময়নাতদন্তের প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ রয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিবেদন প্রস্তুত হয়নি বলে জানিয়েছেন মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক ও রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি আজকের পত্রিকাকে বলেন, কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি বলে ময়নাতদন্তের প্রতিবেদনও প্রস্তুত হয়নি। প্রতিবেদন প্রস্তুত হলে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে।

র্যাবের হেফাজতে ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিন (৩৮) মারা যাওয়ার আগে যুগ্ম সচিব মো. এনামুল হক তাঁর বিরুদ্ধে যে মামলা করেছেন, তার অগ্রগতি নিয়ে কোনো কথা বলছে না পুলিশ। এই বিষয়ে কথা বলার ক্ষেত্রে ঊর্ধ্বতনরা নিষেধ করে রেখেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত সংশ্লিষ্টরা।
রাজশাহী নগরীর রাজপাড়া থানায় ২৩ মার্চ বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা করেন স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক মো. এনামুল হক। মামলাটির তদন্ত করছেন থানার উপপরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র বর্মন। এই মামলার ২ নম্বর আসামি ছিলেন জেসমিন। আর প্রধান আসামি মো. আল-আমিন নামের এক ব্যক্তি। যার বাড়ি চাঁদপুর।
মামলার বাদী এনামুল হক আজকের পত্রিকাকে বলেছিলেন, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার হলেই নানা প্রশ্নের উত্তর মিলবে। বিষয়টি নিয়ে কথা বলতে আজ বৃহস্পতিবার দুপুরে রাজপাড়া থানায় গেলে তদন্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র বর্মন বলেন, এই মামলার বিষয়ে কথা বলতে ঊর্ধ্বতনরা নিষেধ করেছেন। যা বলার তা বলবেন রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র রফিকুল আলম। তিনি রফিকুল আলমের সঙ্গেই কথা বলার পরামর্শ দেন।
একই পরামর্শ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন। জানতে চাইলে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম বলেন, ‘এই মামলাটা এখন আদালতে বিচারাধীন বিষয়। এটা নিয়ে কোনো কথা বলা যাবে না।’ মামলার তদন্তে র্যাব সহায়তা করছে কি না জানতে চাইলে তিনি একই মন্তব্য করেন।
যুগ্ম সচিব মো. এনামুল হকের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে গত ২২ মার্চ সকালে নওগাঁর ভূমি অফিসের কর্মচারী জেসমিনকে আটক করে র্যাব-৫ এর রাজশাহীর একটি দল। সেদিনই তাকে প্রথমে নওগাঁয় এবং পরে রাজশাহীতে হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ মার্চ র্যাবের হেফাজতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন মারা যান। তার মাথায় এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে। জেসমিন আটকের পরদিন ২৩ মার্চ তাঁর বিরুদ্ধে মামলা করেন এনামুল।
এজাহারে তিনি দাবি করেন, মামলার অপর আসামি আল-আমিন ও জেসমিন তাঁর নামে ফেসবুক আইডি খুলে এবং দাপ্তরিক কাজের ছবি ব্যবহার করে প্রতারণা করছিলেন।
কিন্তু মামলার তদন্ত সংশ্লিষ্টরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন না বলে তদন্তের প্রকৃত বাস্তবতা কী-তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, আলোচিত মামলাটি নিয়ে নিষ্ক্রিয় রয়েছে পুলিশ। এভাবে সময়ক্ষেপণ করা হচ্ছে।
মামলার এজাহারে এনামুল হক অভিযোগ করেছেন, গত ১৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে আসামিরা রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু মামলা দায়েরের সময় এনামুল হক প্রয়োজনীয় প্রামাণিক পুলিশকে দিয়েছেন কি না তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
রাজশাহীর আইনজীবী হাবিবুর রহমান বলেন, যদি সামাজিক কোনো মাধ্যমে অপরাধ সংঘটিত হয়ে থাকে, সে ক্ষেত্রে তার স্ক্রিন শর্ট, অডিওর মাধ্যমে হলে অডিওভিজ্যুয়াল গ্যাজেট, ভিডিও মাধ্যমে হলে ভিডিও কনটেন্টসহ আনুষঙ্গিক তথ্য প্রমাণাদি এজাহারের সঙ্গে অবশ্যই যুক্ত করতে হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে যেহেতু অফিস সময়ে অপরাধ সংঘটনের কথা বলা হয়েছে; সে ক্ষেত্রে সিসিটিভি ফুটেজেও আসামিদের অবস্থান ও অপরাধ কর্মকাণ্ড শনাক্ত হওয়ার কথা। আসলেই কী কী প্রমাণ আছে তা জানানো উচিত।
এদিকে কাল শুক্রবার রাজশাহীর জ্যেষ্ঠ আইনজীবী আবুল হাসনাত বেগের নেতৃত্বে একদল আইনজীবী ঘটনাস্থল নওগাঁ যাবেন বলে জানা গেছে। জেসমিনকে তুলে নেওয়া থেকে শুরু করে পরবর্তী ৪ ঘণ্টায় তাঁকে কোথায় রাখা হয়েছিল, প্রত্যক্ষদর্শী এবং এই বিষয়ে সুলতানা জেসমিনের স্বজন, অফিসের সহকর্মী ছাড়াও নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তারা। রাজশাহী ফিরে তাঁরা একটি প্রতিবেদন প্রকাশ করবেন।
মৃত্যুর পর স্বজনেরা অভিযোগ করেছেন, নির্যাতনের কারণে জেসমিনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পরই। আগামী ৫ এপ্রিলের মধ্যে ময়নাতদন্তের প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ রয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিবেদন প্রস্তুত হয়নি বলে জানিয়েছেন মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক ও রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি আজকের পত্রিকাকে বলেন, কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি বলে ময়নাতদন্তের প্রতিবেদনও প্রস্তুত হয়নি। প্রতিবেদন প্রস্তুত হলে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে।

আজ মানববন্ধন শেষে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আমরা একত্র হয়েছি আইনজীবীদের যৌক্তিক দাবি নিয়ে। এরই মধ্যে বার কাউন্সিল থেকে লিখিতভাবে প্রধান উপদেষ্টাসহ অনেকের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে।
২ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পুলিশের বার্ষিক ফায়ারিংয়ের অনুশীলনে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলা অবস্থায় এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়।
৮ মিনিট আগে
বগুড়ার গাবতলীতে অস্থায়ী বেদেপল্লিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেদে সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষে শাকিল (২৫) নামের এক সাপুড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা বাজারসংলগ্ন অস্থায়ী বেদেপল্লিতে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ভোরে মাওলানা আব্দুল কাদেরের আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমার আনুষ্ঠানিক সূচনা হয়। আয়োজকদের ধারণা, শুক্রবার জুমার নামাজে বিপুলসংখ্যক মুসল্লি যোগ দিতে পারেন। আগামী শনিবার দুপুর ১২টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
৩২ মিনিট আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

মামলা পরিচালনায় আদালতে যে কোর্ট ফি জমা দেওয়া হয়, তার ২০ শতাংশ কল্যাণ তহবিলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা আইনজীবী সমিতি।
ঢাকার জজ আদালতের পাশে আইনজীবী সমিতির ভবনের সামনে আজ বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হয়।
আদালতে মামলা দাখিল, জামিন আবেদন, জামিননামা, ওকালতনামা, দেওয়ানি মামলায় আরজি দাখিল বা যেকোনো ধরনের আবেদনে কোর্ট ফি নেওয়া হয়। এই ফি থেকে বিরাট অঙ্কের রাজস্ব আদায় করে সরকার। আইনজীবীদের মাধ্যমে এসব রাজস্ব আদায় করা হলেও তাঁদের এর কোনো অংশ দেওয়া হয় না।
আজ মানববন্ধন শেষে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আমরা একত্র হয়েছি আইনজীবীদের যৌক্তিক দাবি নিয়ে। এরই মধ্যে বার কাউন্সিল থেকে লিখিতভাবে প্রধান উপদেষ্টাসহ অনেকের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে। বিভিন্ন আদালতের মাধ্যমে কোর্ট ফি থেকে যে রাজস্ব আদায় করা হয়, তার একটি টাকাও আজ পর্যন্ত কোনো সরকার আইনজীবীদের ফান্ডে জমা দেয় নাই। এই যৌক্তিক দাবি জানানোর পরও বিভিন্নভাবে টালবাহানা করে কালক্ষেপণ করছে সরকার।’
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নজরুল ইসলাম বলেন, ‘গত বছর কোর্ট ফির পরিমাণ ছিল ১৭ হাজার কোটি ৬৭ লাখের বেশি টাকা। এর ২০ ভাগ টাকা আইনজীবীদের দিতে হবে। যদি না দেওয়া হয়, তাহলে আইনজীবী সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। যদি আমরা রাস্তায় নামি, তাহলে আপনাদের আসন কেঁপে যাবে।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম, সাবেক সভাপতি মো. বোরহান উদ্দিন, মো. খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী, মোসলেহ উদ্দিন জসিম প্রমুখ।

মামলা পরিচালনায় আদালতে যে কোর্ট ফি জমা দেওয়া হয়, তার ২০ শতাংশ কল্যাণ তহবিলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা আইনজীবী সমিতি।
ঢাকার জজ আদালতের পাশে আইনজীবী সমিতির ভবনের সামনে আজ বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হয়।
আদালতে মামলা দাখিল, জামিন আবেদন, জামিননামা, ওকালতনামা, দেওয়ানি মামলায় আরজি দাখিল বা যেকোনো ধরনের আবেদনে কোর্ট ফি নেওয়া হয়। এই ফি থেকে বিরাট অঙ্কের রাজস্ব আদায় করে সরকার। আইনজীবীদের মাধ্যমে এসব রাজস্ব আদায় করা হলেও তাঁদের এর কোনো অংশ দেওয়া হয় না।
আজ মানববন্ধন শেষে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আমরা একত্র হয়েছি আইনজীবীদের যৌক্তিক দাবি নিয়ে। এরই মধ্যে বার কাউন্সিল থেকে লিখিতভাবে প্রধান উপদেষ্টাসহ অনেকের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে। বিভিন্ন আদালতের মাধ্যমে কোর্ট ফি থেকে যে রাজস্ব আদায় করা হয়, তার একটি টাকাও আজ পর্যন্ত কোনো সরকার আইনজীবীদের ফান্ডে জমা দেয় নাই। এই যৌক্তিক দাবি জানানোর পরও বিভিন্নভাবে টালবাহানা করে কালক্ষেপণ করছে সরকার।’
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নজরুল ইসলাম বলেন, ‘গত বছর কোর্ট ফির পরিমাণ ছিল ১৭ হাজার কোটি ৬৭ লাখের বেশি টাকা। এর ২০ ভাগ টাকা আইনজীবীদের দিতে হবে। যদি না দেওয়া হয়, তাহলে আইনজীবী সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। যদি আমরা রাস্তায় নামি, তাহলে আপনাদের আসন কেঁপে যাবে।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম, সাবেক সভাপতি মো. বোরহান উদ্দিন, মো. খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী, মোসলেহ উদ্দিন জসিম প্রমুখ।

র্যাবের হেফাজতে ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিন (৩৮) মারা যাওয়ার আগে যুগ্ম সচিব মো. এনামুল হক তাঁর বিরুদ্ধে যে মামলা করেছেন, তার অগ্রগতি নিয়ে কোনো কথা বলছে না পুলিশ। এই বিষয়ে কথা বলার ক্ষেত্রে ঊর্ধ্বতনরা নিষেধ করে রেখেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত সংশ্লিষ্টরা।
৩০ মার্চ ২০২৩
চুয়াডাঙ্গায় পুলিশের বার্ষিক ফায়ারিংয়ের অনুশীলনে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলা অবস্থায় এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়।
৮ মিনিট আগে
বগুড়ার গাবতলীতে অস্থায়ী বেদেপল্লিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেদে সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষে শাকিল (২৫) নামের এক সাপুড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা বাজারসংলগ্ন অস্থায়ী বেদেপল্লিতে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ভোরে মাওলানা আব্দুল কাদেরের আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমার আনুষ্ঠানিক সূচনা হয়। আয়োজকদের ধারণা, শুক্রবার জুমার নামাজে বিপুলসংখ্যক মুসল্লি যোগ দিতে পারেন। আগামী শনিবার দুপুর ১২টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
৩২ মিনিট আগেচুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পুলিশের বার্ষিক ফায়ারিংয়ের অনুশীলনে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলা অবস্থায় এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। গুলিবিদ্ধ বাবু হোসেন (৩২) চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মণ্ডলপাড়ার হামিদ উদ্দীনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাবু হোসেন মোটরসাইকেলযোগে হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বুলেট তাঁর বুকের বাম পাশে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবুকে উন্নত চিকিৎসা ও বুলেট অপসারণের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট এহসানুল হক তন্ময় জানান, বাবু হোসেনের বুকের বাম পাশে একটি বুলেট এক ইঞ্চির মতো বিদ্ধ হয়েছে। এখানে অস্ত্রোপচার সম্ভব হয়নি। রাজশাহী মেডিকেলে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সব নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করেই দুই দিনব্যাপী ফায়ারিং কার্যক্রম চলছে। তবে গুলিটা কোথা থেকে বিদ্ধ হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।

চুয়াডাঙ্গায় পুলিশের বার্ষিক ফায়ারিংয়ের অনুশীলনে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলা অবস্থায় এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। গুলিবিদ্ধ বাবু হোসেন (৩২) চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মণ্ডলপাড়ার হামিদ উদ্দীনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাবু হোসেন মোটরসাইকেলযোগে হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বুলেট তাঁর বুকের বাম পাশে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবুকে উন্নত চিকিৎসা ও বুলেট অপসারণের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট এহসানুল হক তন্ময় জানান, বাবু হোসেনের বুকের বাম পাশে একটি বুলেট এক ইঞ্চির মতো বিদ্ধ হয়েছে। এখানে অস্ত্রোপচার সম্ভব হয়নি। রাজশাহী মেডিকেলে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সব নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করেই দুই দিনব্যাপী ফায়ারিং কার্যক্রম চলছে। তবে গুলিটা কোথা থেকে বিদ্ধ হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।

র্যাবের হেফাজতে ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিন (৩৮) মারা যাওয়ার আগে যুগ্ম সচিব মো. এনামুল হক তাঁর বিরুদ্ধে যে মামলা করেছেন, তার অগ্রগতি নিয়ে কোনো কথা বলছে না পুলিশ। এই বিষয়ে কথা বলার ক্ষেত্রে ঊর্ধ্বতনরা নিষেধ করে রেখেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত সংশ্লিষ্টরা।
৩০ মার্চ ২০২৩
আজ মানববন্ধন শেষে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আমরা একত্র হয়েছি আইনজীবীদের যৌক্তিক দাবি নিয়ে। এরই মধ্যে বার কাউন্সিল থেকে লিখিতভাবে প্রধান উপদেষ্টাসহ অনেকের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে।
২ মিনিট আগে
বগুড়ার গাবতলীতে অস্থায়ী বেদেপল্লিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেদে সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষে শাকিল (২৫) নামের এক সাপুড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা বাজারসংলগ্ন অস্থায়ী বেদেপল্লিতে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ভোরে মাওলানা আব্দুল কাদেরের আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমার আনুষ্ঠানিক সূচনা হয়। আয়োজকদের ধারণা, শুক্রবার জুমার নামাজে বিপুলসংখ্যক মুসল্লি যোগ দিতে পারেন। আগামী শনিবার দুপুর ১২টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
৩২ মিনিট আগেবগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে অস্থায়ী বেদেপল্লিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেদে সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষে শাকিল (২৫) নামের এক সাপুড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা বাজারসংলগ্ন অস্থায়ী বেদেপল্লিতে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল বুধবার গভীর রাতে বেদেপল্লির একটি ঝুপড়ি ঘরে স্থানীয় এক যুবকের প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করেছে।
পুলিশ জানায়, ইটভাটাসংলগ্ন ফাঁকা মাঠে বেদে সম্প্রদায়ের প্রায় ৪০টি পরিবারের দেড় শ মানুষ অস্থায়ীভাবে ঝুপড়ি ঘর তুলে বসবাস করছিলেন। গতকাল গভীর রাতে পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের রাশেদ ইসলাম নামের এক যুবক ‘অসৎ উদ্দেশ্যে’ বেদেদের একটি ঝুপড়ি ঘরে প্রবেশ করেন। এ সময় বেদে সম্প্রদায়ের লোকজন তাঁকে আটক করে বেঁধে রাখেন।
আজ সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে রাশেদের মামাতো ভাই বিশুর নেতৃত্বে গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ তাঁকে ছিনিয়ে নিতে বেদেপল্লিতে হামলা করেন। তখন দুই পক্ষের সংঘর্ষে বেদে সম্প্রদায়ের শাকিল ও জামরুল (২৮) ছুরিকাঘাতে আহত হন। অন্যদিকে বেদেদের মারধরে আহত হন বিশু (২৮), সম্রাট (২০), নাঈম (২২), তৌফিকসহ (২৫) উভয় পক্ষের আরও কয়েকজন।
গুরুতর আহত শাকিল ও জামরুলকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। জামরুলকে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের খবর পেয়ে গাবতলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিশুর বোন জমেলাকে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, বেদেপল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বগুড়ার গাবতলীতে অস্থায়ী বেদেপল্লিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেদে সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষে শাকিল (২৫) নামের এক সাপুড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা বাজারসংলগ্ন অস্থায়ী বেদেপল্লিতে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল বুধবার গভীর রাতে বেদেপল্লির একটি ঝুপড়ি ঘরে স্থানীয় এক যুবকের প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করেছে।
পুলিশ জানায়, ইটভাটাসংলগ্ন ফাঁকা মাঠে বেদে সম্প্রদায়ের প্রায় ৪০টি পরিবারের দেড় শ মানুষ অস্থায়ীভাবে ঝুপড়ি ঘর তুলে বসবাস করছিলেন। গতকাল গভীর রাতে পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের রাশেদ ইসলাম নামের এক যুবক ‘অসৎ উদ্দেশ্যে’ বেদেদের একটি ঝুপড়ি ঘরে প্রবেশ করেন। এ সময় বেদে সম্প্রদায়ের লোকজন তাঁকে আটক করে বেঁধে রাখেন।
আজ সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে রাশেদের মামাতো ভাই বিশুর নেতৃত্বে গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ তাঁকে ছিনিয়ে নিতে বেদেপল্লিতে হামলা করেন। তখন দুই পক্ষের সংঘর্ষে বেদে সম্প্রদায়ের শাকিল ও জামরুল (২৮) ছুরিকাঘাতে আহত হন। অন্যদিকে বেদেদের মারধরে আহত হন বিশু (২৮), সম্রাট (২০), নাঈম (২২), তৌফিকসহ (২৫) উভয় পক্ষের আরও কয়েকজন।
গুরুতর আহত শাকিল ও জামরুলকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। জামরুলকে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের খবর পেয়ে গাবতলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিশুর বোন জমেলাকে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, বেদেপল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

র্যাবের হেফাজতে ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিন (৩৮) মারা যাওয়ার আগে যুগ্ম সচিব মো. এনামুল হক তাঁর বিরুদ্ধে যে মামলা করেছেন, তার অগ্রগতি নিয়ে কোনো কথা বলছে না পুলিশ। এই বিষয়ে কথা বলার ক্ষেত্রে ঊর্ধ্বতনরা নিষেধ করে রেখেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত সংশ্লিষ্টরা।
৩০ মার্চ ২০২৩
আজ মানববন্ধন শেষে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আমরা একত্র হয়েছি আইনজীবীদের যৌক্তিক দাবি নিয়ে। এরই মধ্যে বার কাউন্সিল থেকে লিখিতভাবে প্রধান উপদেষ্টাসহ অনেকের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে।
২ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পুলিশের বার্ষিক ফায়ারিংয়ের অনুশীলনে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলা অবস্থায় এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়।
৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ভোরে মাওলানা আব্দুল কাদেরের আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমার আনুষ্ঠানিক সূচনা হয়। আয়োজকদের ধারণা, শুক্রবার জুমার নামাজে বিপুলসংখ্যক মুসল্লি যোগ দিতে পারেন। আগামী শনিবার দুপুর ১২টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
৩২ মিনিট আগেরংপুর প্রতিনিধি

রংপুরে কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণে শুরু হওয়া বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমা মাঠে বয়সজনিত জটিলতা ও শ্বাসকষ্টে তাঁদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। উভয় ঘটনাকেই স্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইজতেমা মাঠের ৬ নম্বর হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন এবং রংপুর মেট্রোপলিটন পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
মারা যাওয়া মুসল্লিরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার সাঈদুর রহমান ও টাঙ্গাইল জেলার তারা মিয়া। তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন। ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, বিস্তৃত মাঠে লাখো মুসল্লির সমাগমে তিল ধারণের ঠাঁই নেই। গতকাল রাত থেকে ইজতেমা এলাকার প্রতিটি অংশ পূর্ণ হয়ে যায়।
আজ ভোরে মাওলানা আব্দুল কাদেরের আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমার আনুষ্ঠানিক সূচনা হয়। আয়োজকদের ধারণা, শুক্রবার জুমার নামাজে বিপুলসংখ্যক মুসল্লি যোগ দিতে পারেন। আগামী শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, রংপুর বিভাগের আট জেলার তাবলিগের সাথিরা ছাড়াও বিভিন্ন জেলার ৪০ দিনের চিল্লায় থাকা ব্যক্তিরা ইজতেমা মাঠে উপস্থিত হয়েছেন। এ ছাড়া ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ২০০ মেহমান অংশগ্রহণ করেছেন।
ইজতেমা মাঠে আলোকসজ্জা, পানি সরবরাহ, অজু-গোসলের ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ এবং স্বেচ্ছাসেবকেরা দিনরাত কাজ করে যাচ্ছে।
রংপুর মেট্রোপলিটন পশুরাম থানার ওসি মাইদুল ইসলাম বলেন, ইজতেমা মাঠে দুজন মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁদের দুজনের মৃত্যুই স্বাভাবিক। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, প্রথমবার বিভাগীয় পর্যায়ে আয়োজিত ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে।

রংপুরে কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণে শুরু হওয়া বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমা মাঠে বয়সজনিত জটিলতা ও শ্বাসকষ্টে তাঁদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। উভয় ঘটনাকেই স্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইজতেমা মাঠের ৬ নম্বর হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন এবং রংপুর মেট্রোপলিটন পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
মারা যাওয়া মুসল্লিরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার সাঈদুর রহমান ও টাঙ্গাইল জেলার তারা মিয়া। তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন। ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, বিস্তৃত মাঠে লাখো মুসল্লির সমাগমে তিল ধারণের ঠাঁই নেই। গতকাল রাত থেকে ইজতেমা এলাকার প্রতিটি অংশ পূর্ণ হয়ে যায়।
আজ ভোরে মাওলানা আব্দুল কাদেরের আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমার আনুষ্ঠানিক সূচনা হয়। আয়োজকদের ধারণা, শুক্রবার জুমার নামাজে বিপুলসংখ্যক মুসল্লি যোগ দিতে পারেন। আগামী শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, রংপুর বিভাগের আট জেলার তাবলিগের সাথিরা ছাড়াও বিভিন্ন জেলার ৪০ দিনের চিল্লায় থাকা ব্যক্তিরা ইজতেমা মাঠে উপস্থিত হয়েছেন। এ ছাড়া ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ২০০ মেহমান অংশগ্রহণ করেছেন।
ইজতেমা মাঠে আলোকসজ্জা, পানি সরবরাহ, অজু-গোসলের ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ এবং স্বেচ্ছাসেবকেরা দিনরাত কাজ করে যাচ্ছে।
রংপুর মেট্রোপলিটন পশুরাম থানার ওসি মাইদুল ইসলাম বলেন, ইজতেমা মাঠে দুজন মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁদের দুজনের মৃত্যুই স্বাভাবিক। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, প্রথমবার বিভাগীয় পর্যায়ে আয়োজিত ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে।

র্যাবের হেফাজতে ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিন (৩৮) মারা যাওয়ার আগে যুগ্ম সচিব মো. এনামুল হক তাঁর বিরুদ্ধে যে মামলা করেছেন, তার অগ্রগতি নিয়ে কোনো কথা বলছে না পুলিশ। এই বিষয়ে কথা বলার ক্ষেত্রে ঊর্ধ্বতনরা নিষেধ করে রেখেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত সংশ্লিষ্টরা।
৩০ মার্চ ২০২৩
আজ মানববন্ধন শেষে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আমরা একত্র হয়েছি আইনজীবীদের যৌক্তিক দাবি নিয়ে। এরই মধ্যে বার কাউন্সিল থেকে লিখিতভাবে প্রধান উপদেষ্টাসহ অনেকের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে।
২ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পুলিশের বার্ষিক ফায়ারিংয়ের অনুশীলনে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলা অবস্থায় এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়।
৮ মিনিট আগে
বগুড়ার গাবতলীতে অস্থায়ী বেদেপল্লিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেদে সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষে শাকিল (২৫) নামের এক সাপুড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা বাজারসংলগ্ন অস্থায়ী বেদেপল্লিতে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে