চট্টগ্রামের মিরসরাইয়ে শিশুখাদ্যে বিষাক্ত রং ও কেমিক্যাল মেশানোয় কারখানার মালিককে ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে বারইয়ারহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমফোর্ট হাসপাতাল ভবনের নিচে গড়ে ওঠা কারখানায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক আনোয়ার হোসেনকে এই দণ্ড দেওয়া হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এই কারখানায় উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন নামীদামি কোম্পানির পণ্যের মোড়কে বিক্রয় করা হতো।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বারইয়ারহাট পৌরসভার সচিব সমর চাকমা ও প্রকৌশলী সমর মজুমদার। অভিযান শেষে ভেজাল শিশু খাদ্যগুলো প্রকাশ্যে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন আজকের পত্রিকাকে বলেন, ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও কারখানার কোনো অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার আইনে কারখানার মালিক আনোয়ার হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে