সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

বাবার বাইকে স্কুলে আর যাওয়া হলো না রায়হানের

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৯:১৭

গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রায়হান। ছবি: সংগৃহীত শিশুশিক্ষার্থী রায়হান (৫) বাবার মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল। পাকা সড়কের কাদায় মোটরসাইকেলটি পিছলে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছে রায়হান। এতে আহত হয়েছেন তার বাবা। 

আজ বুধবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের কালিয়াব এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। 

নিহত রায়হান সনমানিয়া গ্রামের হোসাইন আল মামুন রনির ছেলে। সে একই এলাকার আড়াল বর্ণমালা স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নিহত রায়হানের নানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোস্তাফিজুর রহমান মোফাজ্জল জানান, আজ সকালে রায়হান তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। সড়কে একটি অটোরিকশাকে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক চলে আসে। গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে সড়কে কাদা থাকায় মোটরসাইকেলটি পিছলে পড়ে যায়। এ সময় রায়হান ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রায়হানের বাবাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। এ সময় ট্রাকটি দ্রুত দুর্ঘটনাস্থল ত্যাগ করে। 

ইউপি সদস্য আরও জানান, অবৈধ ট্রলি দিয়ে মাটি পরিবহন করায় সড়কে মাটি পড়ে বৃষ্টিতে কাদার সৃষ্টি হয়। ওই কাদায় মোটরসাইকেলটি পিছলে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ওসি নাসিম বলেন, ‘বৃষ্টিতে রাস্তায় মাটি ভিজে কাদাযুক্ত থাকায় মোটরসাইকেলটি পিছলে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    জাতিসংঘের আমন্ত্রণ পেয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নিতে গিয়ে গ্রেপ্তার ৫ 

    সরকারি রাস্তার ইট তুলে বাড়িতে নিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান

    ১০ শিক্ষককে সংবর্ধনা দিতে ২৩ প্রাথমিক বিদ্যালয়ে ছুটি

    বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের হেলপার নিহত 

    সিলেটে আন্দোলনে যাচ্ছেন জ্বালানি তেলের ব্যবসায়ীরা

    বারোমাসি তরমুজ চাষ করে ধামইরহাটে সাড়া ফেলেছেন আজিজার

    গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৬৩ শতাংশ

    জাতিসংঘের আমন্ত্রণ পেয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নিতে গিয়ে গ্রেপ্তার ৫ 

    আপনি আমাদের লোক নন, ব্যারিস্টার আমীর–উল ইসলামকে দুলাল 

    সরকারি রাস্তার ইট তুলে বাড়িতে নিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান

    ১০ শিক্ষককে সংবর্ধনা দিতে ২৩ প্রাথমিক বিদ্যালয়ে ছুটি

    বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের হেলপার নিহত