শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

লবণপানিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মরণফাঁদ

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৩:৪১

লবণবাহী ট্রাক থেকে পড়া পানিতে পিচ্ছিল সড়ক। এর মধ্যে বৃষ্টির মধ্যে মাটি পরিবহনের কারণে সড়কে কাদা হয়ে গেছে। পিচ্ছিল সড়কে ঝুঁকি নিয়ে চলছে গাড়ি। সম্প্রতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট বড়পাড়া এলাকায়। tছবি: আজকের পত্রিকা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অসংখ্য বাঁকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তার ওপর সড়ক দিয়ে কক্সবাজার উপকূলীয় এলাকা থেকে প্রতিদিন লবণবাহী ট্রাক চলাচল করে। ট্রাক থেকে লবণপানি পড়ে পিচ্ছিল হয় সড়ক। এ ছাড়া ইটভাটার মাটিবাহী ট্রাকও চলে এ সড়কে। বৃষ্টি হলে ট্রাক থেকে পড়া মাটিতে কাদা হয়। লবণপানি ও কাদা মিলে সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে।

গত শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নে বনপুকুর এলাকায় বাস ও লরি এবং আধুনগর ব্রিজ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৯ জন আহত হয়েছে। এ ছাড়া রোববার ভোর ৫টার দিকে লোহাগাড়া ও চকরিয়া উপজেলার সীমান্তবর্তী আজিজনগর এলাকায় কক্সবাজারগামী সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে চালক এরশাদ মণ্ডল এবং চালকের সহকারী শিব্বির আহমদ মারুফ ঘটনাস্থলে নিহত হন। ৫ মার্চ একই স্থানে বিজিবির বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন।

গত দুই মাসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে ছোট-বড় প্রায় অর্ধশত দুর্ঘটনা ঘটেছে। এতে অনেকে হতাহত হয়েছেন।

কক্সবাজার উপকূলীয় এলাকা থেকে প্রতিদিন লবণবাহী ট্রাক থেকে পড়া পানিতে পিচ্ছিল হওয়ার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় লোকজন ও যানবাহন-সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, লবণবাহী গাড়িতে প্লাস্টিকের মোটা ত্রিপল ব্যবহারের নিয়ম থাকলেও তা কেউ মানছেন না। আর এই নিয়ম মানানোর ব্যাপারেও কারও মাথাব্যথা নেই।

লবণপানির কারণে মৃত্যুপুরী হয়ে উঠেছে মহাসড়কটির কক্সবাজারের ঈদগাহ থেকে চকরিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও পটিয়া পর্যন্ত। গত ১৫ দিনে মহাসড়কটির চকরিয়া উপজেলার ৩৯ কিলোমিটার অংশে ঘটেছে আটটি ভয়াবহ দুর্ঘটনা। এতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অনেকে।

এ প্রসঙ্গে চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জে পি দেওয়ান বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে বেশ কিছু বাঁক এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় এসব দুর্ঘটনা ঘটছে।’ তবে লবণপানির বিষয়ে তিনি কিছু বলেননি।

চট্টগ্রাম হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাসিম খান বলেন, ট্রাক থেকে গলে পড়া লবণপানিতে মারাত্মক পিচ্ছিল হয়ে উঠেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। এ ছাড়া বৃষ্টি হলে দুর্ঘটনা ঘটছে।

এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন হাটবাজারের কারণে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। বিশেষ করে পটিয়ার শান্তির হাট, কলেজ বাজার, বাদামতল, মনসা চৌমুহনী, ভেল্লাপাড়া, মুন্সেফ বাজার, থানার মোড়, ডাকবাংলো, বাসস্ট্যান্ড, পোস্ট অফিস মোড়, চন্দনাইশের রৌশন হাট, বাগিচাহাট, দোহাজারী বাজার, সাতকানিয়ার কেরানীহাট ও লোহাগাড়া সদর বটতলী স্টেশন, পদুয়া তেওয়ারীহাট, আধুনগর খানহাট বাজার ও চুনতি বাজার এলাকায় প্রায় সময়ই যানজট লেগে থাকে। এ ছাড়া কক্সবাজারের চকরিয়া (চিরিংগা) বাজার, হাবরাং, ডুলাহাজারা স্টেশনে, ঈদগাহ বাজার, রামু বাইপাস, খুরুলিয়া বাজার, রিংরোড ও কক্সবাজার সদরের কলাতলি মোড় পর্যন্ত যানজট থাকে। পর্যটকদের গাড়ি নিয়ে সমুদ্রসৈকতে যেতে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে হয়। 
এ প্রসঙ্গে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অনেক স্থান সরু। সড়কটি সম্প্রসারণের কাজ চলছে। ২০২৪ সালে এ কাজ শেষ হবে। এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার জন্য জাইকার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    পানি ও বিদ্যুৎ-সংকটে ভোগান্তি চরমে

    যুক্তরাষ্ট্রকে তথ্য দিতে বিএনপির সেল

    গরু-মহিষ বাড়লেও দুধে ঘাটতি ঊর্ধ্বমুখী

    কমছে ‘মহিষা দই’ উৎপাদন

    ভোটের মাঠে

    লালমনিরহাট-৩: জাপা-বিএনপিতে একক, আ.লীগে ছড়াছড়ি

    সার কেলেঙ্কারি: পোটনের বিরুদ্ধে অনুসন্ধান দ্রুত শেষ করতে চায় দুদক

    শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

    কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন