শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

শ্যামনগরে ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১২:৫৬

জেলে রুহুল কুদ্দুসের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা সাতক্ষীরার শ্যামনগরের কালিন্দীসহ পাঁচ নদীর মোহনায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে সুন্দরবনের উলুখালী নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগরের রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক কুমার সরকার।

ওই জেলের নাম রুহুল কুদ্দুস (৫০)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের রমজান গাজীর ছেলে।

রুহুল কুদ্দুসের ভাই আব্দুর রশিদ জানান, রুহুল কুদ্দুস বৃহস্পতিবার বলা সাড়ে ১১টার দিকে কালিঞ্চিসহ পাঁচ নদীর মোহনায় মাছ ধরার সময় ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ হন। এরপর থেকে কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডসহ স্থানীয় জনপ্রতিনিধিরা কুদ্দুসকে উদ্ধারের জন্য সুন্দরবনসংলগ্ন নদীতে অভিযান চালিয়ে আসছিলেন। পরে শনিবার সকাল ৯টার দিকে সুন্দরবনের উলুখালী নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

শ্যামনগরের রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক কুমার সরকার বলেন, ‘নিখোঁজ জেলে রুহুল কুদ্দুসের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ তাঁর স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কালবৈশাখী ঝড়ে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, রমজাননগর ও কৈখালী ইউনিয়নের ২০টি গ্রামের চার শতাধিক আধা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। গাছপালা ও বিদ্যুতের খুঁটি পড়ে যায়। কৈখালী গ্রামের জেলে রুহুল কুদ্দুস মাছ ধরতে গিয়ে কালিঞ্চিসহ সুন্দরবনসংলগ্ন পাঁচ নদীর মোহনায় নৌকাডুবিতে নিখোঁজ হন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০ 

    কানাডাপ্রবাসী নারী হত্যার ঘটনায় মামলা, স্বামীর বাবা-ভাইসহ গ্রেপ্তার ৪

    ডুমুরিয়ায় এক বিদ্যালয়ে ২২ স্কুলছাত্রী এক সঙ্গে অসুস্থ

    ট্রেনের নামকরণের দাবিতে নীলফামারীতে ট্রেন অবরোধ

    টাকা আত্মসাতের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের দণ্ড

    শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

    কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন