বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

সীতাকুণ্ডে পিকআপ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২২:১৩

 চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপ ভ্যানচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট পাক্কা রাস্তার মাথা সংলগ্ন বিএসআরএম কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের কালুশাহ নগর এলাকার বশর মাঝি বাড়ির মো. মুসার পুত্র মো. ইউসুফ (৩৪) ও চট্টগ্রামের পাঁচলাইশ থানার ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকার মোহাম্মদ আজিজের পুত্র আব্দুল্লাহ আল হাসান রাজু ওরফে মহিউদ্দিন রাজু (৩৫)। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ব্যবসায়ীক কাজে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম যাচ্ছিলেন তাঁরা। তাঁদের মোটরসাইকেলটি মহাসড়কের ফকিরহাট এলাকা অতিক্রমকালে একমুখী একটি পিকআপভ্যান পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে দুই আরোহীর মৃত্যু হয়। 

বারআউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামমুখী সড়কে থাকা মোটরসাইকেলটিকে একইমুখী একটি পিকআপ পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুই আরোহী নিহত হয়। তারা খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও তার আগেই পিকআপটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

এসআই উজ্জ্বল ঘোষ আরও বলেন, নিহত দুই আরোহী পেশায় ব্যবসায়ী ছিলেন। তাঁরা দোকানের মালামাল আনতে শহরে যাচ্ছিলেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

    আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাশিক্ষক নিহত

    বিছানায় পড়ে ছিল শিশুর মরদেহ, ফ্যানে ঝুলে ছিলেন মা

    দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

    লংগদুতে অসুস্থ বন্য হাতিকে চিকিৎসা দিল বন বিভাগ

    সনি হত্যার ২১ বছর: ধরাছোঁয়ার বাইরে প্রধান দুই আসামি 

    ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১১.৮৪ শতাংশ

    পাবনায় বিএনপির নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ, হাবিবসহ আহত ১০ 

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    বিএনপি-জামায়াত রেলকে পরিত্যক্ত করেছিল, শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন: রেলমন্ত্রী

    মহম্মদপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা