রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় আসামির নাসিরুল ইমলাম ওরফে নাসিরকে (২৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন্নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালের ২১ জুন বিকেলে সাত বছরের ওই শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণ করেন আসামি নাসির। পরে ওই শিশুর মা চারঘাট থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে সাক্ষীদের সাক্ষ্য ও মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয় ওই শিশু ধর্ষণের শিকার হয়েছিল।
আইনজীবী শামসুন্নাহার মুক্তি আরও জানান, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে