একুশে পদকপ্রাপ্ত ভাস্কর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষক শামীম শিকদার (৭১) মারা গেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি মারা যান।
শামীম শিকদারের মৃত্যুর খবর আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন।
ঢাবির চারুকলা অনুষদের শিক্ষকতা থেকে অবসর নিয়ে শামীম শিকদার ব্রিটেনে চলে যান। কখনো বাংলাদেশ এবং কখনো ব্রিটেনে বসবাস করে আসছিলেন তিনি। নিজের শিল্পকর্ম সংরক্ষণ করতে বহু বছর পর দেশে ফিরে গত বছরের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। তিন মাসের বেশি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। বিখ্যাত এই ভাস্কর আলোচিত কমিউনিস্ট বিপ্লবী নেতা সিরাজ শিকদারের ছোট বোন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে