Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ঢাকায় মাদকের চালান আনতেন গ্রিনলাইনের চালক

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০০:০০

গ্রেপ্তারকৃত মানিক মিয়া, সৈয়দ আলম ও আলাউদ্দিন। ছবি: সংগৃহীত  রাজধানীর শাহজাহানপুরের মালিবাগ এলাকায় কক্সবাজার থেকে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মানিক মিয়া, সৈয়দ আলম ও আলাউদ্দিন। তাঁদের মধ্যে মানিক গ্রিনলাইন পরিবহনের চালক। 

রোববার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান। 

মশিউর রহমান বলেন, গত শনিবার সকালে গ্রিনলাইন পরিবহনের বাসে অভিযান চালিয়ে মানিক ও আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিসি মশিউর রহমান বলেন, গ্রিনলাইন পরিবহনের চালক দুই বছর ধরে মাদকের চালান ঢাকায় আনার কাজ করতেন। এই চক্রে জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে বাস চালক পেশার আড়ালে মাদকের চালান সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যেম কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মুন্সিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

    সখীপুরে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

    সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিটিআই ইনস্ট্রাক্টরের

    নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু 

    বঙ্গবন্ধুর পাওয়া উপহারের স্মৃতি আজও আগলে রেখেছেন ঘিওরের মুন্নাফ

    শিশু হাসপাতালে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

    এক ইনিংসে ২২ ছক্কা, গেইলের রেকর্ড ভেঙে দিলেন চার্লস

    মুরের সূত্র যেভাবে বদলে দিয়েছে কম্পিউটারের ভবিষ্যৎ 

    সাবরেজিস্ট্রারের চেয়ারে বসে ঘুষ নেন ঝাড়ুদার

    এবার বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মেয়ের

    টি-টোয়েন্টিতে অধিনায়ক বদলে খেলবে আয়ারল্যান্ড

    মুন্সিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু