Alexa
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ঢাবির সিনেটে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয় 

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৭:২২

ঢাবির সিনেটে আওয়ামীপন্থীদের সবাই জয় পেয়েছেন। ছবি: আজকের পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ২৫ জনই আওয়ামীপন্থী প্যানেল ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’ থেকে জয়ী হয়েছেন। আজ রোববার নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেন।

আওয়ামীপন্থী বিজয়ী ২৫ জন হলেন অধ্যাপক আশফাক হোসেন, অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, নুজহাত চৌধুরী, অধ্যাপক অসীম কুমার সরকার, এম আর এম মনজুরুল আহসান বুলবুল, এ এইচ এম এনামুল হক চৌধুরী, এইচ এম বদিউজ্জামান, এস এম বাহলুল মজনুন, অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ, নিজাম চোধুরী, অধ্যাপক মীর্জা মো. আব্দুল বাছেত, মুহাম্মদ শফিক উল্যা, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, ইকবাল মাহমুদ বাবলু, মোহাম্মদ হোসেন, এম অহিদুজ্জামান, মো. আতাউর রহমান প্রধান, অধ্যাপক মো. আনোয়ার হোসেন, মো. কামরুল হাসান মিলন, অধ্যাপক মো. নাসিরুদ্দীন মুন্সী, মো. মুরশেদুল কবীর, রঞ্জিত কুমার সাহা, অধ্যাপক শারমিন মূসা, অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান ও অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার। 

নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫৯ হাজার ৩২০। সব কেন্দ্র মিলিয়ে মোট ১৫ হাজার ২০২ জন ভোট দিয়েছেন। এর আগে ৪ মার্চ ঢাকার বাইরের ২৯টি কেন্দ্রে, ১১ মার্চ ৯টি কেন্দ্রে এবং ১৪ মার্চ ৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় এবং গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে বিএনপিপন্থীরা অংশ নেয়নি এবং জামায়াতপন্থীরা প্রার্থী দিলেও গ্রেপ্তার-হয়রানির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন। গণতান্ত্রিক ঐক্য পরিষদ ছাড়াও মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি জানিয়ে স্বতন্ত্র ৯ জন মিলে ‘টিম অপরাজেয়’ ব্যানারে ভোট করেছেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও দল মিলিয়ে মোট প্রার্থী ছিলেন ৬৮ জন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ 

    হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

    ৫ টাকা ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় গাড়ি ভাঙলেন জাবি কর্মকর্তা

    নেতারা একসময় গুরুত্ব দেবে— এ আশায় তৈরি ‘প্রলয় গ্যাং’

    উত্তরার দক্ষিণখানে আগুন, পুড়ে গেছে ১৬টি কক্ষ

    যুক্তরাষ্ট্রে ভিজিটিং স্কলার হলেন জাবি শিক্ষক

    প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

    সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ 

    অস্তিত্ব সংকটে গড়াই নদ

    ধার করে চলছে ৭৪% গরিব: জরিপ

    শুল্কায়নে দাম বাড়ায় খেজুর খালাসে ব্যাঘাত, দাম বাড়ার শঙ্কা

    প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আ.লীগপন্থী আইনজীবীর আইনি নোটিশ