Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

জামালপুরে ইজিবাইক চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২০:৪৪

জামালপুরে ইজিবাইক চোর চক্রের গ্রেপ্তার হওয়া দুই সদস্য। ছবি: আজকের পত্রিকা  জামালপুরে আন্তজেলা ইজিবাইক চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১২টায় সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুমারপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ আজ শনিবার তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ছোট আড়ংহাটি গ্রামের রমিজল (৪২) এবং ভোলার লালমোহন থানার উত্তর ফরাশগঞ্জের বিল্লাল হোসেন (৩৬)।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার তিতপল্লা জামতলা বাজার রাস্তার ওপরে কালু নামের এক ইজিবাইকচালককে পুলিশ পরিচয় দিয়ে ইজিবাইকের কাগজপত্র দেখতে চায়। 

এ সময় কালু ইজিবাইক রেখে বাড়ি থেকে কাগজপত্র আনতে যান। কালু চলে যাওয়ার পর চোর চক্রের এই দুই সদস্য ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান। কালু বাড়ি থেকে কাগজপত্র নিয়ে এসে ইজিবাইক না দেখে নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রে বিষয়টি অবহিত করেন। 

ঘটনা জেনে পুলিশের একটি দল রাতেই অভিযান পরিচালনা করে রাত ১২টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুমারপাড়া এলাকা থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় চুরি করা ইজিবাইকটি তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়। আসামিদের সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের মামলা রয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মনিরামপুরে মাটির স্তূপে মিলল বাক্সবন্দী গুলি ম্যাগাজিন 

    চবিতে ডাইনিংয়ের খাবারের দাম এক লাফে বাড়ল ১০ টাকা, শিক্ষার্থীদের ক্ষোভ

    বাউফলে ২ স্কুলছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ২ 

    পটোলগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    মাদ্রাসার দেয়াল ধসে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

    পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত শিক্ষকের মৃত্যু 

    মনিরামপুরে মাটির স্তূপে মিলল বাক্সবন্দী গুলি ম্যাগাজিন 

    দুর্দান্ত সেঞ্চুরিতে শুরু তামিমের

    চবিতে ডাইনিংয়ের খাবারের দাম এক লাফে বাড়ল ১০ টাকা, শিক্ষার্থীদের ক্ষোভ

    বাক্‌স্বাধীনতা ভোগ করে বিএনপি মনগড়া অপপ্রচার করছে: কাদের

    বাউফলে ২ স্কুলছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ২ 

    বাবা হারিয়েছেন দক্ষিণী তারকা অজিত কুমার