Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

কুমিল্লায় ৭৬৯ প্রতিষ্ঠানকে ৬০ লাখ টাকা জরিমানা 

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৯:২১

কুমিল্লায় ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক। ছবি: আজকের পত্রিকা কুমিল্লায় অভিযান চালিয়ে আট মাসে ভোক্তাবিরোধী কর্মকাণ্ডের জন্য ৭৬৯ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ সময় ৬০ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ বুধবার কুমিল্লায় জাতীয় ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভায় এ তথ্য জানা যায়।

সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর প্রয়োগক্ষেত্র ব্যাপক। নিজেদের কল্যাণের স্বার্থে যুগান্তকারী আইনটি বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে। আসন্ন রমজান সামনে রেখে বাজার মনিটরিং জোরদার করা হবে। ভোক্তা অধিকার দপ্তরের পাশাপাশি অন্যান্য অভিযানও পরিচালনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আশা করি, রমজানে পণ্যের সরবরাহে কোনো ঘাটতি হবে না, সেদিকে লক্ষ রাখতে হবে। বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদেরও সহযোগিতা চাই।’

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

আরও বক্তব্য দেন ক্যাব কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন, জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইসমাইল হোসেন, বিসিকের উপব্যবস্থাপনা পরিচালক মুনতাসীর মামুন, রেস্তোরাঁ মালিক সমিতির এম এ তাহের, চকবাজার পাইকারি ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আশ্রাফ, ইটভাটা মালিক সমিতির আ. মতিন, এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনি মুক্তা পাল, রাজগঞ্জ বাজারের সভাপতি তোফাজ্জেল হোসেন, রানীর বাজার সমিতির সভাপতি আবুল হাশেম প্রমুখ।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত 

    শ্যামনগরে ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

    হোমনায় ৯ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি 

    গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

    তুরাগে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আটক

    কর্ণফুলী সদরঘাট : শ্রমিক থেকে ঘাটের ত্রাস

    ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুরের মৃত্যু 

    গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    কানাডার রেল স্টেশনে নামাজ পড়তে নিষেধ করলেন নিরাপত্তারক্ষী

    ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

    কম্পিউটারে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে এসেছে নতুন সুবিধা 

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত