দেড় বছরের সাজা এড়াতে পাঁচ বছর পালিয়ে থাকার পর পলাতক আসামি মো. তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে কারাগারে পাঠান মুন্সিগঞ্জ আদালতে।
এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকার কদমতলী ডিএমপি জুরাইন রেলগেট এলাকার তাঁর শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি টঙ্গিবাড়ী উপজেলার যসলং ইউনিয়নের পুরা এলাকার বাসিন্দা।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, ‘তোফাজ্জল ঢাকার বঙ্গবাজার এলাকায় ব্যবসা করত। সেখানকার অন্য ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ করে সে নিরুদ্দেশ ছিল। পরে তার বিরুদ্ধে ঢাকা আদালতে মামলা হলে আদালত তাকে দেড় বছরের সাজা প্রদান করেন। সাজা প্রদানের পর পাঁচ বছর পালিয়ে ছিল সে। তার ভাই ও আত্মীয়স্বজনেরাও জানতেন না সে কোথায় আছে। তার বাড়ি এই এলাকায় হওয়ায় সাজার পরোয়ানা টঙ্গিবাড়ী থানায় আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার কদমতলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে