Alexa
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

সড়কে রক্তাক্ত দুই মরদেহ, পাশে বিধ্বস্ত মোটরসাইকেল

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১২:৪৪

মেহেরপুর-মুজিবনগর সড়ক থেকে উদ্ধার মরদেহের পাশে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা  মেহেরপুরে আনসার সদস্যসহ দুইজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে জেলার নতুনগ্রাম এলাকার মেহেরপুর-মুজিবনগর সড়ক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সড়কের পাশের বাঁশঝাড়ে একটি বিধ্বস্ত মোটরসাইকেল পাওয়া গেছে।

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বাঁশঝাড়ে প্রবেশ করার কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মেহেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। তিনি জানান, দ্রুতগতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যাঁদের মরদেহ উদ্ধার হয়েছে তাঁরা হলেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে রহিদুল ইসলাম ও আজমত শেখের ছেলে বিজন হোসেন। রহিদুল যশোরে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। আর বিজন মুজিবনগর ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে হাটে যাওয়ার পথে সড়কের পাশের একটি বাঁশঝাড়ে একটি বিধ্বস্ত মোটরসাইকেল দেখতে পায় স্থানীয়রা। সেখান থেকে একটু দূরে দুটি লাশ পাওয়া যায়। পরে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায় এবং মরদেহ দুটি উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, ছুটি শেষে যশোর আনসার কার্যালয়ে ফেরার জন্য মোটরসাইকেল নিয়ে আজ ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন রহিদুল। চুয়াডাঙ্গা রেলস্টেশনে পর্যন্ত এগিয়ে দিতে তাঁর সঙ্গে যাচ্ছিলেন একই গ্রামের বিজন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    অস্তিত্ব সংকটে গড়াই নদ

    শুল্কায়নে দাম বাড়ায় খেজুর খালাসে ব্যাঘাত, দাম বাড়ার শঙ্কা

    প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আ.লীগপন্থী আইনজীবীর আইনি নোটিশ

    হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

    শিশুখাদ্যে বিষাক্ত রং মেশানোয় কারখানা মালিককে ৪ মাসের কারাদণ্ড

    বাসার কাছেই ময়লার স্তূপে ৭ দিন পড়ে ছিল শিশুর বস্তাবন্দী লাশ

    প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

    সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ 

    অস্তিত্ব সংকটে গড়াই নদ

    ধার করে চলছে ৭৪% গরিব: জরিপ

    শুল্কায়নে দাম বাড়ায় খেজুর খালাসে ব্যাঘাত, দাম বাড়ার শঙ্কা

    প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আ.লীগপন্থী আইনজীবীর আইনি নোটিশ