সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলপুর (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম আজকের পত্রিকাকে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজনের নাম শামসুল হক শামসু (৫০)।
আশরাফুল আলম জানান, শামসুল হক শামসু প্ল্যান্ট থেকে প্রায় এক কিলোমিটার দূরে অন্য একটি প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে এক টুকরো লোহা গিয়ে শামসুলের মাথায় আঘাত করে। এতেই ঘটনাস্থলে মারা যান তিনি।
এদিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। তবে আগুন বেশি থাকায় ভেতরে আটকে পড়াদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে জানিয়েছেন, দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।
এর আগে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউ কোনো তথ্য জানাতে পারেননি।
আরও খবর পড়ুন:
- মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বিয়েবাড়িতে সংঘর্ষ, নিহত বরের বাবা
- একসঙ্গেই চলতেন দুই বন্ধু, কবরও হচ্ছে পাশাপাশি
- গোঙানোর শব্দে কবর খুঁড়ে দেখা গেল, মরদেহ কোলে বসে আছেন যুবক
- পঞ্চগড়ে সংঘর্ষ: এক কাদিয়ানিকে পিটিয়ে হত্যা
- স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তাঁর স্ত্রীকে বিয়ে
- ফোনে বিয়ে, স্বামী দেশে ফেরার আগেই শ্বশুরবাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার
- রাবি ছাত্রকে ছিনতাইকারীদের ছুরিকাঘাত, সাহায্য চাইলেও আসেনি পুলিশ
- মহিলা লীগ নেত্রীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে