প্রায় এক ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে পাহাড়তলী বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বলেন, শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট কাজ শুরু করে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।
তবে কেউই প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে