
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রাথমিক দলে আছেন এলিটা কিংসলে। তবে দলে থাকলেও ভিসা জটিলতায় সাবেক এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের বাংলাদেশ দলে প্রথমবার খেলা নিয়ে আছে সংশয়।
বাংলাদেশের মেয়েকে বিয়ে করে এখানেই থিতু হওয়া এলিটা অনেক কাঠখড় পুড়িয়ে পেয়েছেন নাগরিকত্ব। জাতীয় পরিচয়পত্রও এসেছে তাঁর হাতে। একজন জাত স্ট্রাইকারের অভাব পূরণে এলিটাকে দলেও রেখেছেন নতুন কোচ অস্কার ব্রুজোন। কিন্তু তাঁর খেলার ব্যাপারে এখনো সবুজ সংকেত দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা এএফসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) স্পষ্ট ভাষায় কিছু বলতে পারছে না।
আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন দেখতে এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এলিটাকে নিয়ে জানালেন সংশয়ে কথা, ‘এখানে দুটা প্রশ্ন। একটা এএফসি আরেকটা ফিফা। তারা কম করবে না করবে এখানে (ঢাকায়) থেকে আমি বলতে পারব না। আমাদের যতখানি করার আছে, করব।’
কোচ ব্রুজোন অবশ্য জানিয়েছেন, এলিটা শেষ পর্যন্ত খেললেও দলের পরিকল্পনা বদলাবে না। তা ছাড়া এলিটা খেললেও সেটি অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করবে। তবে সে খেলুক বা খেলুক, তা নিয়ে খুব বেশি ভাবছে না বাফুফে।
সালাউদ্দিন বলছেন, ‘ও এলে যে আমাদের আক্রমণভাগের পরিকল্পনা বদলে যাবে এটাও না। কারণ আমরা তার ফিটনেস, পজিশন নিয়ে খুব একটা ভাবছি না।’
এলিটা ‘নম্বর নাইন’ পজিশনে খেলবেন। সে নিজেও এটা নিয়ে আশাবাদী। তবে সাফে লাল-সবুজের হয়ে তার খেলা নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই বাফুফের কাছে। এ প্রসঙ্গে সালাউদ্দিনের ভাষ্য, ‘ফিফার কাগজ আমার হাতে নেই। কোচও এই ব্যাপারে আমাকে এখনো কিছু বলেনি।’

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রাথমিক দলে আছেন এলিটা কিংসলে। তবে দলে থাকলেও ভিসা জটিলতায় সাবেক এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের বাংলাদেশ দলে প্রথমবার খেলা নিয়ে আছে সংশয়।
বাংলাদেশের মেয়েকে বিয়ে করে এখানেই থিতু হওয়া এলিটা অনেক কাঠখড় পুড়িয়ে পেয়েছেন নাগরিকত্ব। জাতীয় পরিচয়পত্রও এসেছে তাঁর হাতে। একজন জাত স্ট্রাইকারের অভাব পূরণে এলিটাকে দলেও রেখেছেন নতুন কোচ অস্কার ব্রুজোন। কিন্তু তাঁর খেলার ব্যাপারে এখনো সবুজ সংকেত দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা এএফসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) স্পষ্ট ভাষায় কিছু বলতে পারছে না।
আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন দেখতে এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এলিটাকে নিয়ে জানালেন সংশয়ে কথা, ‘এখানে দুটা প্রশ্ন। একটা এএফসি আরেকটা ফিফা। তারা কম করবে না করবে এখানে (ঢাকায়) থেকে আমি বলতে পারব না। আমাদের যতখানি করার আছে, করব।’
কোচ ব্রুজোন অবশ্য জানিয়েছেন, এলিটা শেষ পর্যন্ত খেললেও দলের পরিকল্পনা বদলাবে না। তা ছাড়া এলিটা খেললেও সেটি অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করবে। তবে সে খেলুক বা খেলুক, তা নিয়ে খুব বেশি ভাবছে না বাফুফে।
সালাউদ্দিন বলছেন, ‘ও এলে যে আমাদের আক্রমণভাগের পরিকল্পনা বদলে যাবে এটাও না। কারণ আমরা তার ফিটনেস, পজিশন নিয়ে খুব একটা ভাবছি না।’
এলিটা ‘নম্বর নাইন’ পজিশনে খেলবেন। সে নিজেও এটা নিয়ে আশাবাদী। তবে সাফে লাল-সবুজের হয়ে তার খেলা নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই বাফুফের কাছে। এ প্রসঙ্গে সালাউদ্দিনের ভাষ্য, ‘ফিফার কাগজ আমার হাতে নেই। কোচও এই ব্যাপারে আমাকে এখনো কিছু বলেনি।’

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৩ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে