সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রাথমিক দলে আছেন এলিটা কিংসলে। তবে দলে থাকলেও ভিসা জটিলতায় সাবেক এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের বাংলাদেশ দলে প্রথমবার খেলা নিয়ে আছে সংশয়।
বাংলাদেশের মেয়েকে বিয়ে করে এখানেই থিতু হওয়া এলিটা অনেক কাঠখড় পুড়িয়ে পেয়েছেন নাগরিকত্ব। জাতীয় পরিচয়পত্রও এসেছে তাঁর হাতে। একজন জাত স্ট্রাইকারের অভাব পূরণে এলিটাকে দলেও রেখেছেন নতুন কোচ অস্কার ব্রুজোন। কিন্তু তাঁর খেলার ব্যাপারে এখনো সবুজ সংকেত দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা এএফসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) স্পষ্ট ভাষায় কিছু বলতে পারছে না।
আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন দেখতে এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এলিটাকে নিয়ে জানালেন সংশয়ে কথা, ‘এখানে দুটা প্রশ্ন। একটা এএফসি আরেকটা ফিফা। তারা কম করবে না করবে এখানে (ঢাকায়) থেকে আমি বলতে পারব না। আমাদের যতখানি করার আছে, করব।’
কোচ ব্রুজোন অবশ্য জানিয়েছেন, এলিটা শেষ পর্যন্ত খেললেও দলের পরিকল্পনা বদলাবে না। তা ছাড়া এলিটা খেললেও সেটি অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করবে। তবে সে খেলুক বা খেলুক, তা নিয়ে খুব বেশি ভাবছে না বাফুফে।
সালাউদ্দিন বলছেন, ‘ও এলে যে আমাদের আক্রমণভাগের পরিকল্পনা বদলে যাবে এটাও না। কারণ আমরা তার ফিটনেস, পজিশন নিয়ে খুব একটা ভাবছি না।’
এলিটা ‘নম্বর নাইন’ পজিশনে খেলবেন। সে নিজেও এটা নিয়ে আশাবাদী। তবে সাফে লাল-সবুজের হয়ে তার খেলা নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই বাফুফের কাছে। এ প্রসঙ্গে সালাউদ্দিনের ভাষ্য, ‘ফিফার কাগজ আমার হাতে নেই। কোচও এই ব্যাপারে আমাকে এখনো কিছু বলেনি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
৪১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
৩ ঘণ্টা আগে