এত দিন যাঁকে সেভাবে কেউ চিনতেন না, সেই মিজানুর গতকাল বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হয়ে হইচই ফেলে দিলেন। অবশ্য বাফুফে নির্বাচনে এমন চমক নতুন নয়। ২০১৬ সালের নির্বাচনে টঙ্গী ক্রীড়া চক্রের নুরুল ইসলাম নুরু মনোনয়ন ফরম সংগ্রহ করে চমকে দিয়েছিলেন।
মিজানুরের পুরো নাম এ এস এম মিজানুর রহমান চৌধুরী। তাঁর দাবি, নিজ জেলা দিনাজপুরে এক শর মতো ফুটবলার তৈরি করেছেন তিনি। যাঁদের অনেকে জাতীয় পর্যায়ে খেলেছেন। মিজান বলেন, ‘১৯৮৬ থেকে ফুটবলের কোচিংয়ে আছি। দিনাজপুরের ৯৬ খেলোয়াড় আমার হাতে তৈরি। জাতীয় দলে ছিল হেমন্ত, সে আমার হাতে তৈরি।’
গুঞ্জন আছে, মিজানুরকে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছেন। অবশ্য তিনি সেটা অস্বীকার করেছেন, ‘না, আমাকে কেউ দাঁড় করাননি।’ এ বিষয়ে দিনাজপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর গোলাম নবী দুলাল বলেন, ‘তিনি কেন (ফরম) কিনলেন, এটা জানি না।’
তরফদার রুহুল আমিন শেষ পর্যন্ত সভাপতি প্রার্থী না হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন তাবিথ। যেন পরে কেউ বলতে না পারে, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সেটা নিশ্চিত করতে তাঁদের পক্ষ থেকে মিজানুরকে মাঠে নামানোর গুঞ্জন ফুটবলপাড়ায়। কিন্তু সে গুঞ্জন উড়িয়ে তাবিথের প্রতিনিধি হয়ে মনোনয়ন তুলতে আসা নোফেল স্পোর্টিংয়ের সাধারণ সম্পাদক সাখাওয়াত ভুঁইয়া শাহীন বলেন, ‘মিজান নামের কাউকে চিনি না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
৪১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
৩ ঘণ্টা আগে