চেলসি থেকে গত বছরের সেপ্টেম্বরে কোচের চাকরি হারিয়েছিলেন টমাস টুখেল। ছয় মাস পর এবার বায়ার্ন মিউনিখের কোচ টুখেল। নতুন ক্লাবের হয়ে সম্ভাব্য সব শিরোপা জিততে চান জার্মান এই কোচ।
বায়ার্নের কোচের চাকরি টুখেল পেয়েছেন হঠাৎ করেই। হুলিয়ান নাগলসমানকে বরখাস্ত করে বায়ার্ন কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়ার আগে বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগ ও ডিএফবি পোকাল কাপ-দুটো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তুলেছেন। বুন্দেস লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। নাগলসমানকে কৃতিত্ব দিয়ে টুখেল বলেন, ‘আমাদের সম্ভাব্য শিরোপা জয়ের সুযোগ হুলিয়ান তৈরি করে দিয়ে গেছেন। সুযোগ কাজে লাগাতে হবে। কি করতে হবে সে ব্যাপারে আমার নিজেরও কিছু পরিকল্পনা আছে। আমি সত্যিই মুখিয়ে আছি। শিরোপা জয়ের জন্য এখন খেলতে হবে।’
টুখেলের কোচ হওয়ার কথা নিশ্চিত করে গতকাল টুইট করেছিলেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ইতালিয়ান সাংবাদিক টুইট করেন, ‘বায়ার্ন মিউনিখের নতুন কোচ টমাস টুখেল। চুক্তি নিয়ে দুই পক্ষই রাজি। তিনি (টুখেল) এরই মধ্যে প্রস্তাব গ্রহণ করেছেন।’
চেলসিতে দেড় বছরেরও বেশি সময় কোচ ছিলেন টুখেল। তাঁর অধীনে ব্লুজরা ৯৯ ম্যাচ খেলে জিতেছিল ৬২ ম্যাচ। ড্র করেছিল ১৯ ম্যাচ এবং ১৮ ম্যাচ হেরেছিল। তাঁর অধীনে ২০২১ সালে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতে চেলসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
৪১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
৩ ঘণ্টা আগে