Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়ে ২২ বছরে পরপারে ফুটবলার

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়ে ২২ বছরে পরপারে ফুটবলার
সিনসিনাটির জার্সিতে মার্কো আঙ্গুলো। ছবি: এএফপি

বয়স মাত্র ২২। এই বয়সে মাঠ দাপিয়ে বেড়ানোর কথা। কিন্তু মৃত্যুর কাছে হেরে গেলেন মার্কো আঙ্গুলো। সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে ৩৫ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইকুয়েডরের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

আঙ্গুলো দুর্ঘটনায় পড়েন কুইতো শহরে। শরীরের বিভিন্ন অংশে মারাত্মক চোট পেয়েছিলেন তিনি। আঘাত পেয়েছিলেন মস্তিষ্কেও। অস্ত্রোপচারের পর তাঁকে রাখা হয়েছিল ইনটেনসিভ কেয়ারে। তবে সেখান থেকে আর ফেরা হলো না।

২০২০ সালে ইকুয়েডরের ইন্দিপেন্দেন্তে জুনিয়র্সের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন আঙ্গুলো। গত বছর যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব সিনসিনাটিতে। সেখানে থেকে এ বছর ধারে কুইতোর ক্লাব এলডিইউতে যোগ দিয়েছিলেন তিনি।

ইকুয়েডেরের হয়ে আঙ্গুলোর অভিষেক হয় ২০২২ সালে। দুই বছরে খেলেছেন ৩ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত