ইউক্রেনকে গোলবন্যায় ভাসিয়ে ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ইংলিশদের ৪-০ গোলের জয়ে দুবার লক্ষ্যভেদ করেন হ্যারি কেন। একটি করে গোল করেছেন হ্যারি মাগুয়ের ও জর্দান হেন্ডারসন।
১৯৯৬ সালের পর সেমিফাইনাল নিশ্চিত করার পথে প্রতিপক্ষ ইউক্রেনকে পাত্তাই দেয়নি গ্যারেথ সাউথগেটের দল। রোমে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। ৪ মিনিটে ইউক্রেনের রক্ষণের কাছে বল পেয়ে দারুণভাবে ড্রিবল করে এগিয়ে যান রাহিম স্টার্লিং। একজনকে কাটিয়ে ও চারজনের ফাঁদ এড়িয়ে পাস বাড়ান ডি-বক্সের দিকে। যেখানে অপেক্ষায় ছিলেন কেন। বল পেয়ে আর ভুল করেননি কেন। নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন এই স্ট্রাইকার।
পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইউক্রেন। আক্রমণে গিয়ে ইংল্যান্ডের ওপর চাপও তৈরি করে আন্দ্রেই শেভচেঙ্কোর শিষ্যরা। ১৭ মিনিটে কাছাকাছি গিয়ে নিরাশ হন ইউক্রেন স্ট্রাইকার রোমান ইয়েরেমচুক। ধীরে ধীরে আবার ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। ২৩ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। ইংল্যান্ড মাঝমাঠের দখল নিলে ইউক্রেন এ সময় প্রতি-আক্রমণ নির্ভর কৌশলে খেলতে শুরু করে। অন্যদিকে আক্রমণাত্মক ইংল্যান্ড একাধিকবার গোলের কাছাকাছি গিয়েও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়।
গোল না পেলেও দেখার মতো ছিল জাদোন সানচোর জাদু। গতিময় ফুটবলে ইউক্রেন রক্ষণকে একাধিকবার বিপদে ফেলেছেন কদিন আগে বুরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া সানচো। ইউক্রেন কিছু সুযোগ তৈরি করলেও ইংলিশ রক্ষণের জমাট বাঁধা পেরিয়ে সেগুলো আলোর মুখ দেখেনি।
বিরতির পর দ্রুত ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। লুক শর মাপা ফ্রি-কিকে মাথা ছুঁয়ে থ্রি লায়নসদের লিড বাড়ান ম্যাগুয়ের। দুই গোলে পিছিয়ে পড়ে হালই ছেড়ে দেয় ইউক্রেন। এ সুযোগে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল পেয়ে যান কেন। এই গোলেও সহায়তা করেছেন লুক শ।
পিছিয়ে পড়া ইউক্রেনের ম্যাচে ফেরার আশা একরকম শেষ হয়ে যায়। তাদের শরীরী ভাষাও ছিল যথেষ্ট নেতিবাচক। অবশ্য ৬২ মিনিটে কেনের হ্যাটট্রিক প্রচেষ্টা রুখে দেন ইউক্রেনের গোলরক্ষক। তবে পরের মিনিটে আটকাতে পারেননি হেন্ডারসনকে। বদলি হিসেবে নামা লিভারপুল অধিনায়ক ইংল্যান্ডের হয়ে ম্যাচের চতুর্থ গোলটি করেন। চার গোলে এগিয়ে থাকা ইংল্যান্ড বেঞ্চের শক্তি পরীক্ষায় এ সময় বেশ কিছু পরিবর্তন আনে। তবে বাকি সময়ে আর কোনো গোল হয়নি। বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।
সেমিতে ইংল্যান্ডের প্রতিপক্ষ রাতের আগের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারানো ডেনমার্ক।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
৭ মিনিট আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
৩৩ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে