টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। বিশ্বকাপ ফাইনাল খেলা নিউজিল্যান্ডকে হারিয়ে শুরুটা মধুর হয়েছে নতুন কোচ রাহুল দ্রাবিড় ও স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা জুটির।
রাজস্থানে পরশু রাতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতের জয়ের নায়ক সূর্যকুমার যাদব। ৪০ বলে ৬২ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারটাও জিতেছেন এই ডানহাতি ব্যাটার।
অবশ্য ম্যাচটি জিততে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে ভারত। ১৬ তম ওভারে সূর্যকুমার ‘জীবন’ না পেলে ফল অন্যরকম হলেও হতে পারত। ওই ওভারে টিম সাউদির বলে ফাইন লেগে ক্যাচ দিয়েও বেঁচে যান সূর্যকুমার। ক্যাচ ফসকান সূর্যকুমারে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের সতীর্থ ট্রেন্ট বোল্ট। তাঁর ওই সুযোগ হাতছাড়ার পরের ওভারেই অবশ্য আউট হন সূর্যকুমার। তবু এ নিয়ে মজা করতে ছাড়েননি তিনি।
পরশু ম্যাচের দিনটি ছিল সূর্যকুমারের স্ত্রী দেবিশা শেঠির জন্মদিন। ফ্র্যাঞ্চাইজি সতীর্থ বোল্টের ওই ক্যাচ মিসকে স্ত্রীর জন্মদিনের উপহার হিসেবেই দেখছেন সূর্যকুমার। বলেছেন, ‘দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারলে আরও ভালো লাগত। তবু আমি খুশি। আজ (পরশু) আমার স্ত্রীর জন্মদিন। বোল্টের ক্যাচ মিস ওর জন্য দারুণ উপহার।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
৬ মিনিট আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
৩২ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে