বিশ্বকাপ থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পর থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবির) সমালোচনা চলছে। পরিকল্পনা অনুযায়ী কাজ না করায় বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি হয়েছে বলে সমালোচনা করে আসছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।
তেমনি পিসিবির সমালোচনা করতে গিয়ে উদাহরণ হিসেবে ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম নিয়েছিলেন আব্দুল রাজ্জাক। বলিউড অভিনেত্রীর উদাহরণ টানার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার।
সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় ঐশ্বরিয়ার উদাহরণ টানাটা যে ভুল হয়েছে, পরে বুঝতে পেরেছেন রাজ্জাক। তাই সাবেক বিশ্বসুন্দরীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। এক ভিডিও বার্তায় নিজের ভুল স্বীকার করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার।
সামাজিক মাধ্যমের ভিডিও বার্তায় রাজ্জাক বলেছেন, ‘আমি আব্দুল রাজ্জাক। গতকাল সংবাদ সম্মেলনে আমরা ক্রিকেট, কোচিং ও পরিকল্পনা নিয়ে কথা বলছিলাম। কিন্তু আমার মুখ ফসকে গিয়েছিল। পরে ঐশ্বরিয়া রাইয়ের উদাহরণ টেনেছিলাম। ব্যক্তিগতভাবে তাঁর কাছে ক্ষমা চাইছি। আমার উদ্দেশ্য এমন ছিল না। অন্য উদাহরণ দেওয়া উচিত ছিল।’
এর আগে পিসিবির সমালোচনা করতে গিয়ে সংবাদ সম্মেলনে রাজ্জাক বলেছিলেন, ‘যদি আমি ভাবি যে ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিয়ে হবে, এরপর সুন্দর সুন্দর বাচ্চা হবে, সেটা কি কখনো সম্ভব! আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’ সংবাদ সম্মেলনে রাজ্জাকের কথা শুনে তালি দেওয়া পাকিস্তানের অন্য দুই সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি ও উমর গুলও ভুল হয়েছে বলে স্বীকার করেছেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
৪ মিনিট আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২৯ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে