Ajker Patrika

ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চেয়েছেন রাজ্জাক

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৪: ১৬
ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চেয়েছেন রাজ্জাক

বিশ্বকাপ থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পর থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবির) সমালোচনা চলছে। পরিকল্পনা অনুযায়ী কাজ না করায় বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি হয়েছে বলে সমালোচনা করে আসছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। 

তেমনি পিসিবির সমালোচনা করতে গিয়ে উদাহরণ হিসেবে ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম নিয়েছিলেন আব্দুল রাজ্জাক। বলিউড অভিনেত্রীর উদাহরণ টানার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। 

সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় ঐশ্বরিয়ার উদাহরণ টানাটা যে ভুল হয়েছে, পরে বুঝতে পেরেছেন রাজ্জাক। তাই সাবেক বিশ্বসুন্দরীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। এক ভিডিও বার্তায় নিজের ভুল স্বীকার করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার। 

সামাজিক মাধ্যমের ভিডিও বার্তায় রাজ্জাক বলেছেন, ‘আমি আব্দুল রাজ্জাক। গতকাল সংবাদ সম্মেলনে আমরা ক্রিকেট, কোচিং ও পরিকল্পনা নিয়ে কথা বলছিলাম। কিন্তু আমার মুখ ফসকে গিয়েছিল। পরে ঐশ্বরিয়া রাইয়ের উদাহরণ টেনেছিলাম। ব্যক্তিগতভাবে তাঁর কাছে ক্ষমা চাইছি। আমার উদ্দেশ্য এমন ছিল না। অন্য উদাহরণ দেওয়া উচিত ছিল।’

এর আগে পিসিবির সমালোচনা করতে গিয়ে সংবাদ সম্মেলনে রাজ্জাক বলেছিলেন, ‘যদি আমি ভাবি যে ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিয়ে হবে, এরপর সুন্দর সুন্দর বাচ্চা হবে, সেটা কি কখনো সম্ভব! আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’ সংবাদ সম্মেলনে রাজ্জাকের কথা শুনে তালি দেওয়া পাকিস্তানের অন্য দুই সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি ও উমর গুলও ভুল হয়েছে বলে স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত