Ajker Patrika

অস্ট্রেলিয়ার সব পাওয়ার বছর ও উজ্জ্বল কোহলি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৩: ২৪
অস্ট্রেলিয়ার সব পাওয়ার বছর ও উজ্জ্বল কোহলি

আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে কত কী ঘটে যায়! সেখানে ৩৬৫ দিনে জমা হয় আনন্দের অগুনতি স্মৃতি, কখনো কখনো বেদনার দৃঃস্মৃতিও। বিদায়ী বছরে ক্রীড়াঙ্গনের সেই সব স্মৃতি-দুঃস্মৃতির পাশাপাশি ছবি ও লেখায় আলোচিত ঘটনা নিয়ে এই নতুন ধারাবাহিক। যার শেষ পর্বে আজ আন্তর্জাতিক ক্রিকেট। লিখেছেন অয়ন রায় 

কামিন্সের বছর
সাফল্যে মোড়ানো একটা বছরই কাটল প্যাট কামিন্সের। ক্রিকেটে বছরে অস্ট্রেলিয়ার যত অর্জন, তার সব কটিই এসেছে তাঁর সফল নেতৃত্বে। একে তো তাঁর নেতৃত্বে সৃজনশীলতা, তার ওপর তিনি পারফরমার। এমনি এমনিই তো আর তাঁকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নেয়নি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ! 

 অস্ট্রেলিয়ার রাজ
ক্রিকেটে বছরটা ছিল অস্ট্রেলিয়ার। কী জেতেনি তারা! জুনে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপাও অস্ট্রেলিয়া জিতেছে এ বছর। ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজে ‘বাজবল’-এর পরীক্ষাও নিয়েছে তারা, সিরিজ ড্র করে ধরে রেখেছে ছাইদানি। শুধু কি অস্ট্রেলিয়ার ছেলে ক্রিকেটাররাই সফল! ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অস্ট্রেলিয়ার মেয়েরাও জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

অতিমানব ম্যাক্সি
গল্প কিংবা সিনেমায় যা দেখা যায়, ২০২৩ বিশ্বকাপে সেটাই করে দেখিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানদের বিপক্ষে ৯১ রানে ৭ উইকেটে পড়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া যখন হারের শঙ্কায় কম্পমান, তখনই রূপকথার রাজপুত্র হিসেবে আবির্ভূত হন ম্যাক্সি। ইস্পাতসম মানসিকতা নিয়ে ব্যাট চালিয়ে গেলেন। একপর্যায়ে পায়ের পেশিতে টান পড়লে খুঁড়িয়ে খুঁড়িয়েই ব্যাট করেছেন; ১২৮ বলে খেলেছেন হার না মানা ২০১ রানের ইনিংস। যেটিকে ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংসেরই তকমা দিয়েছেন কেউ কেউ। 

 ব্যর্থতা
প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। র‍্যাঙ্কিংয়ের সেরা আটের মধ্যে থাকতে না পারা দলের সুযোগ থাকে বাছাইপর্বে উতরে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া। কিন্তু সেটাও পারেনি ক্লাইভ লয়েড়-ভিভ রিচার্ডস-ব্রায়ান লারাদের উত্তরসূরিরা। 

উগান্ডার উত্থান
বাছাইপর্বে জিম্বাবুয়ে-কেনিয়ার মতো দলকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি (২০২৪) বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উগান্ডা।

অলিম্পিকে ক্রিকেট
১২৮ বছর পর ক্রিকেট ফিরেছে অলিম্পিকে। ক্রীড়ার বিশ্বযজ্ঞে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট দেখা যাবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে।

উজ্জ্বল কোহলি
ব্যাটে রানের ফোয়ারা ছুটিয়েছেন, গড়েছেন একের পর এক রেকর্ড। ২০২৩ বিশ্বকাপে ৭৬৫ রান করে বিরাট কোহলি হয়েছেন টুর্নামেন্টসেরা। ৩ সেঞ্চুরি ও ৬ ফিফটি করে এক বিশ্বকাপে সর্বোচ্চ ৯টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলা এবং টুর্নামেন্টের একই আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন। তিন সংস্করণ মিলিয়ে এ বছর তাঁর রান ২০৪৮। এ নিয়ে সপ্তমবারের মতো এক বছরে ২০০০ কিংবা তার চেয়ে বেশি রান করেছেন। এটিও রেকর্ড। 

অবসর
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন স্টুয়ার্ট ব্রড ও অ্যারন ফিঞ্চ। বিশ্বকাপ খেলে ওয়ানডে থেকে বিদায় কুইন্টন ডি ককের। মেয়েদের ক্রিকেটের অন্যতম বড় তারকা অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংও ক্যারিয়ারের ইতি টেনেছেন বিদায়ী বছরে। 

চিরবিদায়
তিনি মারা গেছেন বলে একবার খবর রটেছিল। কিন্তু সেটি ছিল গুজব। সেই গুজব মিথ্যা হওয়ার কয়েক মাস পরই নিরুদ্দেশের পথে পাড়ি জমান ক্যানসারে আক্রান্ত জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। স্ট্রিককে হারানোর বছরে ক্রিকেট হারিয়েছে ভারতের সাবেক স্পিনার বিষেন সিং বেদীকে।

নতুনের কেতন
ওয়ানডে বিশ্বকাপে নিজের অভিষেকেই ৩ সেঞ্চুরিতে ৬৪.২২ গড়ে ৫৭৮ রান করেন রাচিন রবীন্দ্র। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের সেরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

ক্রীড়া ডেস্ক    
এবারের আইএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক
এবারের আইএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) স্বপ্নের মতো এক সময় কাটিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতের স্লোয়ার-কাটারে ব্যাটারদের বোকা বানিয়েছেন। পাল্লা দিয়ে উইকেট নিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দিয়েছেন দুবাই ক্যাপিটালসকে। এক ম্যাচ হাতে রেখেই তাঁর দল উঠে গেছে প্লে অফে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মোস্তাফিজের এবারের মতো আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করলেন। পুরো টুর্নামেন্টে বৈচিত্র্যময় বোলিংয়ে উইকেট তুলে নিয়েছেন। কোনো ম্যাচে শুরুতে বাজে বোলিং করলেও পরে সেটা পুষিয়ে দিয়েছেন। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। পরিসংখ্যানের দিকে না তাকিয়ে যাঁরা বরং তাঁর ম্যাচগুলো দেখেছেন, তাঁর জাদুকরী বোলিংটা স্পষ্ট বুঝতে পেরেছেন। ২১ ডিসেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টসের বিপক্ষে হয়েছেন ম্যাচসেরা। এই ম্যাচেই এক ওভারে নিয়েছেন ৩ উইকেট।

শারজা ওয়ারিয়র্সের অধিনায়ক সিকান্দার রাজাকে গত রাতে যেভাবে বোকা বানিয়ে উইকেট নিয়েছেন, সেটার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছে দুবাই ক্যাপিটালস ও আইএল টি-টোয়েন্টি কর্তৃপক্ষ। ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলে মোস্তাফিজের বল কীভাবে খেলবেন, সেটা বুঝে উঠতে না পেরে রাজা সোজা ক্যাচ তুলে দিয়েছেন মোস্তাফিজের হাতে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আইএল টি-টোয়েন্টি লিখেছে, ‘সবার জন্য সহজ ব্যাপার না এটা। মোস্তাফিজুর রহমান প্রতিপক্ষকে নানারকমভাবে বোকা বানাতে পারেন। এগুলো এমন এক রহস্য, যা বিশ্বের সেরা গোয়েন্দারা খুঁজে পাবেন না।’

৪ ওভারে ২৭ রানে ১ উইকেট নিয়ে মোস্তাফিজ তাঁর ২০২৫ সালের আইএল টি-টোয়েন্টি পর্ব শেষ করলেন। গত রাতে রাজাকে যেভাবে বোকা বানিয়েছেন মোস্তাফিজ, তাতে মুগ্ধ তাঁর (মোস্তাফিজ) দল দুবাই ক্যাপিটালস। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে দুবাই ক্যাপিটালস লিখেছে,‘মোস্তাফিজকে কখনোই থামিয়ে রাখতে পারবেন না।’ টস হেরে আগে ব্যাটিং পেয়ে শারজা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করেছে। জবাবে ৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে দুবাই ক্যাপিটালস কেটেছে প্লে অফের টিকিট। ৫০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন দুবাই ক্যাপিটালসের টপ অর্ডার ব্যাটার জর্ডান কক্স।

লিগ পর্বে দুবাই ক্যাপিটালসের শেষ ম্যাচ শনিবার এমআই এমিরেটসের বিপক্ষে। তবে এই ম্যাচে মোস্তাফিজকে পাবে না দুবাই। কারণ, বিপিএল খেলতে মোস্তাফিজ দেশে ফিরছেন। এবারের বিপিএলে তাঁকে সরাসরি চুক্তিতে নিয়েছে রংপুর রাইডার্স। সোমবার চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রংপুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আইএল টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছেন কাটার মাস্টার। ছবি: সংগৃহীত
আইএল টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছেন কাটার মাস্টার। ছবি: সংগৃহীত

আইপিএলে কেন কলকাতা নাইট রাইডার্স এবার তাঁকে ১২ কোটি টাকায় নিয়েছে, সেটি খুব ভালোভাবেই আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে বুঝিয়ে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ একটা পর্যায়ে মোস্তাফিজের নামটা উইকেটশিকারির তালিকায় যৌথভাবে শীর্ষে ছিল।

শারজা ওয়ারিয়র্জের বিপক্ষে ম্যাচটি খেলে কাল দুপুরে ঢাকায় ফিরে আসার কথা মোস্তাফিজের। এসেই নেমে পড়তে হবে বিপিএল খেলতে। সিলেটে তাঁর দল রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ আগামী সোমবারে। ঢাকায় ফিরে দুদিনের সংক্ষিপ্ত বিরতিতে তিনি চলে যাবেন সাতক্ষীরায় গ্রামের বাড়িতে। সেখান থেকে ফিরে দলে যোগ দেবেন রোববার।

বিপিএলে যোগ দেওয়ার আগে একাধিক সুখবর পেলেন মোস্তাফিজ। আইপিএল নিলামে তিনি বিক্রি হয়েছেন রেকর্ড দামে। আরব আমিরাতে দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতেও ধারাবাহিক ভালো খেলেছেন। ৮ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। আজ শারজার বিপক্ষে শীর্ষ উইকেটশিকারি হওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন সতীর্থ ওয়াকার সালামখেইলের সঙ্গে। ওয়াকার ২ উইকেট নিয়ে টপকে যান মোস্তাফিজকে। তবু টুর্নামেন্টজুড়ে যে বোলিং করেছেন মোস্তাফিজ, আজ দেশে ফেরায় তাঁকে নিশ্চিতভাবেই মিস করবে দুবাই ক্যাপিটালস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

ক্রীড়া ডেস্ক    
পাইপলাইন সমৃদ্ধ করতে চায় বিসিবি। ফাইল ছবি
পাইপলাইন সমৃদ্ধ করতে চায় বিসিবি। ফাইল ছবি

বয়সভিত্তিক ক্রিকেটে নতুন একটি টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেটির নাম ‘রাইজিং স্টার অনূর্ধ্ব-২৩ ’। সংস্থাটির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানালেন, টুর্নামেন্টটি হবে অনেকটা বিসিএলের মতো। যেখানে অংশ নেবে চারটা দল। দলগুলো হলো–পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল।

টুর্নামেন্ট হবে ডাবল লিগ পদ্ধতিতে। সেখান থেকে শীর্ষ দুই দল শিরোপার লড়াই করবে। অনূর্ধ্ব-২৩ পর্যায়ের এই টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৩১ টি। মূলত পাইপলাইন সমৃদ্ধ করতেই এই উদ্যোগ নিয়েছে বিসিবি।

সংবাদমাধ্যমকে আমজাদ বলেন, ‘আমরা রাইজিং স্টার অনূর্ধ্ব ২৩ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করব। এটা বিসিএলের মতই হবে। অনূর্ধ্ব ২৩ এর পর নির্দিষ্ট কোনো টুর্নামেন্ট ছিল না। কিন্তু এবার হচ্ছে। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে এই টুর্নামেন্ট করার পরিকল্পনা করছি আমরা।’

টুর্নামেন্টের ভেন্যু প্রসঙ্গে আমজাদ বলেন, ‘চট্টগ্রামে দুটো স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। ডাবল লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করব। ফাইনাল ঢাকায় হবে। এগুলো ছিল আমাদের প্রধান কিছু সিদ্ধান্ত।’

আসন্ন নতুন বছরে বিসিবি সারা বাংলাদেশে ১০০ উইকেট বানাতে চায়, যেটির নাম দেওয়া হয়েছে ‘১০০ উইকেটস ইন ২০২৬ ’। আমজাদ বলেন, ‘জেলা লিগগুলো সচল করার সিদ্ধান্ত হয়েছে। গত বছর মাত্র ১২টি জেলায় লিগ হয়েছিল, নতুন বছরে আমাদের লক্ষ্য অন্তত ৪০টি জেলায় লিগ আয়োজন করা। আমাদের নতুন একটি থিম লঞ্চ করা হয়েছে ‘১০০ উইকেটস ইন ২০২৬ ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ২১: ৩৯
জেলা লিগগুলো সচল করতে চায় বিসিবি। ফাইল ছবি
জেলা লিগগুলো সচল করতে চায় বিসিবি। ফাইল ছবি

প্রায় দিনব্যাপী বোর্ড সভার পর সন্ধ্যা ৭টার দিকে সংবাদ সম্মেলন। লম্বা অপেক্ষায় থাকা সংবাদমাধ্যম কর্মীদের চমকে দেওয়া কোনো সিদ্ধান্তের কথা জানাননি সংবাদ সম্মেলনে আসা তিন পরিচালক। তবে বোর্ড মিটিংয়ে নেওয়া নতুন দুটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান।

আসন্ন নতুন বছরে বিসিবি সারা বাংলাদেশে ১০০ উইকেট বানাতে চায়, যেটির নাম দেওয়া হয়েছে ‘১০০ উইকেটস ইন ২০২৬ ’। আমজাদ বলেন, ‘জেলা লিগগুলো সচল করার সিদ্ধান্ত হয়েছে। গত বছর মাত্র ১২টি জেলায় লিগ হয়েছিল, নতুন বছরে আমাদের লক্ষ্য অন্তত ৪০টি জেলায় লিগ আয়োজন করা। আমাদের নতুন একটি থিম লঞ্চ করা হয়েছে ‘১০০ উইকেটস ইন ২০২৬ ’।

সারা দেশে এক বছরে ১০০ উইকেট তৈরির পরিকল্পনা বিসিবির গ্রাউন্ডস বিভাগের প্রধান খালেদ মাসুদ পাইলট বলেন, ‘১০০ উইকেটের পরিকল্পনাটা হচ্ছে মাঠের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা। মাঠ ছাড়া ক্রিকেটে এগোনো কঠিন। ফতুল্লা ইনসাইড এবং আউটার, সঙ্গে পূর্বাচলে যে মাঠটি আছে, সেগুলোর উন্নয়ন আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আমরা এই মৌসুমের মধ্যে ১০০টির বেশি উইকেট তৈরির চেষ্টা করছি। আমাদের বিভাগীয় ভেন্যু; যেমন বগুড়া, খুলনা, রাজশাহী—এগুলো ২০ বছর আগের মডেলে চলছে। সেন্টার উইকেটের পাশে আরও উইকেট বাড়িয়ে আমরা এগুলো আধুনিক করতে চাই। বরিশাল মাঠের কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে, বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছি। আমরা চাই আমাদের বিভাগীয় সদর দপ্তরগুলো একেকটি ‘হাব’ হিসেবে কাজ করুক, যাতে জেলা পর্যায়ের ক্রিকেটাররা ঠিকঠাক যন্ত্রপাতি এবং সুযোগ-সুবিধা পায়।’

১০০ উইকেট তৈরিতে নতুন কোনো মাঠ কেনা হচ্ছে না বলে জানিয়েছেন পাইলট। বর্তমানে যে মাঠগুলো আছে, সেগুলোকে সচল করা এবং আধুনিক উইকেট তৈরি করাই তাঁদের লক্ষ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত