ভক্তদের মনে রাখার মতো আজ একটা দিনই উপহার দিয়েছে নেপাল ক্রিকেট দল। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে নেপাল। তাতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে উঠেছে নেপালিরা।
কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল শুরু হয়েছে গতকাল। গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২৭.৩ ওভারে ৯ উইকেটে ১০৬ রান করেছিল আরব আমিরাত। রিজার্ভ ডেতে আজ খেলা শুরু হলে ৩৩.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় মধ্যপ্রাচ্যের এই দল। ১১৮ রান তাড়া করতে নেমে বেশ চাপে পড়ে যায় নেপাল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নেপালিদের স্কোর দাঁড়ায় ৮ ওভারে ৩ উইকেটে ২২ রান। এখান থেকেই প্রতিরোধ গড়েন গুলশান ঝা ও ভীম শারকি। দুই ব্যাটার চতুর্থ উইকেটে ৯৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ৩০.৩ ওভারে জয় নিশ্চিত করে নেপাল।
ফাইনালে সেরা হয়েছেন গুলশান। ৮৪ বলে ৩ চার ও ৬ ছয়ে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২ ওভার বোলিং করে ১০ রান দিয়ে নেন ১ উইকেট। আর ফাইনালে নেপালের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন ললিত রাজবংশী। ৭.১ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ ওভার মেডেনও দিয়েছেন নেপালের এই বাঁহাতি স্পিনার। টুর্নামেন্ট-সেরা হয়েছেন সন্দীপ লামিচানে। ১৩ উইকেট নিয়েছেন নেপালের এই লেগ স্পিনার। ব্যাটিংয়ে করেছেন ৫৫ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
৩৯ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
৩ ঘণ্টা আগে