
রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে সেন্ট লুসিয়ায় যেন লু হাওয়া বয়ে গেল অস্ট্রেলিয়ার বোলারদের ওপর দিয়ে। ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক মিচেল মার্শ। ব্যাটিং সহায়ক উইকেটে এই সিদ্ধান্তের খেসারতই যেন দিয়ে যাচ্ছে তারা।
১১ ওভারেই ভারত তুলেছে ২ উইকেটে ১২৭ রান। এর মধ্যে ভারতীয় অধিনায়ক রোহিতেরই ৯২ রান। ১২ তম ওভারে মিচেল স্টার্কের শিকার হওয়ার আগে মেরেছেন ৮টি ছক্কা ও ৭টি চার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে রোহিতের ছক্কা হলো ১৩৩ টি। কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে একজন ব্যাটারের এটাই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ১৩০টি ছক্কা মেরেছেন ইংল্যান্ডের বিপক্ষে।
আজিদের বিপক্ষে আজ মাত্র ১৯ বলে ফিফটি করেছেন রোহিত, যা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির তালিকায় শীর্ষস্থান জায়গা করে নিয়েছে। পাওয়ার-প্লেতে ভারত তুলেছে ৬০ রান। এর মধ্যে রোহিতের ২১ বলে ৫১ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার-প্লেতে সবচেয়ে বেশি রান তোলা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে এখন রোহিত। পাওয়ার-প্লেতে তাঁর চেয়ে বেশি রান তুলেছেন নেদারল্যান্ডসের স্টিফেন মাইবুর ও বাংলাদেশের লিটন দাস।
মাইবুর ২০২৪ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়ার-প্লেতে ২১ বলে ৫৭ রান তোলেন। লিটন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৪ বলে করেন ৫৪ রান। তবে বিশ্বকাপে কোনো দলের বিপক্ষে ভারতের পক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নিয়েছেন রোহিত। আজ এই ওপেনার ছক্কা মেরেছেন ৮ টি। ২০০৭ বিশ্বকাপে ভারতের সাবেক হার্ড হিটার যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে মেরেছিলেন ৭টি ছক্কা। এত দিন সেটি ছিল তাদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুরেশ রায়নার (১০১) পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এখন রোহিতের ৯২। অধিনায়ক হিসেবেও ক্রিস গেইলের (৯৮) পর দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস তাঁর। ৪১ বলে ৯২ রানের ইনিংসের কল্যাণে বড় সংগ্রহের পথে ভারত।

রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে সেন্ট লুসিয়ায় যেন লু হাওয়া বয়ে গেল অস্ট্রেলিয়ার বোলারদের ওপর দিয়ে। ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক মিচেল মার্শ। ব্যাটিং সহায়ক উইকেটে এই সিদ্ধান্তের খেসারতই যেন দিয়ে যাচ্ছে তারা।
১১ ওভারেই ভারত তুলেছে ২ উইকেটে ১২৭ রান। এর মধ্যে ভারতীয় অধিনায়ক রোহিতেরই ৯২ রান। ১২ তম ওভারে মিচেল স্টার্কের শিকার হওয়ার আগে মেরেছেন ৮টি ছক্কা ও ৭টি চার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে রোহিতের ছক্কা হলো ১৩৩ টি। কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে একজন ব্যাটারের এটাই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ১৩০টি ছক্কা মেরেছেন ইংল্যান্ডের বিপক্ষে।
আজিদের বিপক্ষে আজ মাত্র ১৯ বলে ফিফটি করেছেন রোহিত, যা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির তালিকায় শীর্ষস্থান জায়গা করে নিয়েছে। পাওয়ার-প্লেতে ভারত তুলেছে ৬০ রান। এর মধ্যে রোহিতের ২১ বলে ৫১ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার-প্লেতে সবচেয়ে বেশি রান তোলা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে এখন রোহিত। পাওয়ার-প্লেতে তাঁর চেয়ে বেশি রান তুলেছেন নেদারল্যান্ডসের স্টিফেন মাইবুর ও বাংলাদেশের লিটন দাস।
মাইবুর ২০২৪ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়ার-প্লেতে ২১ বলে ৫৭ রান তোলেন। লিটন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৪ বলে করেন ৫৪ রান। তবে বিশ্বকাপে কোনো দলের বিপক্ষে ভারতের পক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নিয়েছেন রোহিত। আজ এই ওপেনার ছক্কা মেরেছেন ৮ টি। ২০০৭ বিশ্বকাপে ভারতের সাবেক হার্ড হিটার যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে মেরেছিলেন ৭টি ছক্কা। এত দিন সেটি ছিল তাদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুরেশ রায়নার (১০১) পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এখন রোহিতের ৯২। অধিনায়ক হিসেবেও ক্রিস গেইলের (৯৮) পর দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস তাঁর। ৪১ বলে ৯২ রানের ইনিংসের কল্যাণে বড় সংগ্রহের পথে ভারত।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৮ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৯ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
১০ ঘণ্টা আগে