ক্রীড়া ডেস্ক

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির পর লাল বলের সিরিজ দিয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরবে বাংলাদেশ দল। নিজেদের মাঠে জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু হোম সিরিজ বলেই যেন একটু চিন্তিত নির্বাচকেরা। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট জিতেছিল বাংলাদেশ। তারপর শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সিরিজ খেলে জয় তো দূরে থাক, ড্রও করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এ মাসেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। সিলেট ও চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে তারা। চোটের কারণে সিরিজ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য ছুটিতে থাকায় লিটন দাসকে রাখা হয়নি প্রথম টেস্টের দলে।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, হোমে দলের নখদন্তহীন টেস্ট পারফরম্যান্সের কথা বিবেচনা করেই অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে শক্তিশালী দল গঠন করেছেন তাঁরা। ভিডিও বার্তায় লিপু বলেন, ‘গত এক বছরে আমাদের দেশের পারফরম্যান্স নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। সে কারণে জিম্বাবুয়ের সঙ্গে আমাদের সম্ভাব্য সেরা দলটি নিয়ে আমরা খেলার চেষ্টা করছি।’
তিন ওপেনার, তিন স্পিনার এবং ৪ পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। কনকাশনের বিষয়টি মাথায় রেখে এমন দল দেওয়া করা হয়েছে বললেন লিপু, ‘কনকাশন আসার পর থেকে লাইক টু লাইক রিপ্লেসমেন্টের (একই ধরনের ক্রিকেটার) যে কথাটা চলে আসছে, সে কারণে একজন বাড়তি ওপেনার, মিডল অর্ডারে একটা রাখা, স্পিনে একজন রাখা, পেস বোলিংয়ে যদি তিনজন সিমার থাকে, সেখানেও একজন রাখে। সে কারণে আমাদের স্কোয়াডটা ১৫ জনের করেছি।’
লিটন না থাকায় ছয় বা সাতে কাকে বিবেচনা করা হবে? লিপুর মতে, এ নিয়ে মধুর সমস্যায় পড়তে পারে টিম ম্যানেজমেন্ট। জাকের আলী অনিক কিংবা মাহিদুল ইসলাম অঙ্কনের মধ্যে কাউকে বেছে নিতে হবে। দুজনেই টেস্টে নতুন। প্রধান নির্বাচক বললেন, ‘৬ বা ৭ এ লিটন দাস না থাকায় এখানে একটা মধুর সমস্যা আছে। এটা বেশি চ্যালেঞ্জিং হবে; পাশাপাশি আমাদের স্পিনে অনেক অপশন আছে, মেহেদী মিরাজ অলরাউন্ডার হিসেবে আছেন, তাইজুল আছেন, নাঈম আছেন, সো এই অপশনটাও রাখা হয়েছে। চার পেসার আছেন, সেখানেও অপশন থাকবে।’

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির পর লাল বলের সিরিজ দিয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরবে বাংলাদেশ দল। নিজেদের মাঠে জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু হোম সিরিজ বলেই যেন একটু চিন্তিত নির্বাচকেরা। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট জিতেছিল বাংলাদেশ। তারপর শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সিরিজ খেলে জয় তো দূরে থাক, ড্রও করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এ মাসেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। সিলেট ও চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে তারা। চোটের কারণে সিরিজ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য ছুটিতে থাকায় লিটন দাসকে রাখা হয়নি প্রথম টেস্টের দলে।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, হোমে দলের নখদন্তহীন টেস্ট পারফরম্যান্সের কথা বিবেচনা করেই অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে শক্তিশালী দল গঠন করেছেন তাঁরা। ভিডিও বার্তায় লিপু বলেন, ‘গত এক বছরে আমাদের দেশের পারফরম্যান্স নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। সে কারণে জিম্বাবুয়ের সঙ্গে আমাদের সম্ভাব্য সেরা দলটি নিয়ে আমরা খেলার চেষ্টা করছি।’
তিন ওপেনার, তিন স্পিনার এবং ৪ পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। কনকাশনের বিষয়টি মাথায় রেখে এমন দল দেওয়া করা হয়েছে বললেন লিপু, ‘কনকাশন আসার পর থেকে লাইক টু লাইক রিপ্লেসমেন্টের (একই ধরনের ক্রিকেটার) যে কথাটা চলে আসছে, সে কারণে একজন বাড়তি ওপেনার, মিডল অর্ডারে একটা রাখা, স্পিনে একজন রাখা, পেস বোলিংয়ে যদি তিনজন সিমার থাকে, সেখানেও একজন রাখে। সে কারণে আমাদের স্কোয়াডটা ১৫ জনের করেছি।’
লিটন না থাকায় ছয় বা সাতে কাকে বিবেচনা করা হবে? লিপুর মতে, এ নিয়ে মধুর সমস্যায় পড়তে পারে টিম ম্যানেজমেন্ট। জাকের আলী অনিক কিংবা মাহিদুল ইসলাম অঙ্কনের মধ্যে কাউকে বেছে নিতে হবে। দুজনেই টেস্টে নতুন। প্রধান নির্বাচক বললেন, ‘৬ বা ৭ এ লিটন দাস না থাকায় এখানে একটা মধুর সমস্যা আছে। এটা বেশি চ্যালেঞ্জিং হবে; পাশাপাশি আমাদের স্পিনে অনেক অপশন আছে, মেহেদী মিরাজ অলরাউন্ডার হিসেবে আছেন, তাইজুল আছেন, নাঈম আছেন, সো এই অপশনটাও রাখা হয়েছে। চার পেসার আছেন, সেখানেও অপশন থাকবে।’

নতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২৮ মিনিট আগে
বিদায় নিল ২০২৫। এল ২০২৬। বিদায়ী বছরের শেষ দিনে আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্ব শেষ হয়েছে। তাতে নির্ধারিত হয়ে গেছে ২০২৫-২৬ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শেষ ষোলোর লাইনআপ।
৪৪ মিনিট আগে
নতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে । তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ ।
১ ঘণ্টা আগে
২০২৫ সাল শেষে এল ২০২৬। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেশবাসী। গান বাজনার পাশাপাশি আতশবাজি, পটকা ফুটিয়ে গত রাতে অনেকে উদযাপন করেছেন ‘থার্টি ফার্স্ট নাইট’। কিন্তু দেশে শোকের পরিবেশে নতুন বছরের আগমন উপলক্ষ্যে এমন জমকালো আয়োজন মেনে নিতে পারছেন না।
২ ঘণ্টা আগে