নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ’কে। এই সিরিজে বিশ্রামে থাকছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। অবসর আর ছুটি মিলিয়ে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘ব্যক্তির নামের চেয়ে বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ।’
জিম্বাবুয়ে সফরের আগে আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে মধ্যহ্নভোজ করেছেন সুজন ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। মধ্যহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সুজন।
সুজন আরও বলেছেন, ‘আমি আগেই বলেছি বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি, কোনো নাম, কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়।’
দলে পাওয়ার হিটার না থাকলেও চিন্তিত নন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক, ‘অনেকে বলে আমরা ছক্কা মারতে পারি না। কথাটা একদমই বিশ্বাস করি না। আমাদের অনেক খেলোয়াড় বড় বড় ছক্কা মারতে পারে। এটা আসলে ছক্কা মারার খেলা নয়, এটা বুদ্ধিমত্তার খেলা। সাহস ছাড়া কোনো কিছুই নয়।’
টি-টোয়েন্টিতে ভালো করতে ভয়ডরহীন খেলা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুজন, ‘আমরা চাই বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো করুক। আমরা এই সংস্করণটা ভালো খেলছি না। এখন সময় এসেছে আমরা অন্য কিছু করতে পারি কি না। অন্য কিছু করতে গেলে আপনি হঠাৎ করে তৈরি করতে পারবেন না। একটা জিনিস করতে পারেন স্বাধীনভাবে ক্রিকেট খেলা। যদি ১৫০ এর বেশি স্কোর নিয়মিত করতে পারেন, তারপরে আপনি ভালো বোলিং-ফিল্ডিং করলে ম্যাচ জিতবেন। কিন্তু এটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। শুধু দুই-তিনজন নয়; পুরো দলকেই ভয়ডরহীন খেলতে হবে।’

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ’কে। এই সিরিজে বিশ্রামে থাকছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। অবসর আর ছুটি মিলিয়ে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘ব্যক্তির নামের চেয়ে বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ।’
জিম্বাবুয়ে সফরের আগে আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে মধ্যহ্নভোজ করেছেন সুজন ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। মধ্যহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সুজন।
সুজন আরও বলেছেন, ‘আমি আগেই বলেছি বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি, কোনো নাম, কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়।’
দলে পাওয়ার হিটার না থাকলেও চিন্তিত নন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক, ‘অনেকে বলে আমরা ছক্কা মারতে পারি না। কথাটা একদমই বিশ্বাস করি না। আমাদের অনেক খেলোয়াড় বড় বড় ছক্কা মারতে পারে। এটা আসলে ছক্কা মারার খেলা নয়, এটা বুদ্ধিমত্তার খেলা। সাহস ছাড়া কোনো কিছুই নয়।’
টি-টোয়েন্টিতে ভালো করতে ভয়ডরহীন খেলা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুজন, ‘আমরা চাই বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো করুক। আমরা এই সংস্করণটা ভালো খেলছি না। এখন সময় এসেছে আমরা অন্য কিছু করতে পারি কি না। অন্য কিছু করতে গেলে আপনি হঠাৎ করে তৈরি করতে পারবেন না। একটা জিনিস করতে পারেন স্বাধীনভাবে ক্রিকেট খেলা। যদি ১৫০ এর বেশি স্কোর নিয়মিত করতে পারেন, তারপরে আপনি ভালো বোলিং-ফিল্ডিং করলে ম্যাচ জিতবেন। কিন্তু এটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। শুধু দুই-তিনজন নয়; পুরো দলকেই ভয়ডরহীন খেলতে হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
৭ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১৫ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে