নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ’কে। এই সিরিজে বিশ্রামে থাকছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। অবসর আর ছুটি মিলিয়ে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘ব্যক্তির নামের চেয়ে বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ।’
জিম্বাবুয়ে সফরের আগে আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে মধ্যহ্নভোজ করেছেন সুজন ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। মধ্যহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সুজন।
সুজন আরও বলেছেন, ‘আমি আগেই বলেছি বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি, কোনো নাম, কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়।’
দলে পাওয়ার হিটার না থাকলেও চিন্তিত নন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক, ‘অনেকে বলে আমরা ছক্কা মারতে পারি না। কথাটা একদমই বিশ্বাস করি না। আমাদের অনেক খেলোয়াড় বড় বড় ছক্কা মারতে পারে। এটা আসলে ছক্কা মারার খেলা নয়, এটা বুদ্ধিমত্তার খেলা। সাহস ছাড়া কোনো কিছুই নয়।’
টি-টোয়েন্টিতে ভালো করতে ভয়ডরহীন খেলা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুজন, ‘আমরা চাই বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো করুক। আমরা এই সংস্করণটা ভালো খেলছি না। এখন সময় এসেছে আমরা অন্য কিছু করতে পারি কি না। অন্য কিছু করতে গেলে আপনি হঠাৎ করে তৈরি করতে পারবেন না। একটা জিনিস করতে পারেন স্বাধীনভাবে ক্রিকেট খেলা। যদি ১৫০ এর বেশি স্কোর নিয়মিত করতে পারেন, তারপরে আপনি ভালো বোলিং-ফিল্ডিং করলে ম্যাচ জিতবেন। কিন্তু এটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। শুধু দুই-তিনজন নয়; পুরো দলকেই ভয়ডরহীন খেলতে হবে।’

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ’কে। এই সিরিজে বিশ্রামে থাকছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। অবসর আর ছুটি মিলিয়ে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘ব্যক্তির নামের চেয়ে বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ।’
জিম্বাবুয়ে সফরের আগে আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে মধ্যহ্নভোজ করেছেন সুজন ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। মধ্যহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সুজন।
সুজন আরও বলেছেন, ‘আমি আগেই বলেছি বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি, কোনো নাম, কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়।’
দলে পাওয়ার হিটার না থাকলেও চিন্তিত নন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক, ‘অনেকে বলে আমরা ছক্কা মারতে পারি না। কথাটা একদমই বিশ্বাস করি না। আমাদের অনেক খেলোয়াড় বড় বড় ছক্কা মারতে পারে। এটা আসলে ছক্কা মারার খেলা নয়, এটা বুদ্ধিমত্তার খেলা। সাহস ছাড়া কোনো কিছুই নয়।’
টি-টোয়েন্টিতে ভালো করতে ভয়ডরহীন খেলা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুজন, ‘আমরা চাই বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো করুক। আমরা এই সংস্করণটা ভালো খেলছি না। এখন সময় এসেছে আমরা অন্য কিছু করতে পারি কি না। অন্য কিছু করতে গেলে আপনি হঠাৎ করে তৈরি করতে পারবেন না। একটা জিনিস করতে পারেন স্বাধীনভাবে ক্রিকেট খেলা। যদি ১৫০ এর বেশি স্কোর নিয়মিত করতে পারেন, তারপরে আপনি ভালো বোলিং-ফিল্ডিং করলে ম্যাচ জিতবেন। কিন্তু এটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। শুধু দুই-তিনজন নয়; পুরো দলকেই ভয়ডরহীন খেলতে হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
১২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩ ঘণ্টা আগে