ম্যানচেস্টার টেস্ট বাতিলের পর ভারতীয় ক্রিকেটারদের ভাবনায় এখন শুধুই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার উদ্দেশে দুবাই নিতে কালক্ষেপণ করছে না। বিরাট কোহলি ও মোহাম্মদ সিরাজকে তাই বিশেষ বিমানে দুবাই উড়িয়ে নিচ্ছে আরসিবি।
ম্যানচেস্টার থেকে আজ রাতে ভাড়া করা বিমানে ওঠার কথা কোহলি ও সিরাজের। বিষয়টি নিশ্চিত করেছে আরসিবি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দলের অধিনায়ক বিরাট কোহলি এবং মোহাম্মদ সিরাজকে সংযুক্ত আরব আমিরাতে নিরাপদে পৌঁছাতে ভাড়া করা বিমানের ব্যবস্থা করা হয়েছে।
আরিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আজ রাত সাড়ে ১১টায় বিশেষ বিমানে উঠবেন কোহলি ও সিরাজ। তাঁদের দুজনেরই রোববার সকালে সংযুক্ত আরব আমিরাত পৌঁছানোর কথা। দলে যোগ দেওয়ার আগে দুবাইয়ে ছয় দিনের কোয়ারেন্টিনে থাকবেন তাঁরা।
১৯ সেপ্টেম্বর দুবাইয়ে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএলে দ্বিতীয় পর্বের খেলা। পরের দিনই মাঠে নামবে বিরাট কোহলির দল, প্রতিপক্ষ সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলের এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে আরসিবি। ৫ জয় ২ হারে ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের ৩ নম্বরে।

বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে