স্ট্রাইক প্রান্তে শেষ ওভারে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা পেস বোলার জিমি অ্যান্ডারসন আর বোলিং প্রান্তে টেস্টের অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথ। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ১ উইকেট। এদিকে অ্যাশেজে টানা চতুর্থ হার এড়াতে অ্যান্ডারসনকে খেলতে হবে ছয় বল।
সিডনি টেস্টে চরম নাটকীয় এই মুহূর্তে ডাগআউটে বসে বারবার জার্সি দিয়ে মুখ ঢাকছিলেন বেন স্টোকস। গ্যালারিতে ইংল্যান্ড দর্শকদের চোখেমুখে উত্তেজনা। অ্যান্ডারসনকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছেন অস্ট্রেলিয়ান ফিল্ডাররা। প্রতিটি বলেই যেন উত্তেজনায় মাত্রা ছাড়াচ্ছে। কিন্তু অ্যান্ডারসনের মনোযোগে চিড় ধরল না। ঠান্ডা মাথায় পুরো ওভার খেলে ড্র রাখলেন সিডনি টেস্ট।
তৃতীয় সেশনের শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২ উইকেট। উইকেটে তখন জ্যাক লিচ আর স্টুয়ার্ট ব্রড। দুজন মিলে পার করেন ৭ ওভার ৫ বল। নাটকের শেষ দৃশ্যের মঞ্চায়ন তখনো বাকি। শেষ দুই ওভারের আগের ওভারে স্মিথ লিচকে ফেরালে ম্যাচের মোড় ঘুরে যায়। কিন্তু শেষ দুই ওভারে অঘটন ঘটতে দেয়নি ইংল্যান্ড। ১২ বলের এই শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জিতে গেলেন ব্রড-অ্যান্ডারসন। সিরিজে প্রথমবার হার এড়াল জো রুটের দল।
৩৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে শেষ দিনে ম্যাচ জিততে করতে হতো ৩৫৮ রান। প্রায় অসম্ভব এই কাজ সম্ভব করার চেয়ে ইংলিশরা বেছে নেন ড্রয়ের পথ। ইংল্যান্ডের ব্যাটাররা দিনের শুরু থেকেই লড়াই করেছেন ঠিকই, কিন্তু নিয়মিত বিরতিতে হারিয়েছেন উইকেটও। ৫৮ বলে ৯ রান করা হাসিব হামিদকে ফিরিয়ে ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন স্কট বোল্যান্ড। খানিক বাদেই ৪ রানে লায়নের বলে বোল্ড হন ডেভিড মালান। দলীয় ১০০ রানের আগে ফিরে যান জ্যাক ক্রাউলিও।
মাঝে রুট-স্টোকস মিলে ১৫২ বলে ৬০ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। স্টোকসকে ফিরিয়ে লায়ন জুটি ভাঙলে আবারও বিপদে পড়ে ইংল্যান্ড। বিপদ আরও বাড়ে ৮৫তম ওভারে প্যাট কামিন্সের জোড়া আঘাতে। অস্ট্রেলিয়ার জয় তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার। ২৩৭ রানে নেই ৮ উইকেট। ইংল্যান্ডের শেষ ভরসা তখন লেজের দিকের ব্যাটাররা। অষ্টম উইকেটে জ্যাক লিচকে নিয়ে স্টুয়ার্ট ব্রড ৫২ বল খেলে আবারও লড়াই জমিয়ে তোলেন। শেষ দিকে লিচ আউট হলেও হাল ছাড়েননি ব্রড-অ্যান্ডারসন। শেষ পর্যন্ত এই দুজন টেস্ট বাঁচিয়েই মাঠ ছাড়েন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
৪১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
৩ ঘণ্টা আগে