ক্রীড়া ডেস্ক

ধর তক্তা মার পেরেক—বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে গত রাতে রোমারিও শেফার্ডের খেলার ধরন ছিল এমনই। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসের বোলাররা পুরো এলোমেলো হয়ে যান। চেন্নাইয়ের বোলারদের পিটিয়ে আইপিএলে গড়লেন রেকর্ড ফিফটি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যখন ২ বল বাকি, ফিফটি করতে শেফার্ডের দরকার ৯ রান। ক্যারিবীয় এই ব্যাটার তখন মাথিসা পাতিরানাকে মেরেছেন বিশাল দুই ছক্কা। ১৪ বলে ফিফটি করে আইপিএলের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন শেফার্ড। তাঁর সমান ১৪ বলে ফিফটির কীর্তি রয়েছে লোকেশ রাহুল ও প্যাট কামিন্সের। চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের রুদ্ধশ্বাস জয়ে ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন শেফার্ড। ১৪ বলে ৬ ছক্কা ও ৪ চারে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। কোন মন্ত্রে উজ্জীবিত হয়ে এমন ব্যাটিং করেছেন, সে ব্যাপারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যারিবীয় এই ব্যাটার বলেন, ‘তাদের ঠান্ডা মাথায় খুন করা।’
শেফার্ড যখন ব্যাটিংয়ে নামেন, তখন বেঙ্গালুরুর ইনিংসের ১৪ বল বাকি। তাদের স্কোর ৫ উইকেটে ১৫৭ রান। সেখান থেকে ১৯০-২০০ রানও অসম্ভব মনে হচ্ছিল। তবে শেফার্ডের অমন দানবীয় ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান করে বেঙ্গালুরু। তাঁর সঙ্গী টিম ডেভিড এক প্রান্তে দাঁড়িয়ে দেখেছেন তাণ্ডব। ঝোড়ো ব্যাটিং নিয়ে শেফার্ড বলেন, ‘স্কোর নিয়ে ভাবছিলাম না। প্রতিটি বল নিয়ে ভেবেছি এবং সব বলেই চার-ছক্কা মারতে চেয়েছিলাম। যখন আমি গেলাম, টিমি (ডেভিড) বলল রিল্যাক্স থেকে চেষ্টা করতে। আমি তাই করেছি। আমার কাছে আজ (গত রাতে) সুযোগ ছিল। দীর্ঘ সময় অপেক্ষার পর ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দলের স্কোর ভালো পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলাম।’
ব্যাটিংয়ে তাণ্ডব চালানো শেফার্ড এক ওভার বোলিং করে দিয়েছেন ১৮ রান। কোনো উইকেট পাননি। চেন্নাইয়ের তরুণ ব্যাটার ২ ছক্কা ও ১ চার মেরেছেন শেফার্ডের ওভারে। বোলিং খারাপ হলেও সেটা নিয়ে খুব একটা আফসোস নেই শেফার্ডের। ৩০ বছর বয়সী ক্যারিবীয় এই ক্রিকেটার বলেন, ‘যেভাবে সুইং করি, সেখান থেকেই আসে শক্তি। টিমি আমাকে ব্যাটটা ঠিকমতো ধরতে বলল এবং বল দেখে সুইং করতে বলেছে। আর বোলিং নিয়ে ধুঁকেছি। আজ বোলিংয়ে বাজে এক দিন গেছে। তবে দল ভালো খেলেছে এবং জিতেছে।’
আইপিএলের ইতিহাসে দ্রুততম ১৩ বলে ফিফটির রেকর্ড যশস্বী জয়সওয়ালের। ২০২৩-এর মে মাসে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন জয়সওয়াল। তখন তিনি খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। রাহুল ও কামিন্সের রেকর্ড হয়েছে ২০১৮ ও ২০২২ সালে। তবে কাল শেফার্ড চাইলে জয়সওয়ালের রেকর্ডটা ভাঙতে পারতেন। ১৯তম ওভারের পঞ্চম বলে খলিল আহমেদের ইয়র্কার লেংথের বল মিস করেছেন শেফার্ড। আর শেষ ওভারের তৃতীয় বলে পাথিরানাকে লেগ সাইডে ঘোরাতে চেয়েও ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি শেফার্ড।

ধর তক্তা মার পেরেক—বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে গত রাতে রোমারিও শেফার্ডের খেলার ধরন ছিল এমনই। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসের বোলাররা পুরো এলোমেলো হয়ে যান। চেন্নাইয়ের বোলারদের পিটিয়ে আইপিএলে গড়লেন রেকর্ড ফিফটি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যখন ২ বল বাকি, ফিফটি করতে শেফার্ডের দরকার ৯ রান। ক্যারিবীয় এই ব্যাটার তখন মাথিসা পাতিরানাকে মেরেছেন বিশাল দুই ছক্কা। ১৪ বলে ফিফটি করে আইপিএলের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন শেফার্ড। তাঁর সমান ১৪ বলে ফিফটির কীর্তি রয়েছে লোকেশ রাহুল ও প্যাট কামিন্সের। চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের রুদ্ধশ্বাস জয়ে ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন শেফার্ড। ১৪ বলে ৬ ছক্কা ও ৪ চারে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। কোন মন্ত্রে উজ্জীবিত হয়ে এমন ব্যাটিং করেছেন, সে ব্যাপারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যারিবীয় এই ব্যাটার বলেন, ‘তাদের ঠান্ডা মাথায় খুন করা।’
শেফার্ড যখন ব্যাটিংয়ে নামেন, তখন বেঙ্গালুরুর ইনিংসের ১৪ বল বাকি। তাদের স্কোর ৫ উইকেটে ১৫৭ রান। সেখান থেকে ১৯০-২০০ রানও অসম্ভব মনে হচ্ছিল। তবে শেফার্ডের অমন দানবীয় ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান করে বেঙ্গালুরু। তাঁর সঙ্গী টিম ডেভিড এক প্রান্তে দাঁড়িয়ে দেখেছেন তাণ্ডব। ঝোড়ো ব্যাটিং নিয়ে শেফার্ড বলেন, ‘স্কোর নিয়ে ভাবছিলাম না। প্রতিটি বল নিয়ে ভেবেছি এবং সব বলেই চার-ছক্কা মারতে চেয়েছিলাম। যখন আমি গেলাম, টিমি (ডেভিড) বলল রিল্যাক্স থেকে চেষ্টা করতে। আমি তাই করেছি। আমার কাছে আজ (গত রাতে) সুযোগ ছিল। দীর্ঘ সময় অপেক্ষার পর ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দলের স্কোর ভালো পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলাম।’
ব্যাটিংয়ে তাণ্ডব চালানো শেফার্ড এক ওভার বোলিং করে দিয়েছেন ১৮ রান। কোনো উইকেট পাননি। চেন্নাইয়ের তরুণ ব্যাটার ২ ছক্কা ও ১ চার মেরেছেন শেফার্ডের ওভারে। বোলিং খারাপ হলেও সেটা নিয়ে খুব একটা আফসোস নেই শেফার্ডের। ৩০ বছর বয়সী ক্যারিবীয় এই ক্রিকেটার বলেন, ‘যেভাবে সুইং করি, সেখান থেকেই আসে শক্তি। টিমি আমাকে ব্যাটটা ঠিকমতো ধরতে বলল এবং বল দেখে সুইং করতে বলেছে। আর বোলিং নিয়ে ধুঁকেছি। আজ বোলিংয়ে বাজে এক দিন গেছে। তবে দল ভালো খেলেছে এবং জিতেছে।’
আইপিএলের ইতিহাসে দ্রুততম ১৩ বলে ফিফটির রেকর্ড যশস্বী জয়সওয়ালের। ২০২৩-এর মে মাসে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন জয়সওয়াল। তখন তিনি খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। রাহুল ও কামিন্সের রেকর্ড হয়েছে ২০১৮ ও ২০২২ সালে। তবে কাল শেফার্ড চাইলে জয়সওয়ালের রেকর্ডটা ভাঙতে পারতেন। ১৯তম ওভারের পঞ্চম বলে খলিল আহমেদের ইয়র্কার লেংথের বল মিস করেছেন শেফার্ড। আর শেষ ওভারের তৃতীয় বলে পাথিরানাকে লেগ সাইডে ঘোরাতে চেয়েও ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি শেফার্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে