
রাহুল দ্রাবিড় কি গতকাল ‘টাইম মেশিনে’ চড়ে ১৭ বছর আগে ফিরে গিয়েছিলেন? হয়তোবা হ্যাঁ, হয়তোবা না। সে যা-ই হোক, বার্বাডোজের কেনসিংটন ওভালে ‘ইতিহাসের পুনরাবৃত্তি’ প্রায় হয়েই গিয়েছিল দ্রাবিড়ের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছেন দ্রাবিড়রা।
ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতের গ্রুপে ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও বারমুডা। এমন গ্রুপ পেয়েও ভারত ছিটকে যায় গ্রুপ পর্বেই। একমাত্র জয় ভারত পেয়েছিল বারমুডার বিপক্ষে। সেই বিশ্বকাপে বাংলাদেশের ‘ভারতবধ’কে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অঘটন হিসেবে ধরা হয়। ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজে যে দুঃখে দ্রাবিড় পুড়েছিলেন তখন, ১৭ বছর পর কোচ হিসেবে এবার সেই দুঃখ ঘোচালেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত রাতে বার্বাডোজের ফাইনালে ভারতের হার ছিল সময়ের ব্যাপার মাত্র। শেষ ৪ ওভারে হাতে ৬ উইকেট নিয়ে ২৬ রান দরকার ছিল প্রোটিয়াদের। ব্যাটিংয়ে ছিলেন হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের মতো দুই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ। এখান থেকেই একের পর এক উইকেট নিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন হয় ভারতের। মাঠে ক্রিকেটারদের উদ্যাপনের সঙ্গে ডাগআউটেও উল্লাস করতে দেখা যায় দ্রাবিড়কে। শেষ পর্যন্ত ভারত ৭ রানে জিতলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তা থেকে শুরু করে বিরাট কোহলি, রোহিত শর্মা—সবার সঙ্গেই ছবি তুলেছেন দ্রাবিড়। ভারতের পতাকা গায়ে জড়িয়ে মাঠ প্রদক্ষিণ করেন বিশ্বকাপজয়ী কোচ। ১১ বছরের আইসিসি শিরোপা ঘোচানোর পর দ্রাবিড়কে আকাশে ছুড়ে উদ্যাপন করেন কোহলি, রোহিত, ঋষভ পন্তরা।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। তখনই ভারতের সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব ওঠে রোহিতের কাঁধে। খুব দ্রুতই তিনি হয়ে উঠেছেন সব সংস্করণের অধিনায়ক। ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ—দুবার ভারতের স্বপ্নভঙ্গের সাক্ষী হয়েছেন রোহিত-দ্রাবিড় জুটি, যার মধ্যে আহমেদাবাদের ফাইনাল হারের ‘ভূত’ তাড়া করছিল সাত মাস ধরে। বার্বাডোজে কাল সব অপূর্ণতা রূপ নিয়েছে পূর্ণতায়। দ্রাবিড়কে নিয়ে রোহিত বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের জন্য তিনি (দ্রাবিড়) গত ২০-২৫ বছর যা করেছেন, একমাত্র এটাই বাকি ছিল। পুরো দলের পক্ষ থেকে আমি খুশি যে তার জন্য এমন কিছু উপহার দিতে পেরে।’ ভারতের প্রধান কোচ হিসেবে শেষটা একদম মনে রাখার মতোই হয়েছে দ্রাবিড়ের। কারণ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তিনি ঘোষণা দিয়েছিলেন, এবারই তাঁর শেষ।

রাহুল দ্রাবিড় কি গতকাল ‘টাইম মেশিনে’ চড়ে ১৭ বছর আগে ফিরে গিয়েছিলেন? হয়তোবা হ্যাঁ, হয়তোবা না। সে যা-ই হোক, বার্বাডোজের কেনসিংটন ওভালে ‘ইতিহাসের পুনরাবৃত্তি’ প্রায় হয়েই গিয়েছিল দ্রাবিড়ের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছেন দ্রাবিড়রা।
ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতের গ্রুপে ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও বারমুডা। এমন গ্রুপ পেয়েও ভারত ছিটকে যায় গ্রুপ পর্বেই। একমাত্র জয় ভারত পেয়েছিল বারমুডার বিপক্ষে। সেই বিশ্বকাপে বাংলাদেশের ‘ভারতবধ’কে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অঘটন হিসেবে ধরা হয়। ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজে যে দুঃখে দ্রাবিড় পুড়েছিলেন তখন, ১৭ বছর পর কোচ হিসেবে এবার সেই দুঃখ ঘোচালেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত রাতে বার্বাডোজের ফাইনালে ভারতের হার ছিল সময়ের ব্যাপার মাত্র। শেষ ৪ ওভারে হাতে ৬ উইকেট নিয়ে ২৬ রান দরকার ছিল প্রোটিয়াদের। ব্যাটিংয়ে ছিলেন হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের মতো দুই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ। এখান থেকেই একের পর এক উইকেট নিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন হয় ভারতের। মাঠে ক্রিকেটারদের উদ্যাপনের সঙ্গে ডাগআউটেও উল্লাস করতে দেখা যায় দ্রাবিড়কে। শেষ পর্যন্ত ভারত ৭ রানে জিতলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তা থেকে শুরু করে বিরাট কোহলি, রোহিত শর্মা—সবার সঙ্গেই ছবি তুলেছেন দ্রাবিড়। ভারতের পতাকা গায়ে জড়িয়ে মাঠ প্রদক্ষিণ করেন বিশ্বকাপজয়ী কোচ। ১১ বছরের আইসিসি শিরোপা ঘোচানোর পর দ্রাবিড়কে আকাশে ছুড়ে উদ্যাপন করেন কোহলি, রোহিত, ঋষভ পন্তরা।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। তখনই ভারতের সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব ওঠে রোহিতের কাঁধে। খুব দ্রুতই তিনি হয়ে উঠেছেন সব সংস্করণের অধিনায়ক। ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ—দুবার ভারতের স্বপ্নভঙ্গের সাক্ষী হয়েছেন রোহিত-দ্রাবিড় জুটি, যার মধ্যে আহমেদাবাদের ফাইনাল হারের ‘ভূত’ তাড়া করছিল সাত মাস ধরে। বার্বাডোজে কাল সব অপূর্ণতা রূপ নিয়েছে পূর্ণতায়। দ্রাবিড়কে নিয়ে রোহিত বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের জন্য তিনি (দ্রাবিড়) গত ২০-২৫ বছর যা করেছেন, একমাত্র এটাই বাকি ছিল। পুরো দলের পক্ষ থেকে আমি খুশি যে তার জন্য এমন কিছু উপহার দিতে পেরে।’ ভারতের প্রধান কোচ হিসেবে শেষটা একদম মনে রাখার মতোই হয়েছে দ্রাবিড়ের। কারণ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তিনি ঘোষণা দিয়েছিলেন, এবারই তাঁর শেষ।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে