রাহুল দ্রাবিড় কি গতকাল ‘টাইম মেশিনে’ চড়ে ১৭ বছর আগে ফিরে গিয়েছিলেন? হয়তোবা হ্যাঁ, হয়তোবা না। সে যা-ই হোক, বার্বাডোজের কেনসিংটন ওভালে ‘ইতিহাসের পুনরাবৃত্তি’ প্রায় হয়েই গিয়েছিল দ্রাবিড়ের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছেন দ্রাবিড়রা।
ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতের গ্রুপে ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও বারমুডা। এমন গ্রুপ পেয়েও ভারত ছিটকে যায় গ্রুপ পর্বেই। একমাত্র জয় ভারত পেয়েছিল বারমুডার বিপক্ষে। সেই বিশ্বকাপে বাংলাদেশের ‘ভারতবধ’কে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অঘটন হিসেবে ধরা হয়। ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজে যে দুঃখে দ্রাবিড় পুড়েছিলেন তখন, ১৭ বছর পর কোচ হিসেবে এবার সেই দুঃখ ঘোচালেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত রাতে বার্বাডোজের ফাইনালে ভারতের হার ছিল সময়ের ব্যাপার মাত্র। শেষ ৪ ওভারে হাতে ৬ উইকেট নিয়ে ২৬ রান দরকার ছিল প্রোটিয়াদের। ব্যাটিংয়ে ছিলেন হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের মতো দুই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ। এখান থেকেই একের পর এক উইকেট নিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন হয় ভারতের। মাঠে ক্রিকেটারদের উদ্যাপনের সঙ্গে ডাগআউটেও উল্লাস করতে দেখা যায় দ্রাবিড়কে। শেষ পর্যন্ত ভারত ৭ রানে জিতলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তা থেকে শুরু করে বিরাট কোহলি, রোহিত শর্মা—সবার সঙ্গেই ছবি তুলেছেন দ্রাবিড়। ভারতের পতাকা গায়ে জড়িয়ে মাঠ প্রদক্ষিণ করেন বিশ্বকাপজয়ী কোচ। ১১ বছরের আইসিসি শিরোপা ঘোচানোর পর দ্রাবিড়কে আকাশে ছুড়ে উদ্যাপন করেন কোহলি, রোহিত, ঋষভ পন্তরা।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। তখনই ভারতের সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব ওঠে রোহিতের কাঁধে। খুব দ্রুতই তিনি হয়ে উঠেছেন সব সংস্করণের অধিনায়ক। ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ—দুবার ভারতের স্বপ্নভঙ্গের সাক্ষী হয়েছেন রোহিত-দ্রাবিড় জুটি, যার মধ্যে আহমেদাবাদের ফাইনাল হারের ‘ভূত’ তাড়া করছিল সাত মাস ধরে। বার্বাডোজে কাল সব অপূর্ণতা রূপ নিয়েছে পূর্ণতায়। দ্রাবিড়কে নিয়ে রোহিত বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের জন্য তিনি (দ্রাবিড়) গত ২০-২৫ বছর যা করেছেন, একমাত্র এটাই বাকি ছিল। পুরো দলের পক্ষ থেকে আমি খুশি যে তার জন্য এমন কিছু উপহার দিতে পেরে।’ ভারতের প্রধান কোচ হিসেবে শেষটা একদম মনে রাখার মতোই হয়েছে দ্রাবিড়ের। কারণ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তিনি ঘোষণা দিয়েছিলেন, এবারই তাঁর শেষ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
৩৯ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
৩ ঘণ্টা আগে