Ajker Patrika

জিম্বাবুয়েতে গিয়ে সেঞ্চুরি করলেও কোহলির খুব একটা লাভ হবে না

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৩: ৫৩
জিম্বাবুয়েতে গিয়ে সেঞ্চুরি করলেও কোহলির খুব একটা লাভ হবে না

ব্যাট হাতে দীর্ঘদিন ধরেই নিজের ছায়া হয়ে আছেন বিরাট কোহলি। ক্যারিয়ারের চরম দুঃসময় পার করছেন সাবেক ভারতীয় অধিনায়ক। শোনা যাচ্ছে, ছন্দে ফেরাতে কোহলিকে দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে পাঠানো হতে পারে। শেষ পর্যন্ত যদি তা-ই হয় এবং কোহলি যদি সেখানে সেঞ্চুরিও করেন, তবু তাঁর খুব একটা লাভ হবে না বলে মন্তব্য করেছেন সাবেক কিউই অলরাউন্ডার স্কট স্টাইরিস। 

গত বুধবার সাবেক ভারতীয় ক্রিকেটার প্রজ্ঞান ওঝা জানিয়েছিলেন, আর বিশ্রাম নেবেন না কোহলি। সামনে সব সিরিজেই খেলবেন তিনি। তাঁর এই কথার পর জিম্বাবুয়ে সফরে কোহলির খেলার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। কিন্তু স্টাইরিস মনে করেন, আরও কিছুদিন বিশ্রাম নেওয়া কোহলির জন্য ভালো হবে।

স্টাইরিস বলেছেন, ‘আমার মনে হয়, কোহলির আরও কিছুদিন ক্রিকেট থেকে দূরে থকাই ভালো। জিম্বাবুয়ে সফরে গেলেও তার খুব বেশি লাভ হবে না। ওখানে হয়তো সস্তা একটা সেঞ্চুরি করবে কোহলি। হারানো আত্মবিশ্বাসের কিছুটা ফিরে আসবে। কিন্তু তাতেও ওর আশপাশের পরিস্থিতি পাল্টে যাবে না। তবে এখনো আমি মনে করি ভারতের সাফল্যে কোহলির অবদান থাকবেই।’

স্টাইরিস কথা বলেছেন ভারতের দল নির্বাচন নিয়েও। তিনি বলেছেন, ‘একটা দল বানাতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়। শুধু সেরা খেলোয়াড়দের বেছে নিলেই হয় না। বিশ্বকাপের আগে কোহলির ফর্মে ফিরে আসা খুবই গুরুত্বপূর্ণ।  ক্রিকেট থেকে লম্বা বিরতি নিয়ে আরও সতেজ হয়ে কোহলির ফিরে আসা দরকার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোচ রাহুল দ্রাবিড়ের নিশ্চয়ই কিছু পরিকল্পনা রয়েছে। সেভাবে কাজ করতে গেলে শতভাগ প্রস্তুতি থাকা দরকার প্রত্যেক খেলোয়াড়ের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

আজকের রাশিফল: প্রেমে ‘পজেসিভ’ হলে বিবাদ বাড়বে, মোবাইল-মানিব্যাগ সাবধান

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

সিলেটের সকালটা আজ অন্যরকম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত