ক্রীড়া ডেস্ক

তারকা ক্রিকেটারদের জ্বালা-যন্ত্রণার শেষ নেই। বাজে পারফরম্যান্সে সমালোচনা তো সহ্য করতেই হয়। এমনকি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেই দায়ভারও পড়ে তাঁর ওপর। বিরাট কোহলির এখন হচ্ছে এই অবস্থা। এক সমাজকর্মীর চোখে ‘ভিলেনে’ পরিণত হয়েছেন ভারতীয় এই তারকা ক্রিকেটার।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় কোহলিকে দায়ী করেছেন এইচএম ভেঙ্কটেশ নামে এক সমাজকর্মী। ভেঙ্কটেশ তাঁর অভিযোগপত্রে বলেন, ‘রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি। সে এসব কাজকর্মে জড়িত। একটা নির্দিষ্ট জায়গায় সবাইকে জড়ো করতে তিনি প্ররোচিত করেছেন। যার ফলে এই ট্র্যাজেডি ঘটেছে। দয়া করে বিরাট কোহলি ও তার দলের সদস্যদের আসামি করুন এই এফআইআরে। দ্রুত পদক্ষেপ নিন।’ তিনি তাঁর অভিযোগে আইপিএলকে জুয়ার খেলা বলেছেন। আইপিএলের কারণে ক্রিকেট কলুষিত হচ্ছে বলে দাবি ভেঙ্কটেশের।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সূত্রের বরাতে পুলিশ জানিয়েছে, কোহলি সংক্রান্ত এখন পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি। তবে সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে পুলিশ বলেছে, কোহলির বিরুদ্ধে ভেঙ্কটেশের অভিযোগ বিবেচনা করা হবে। এই ঘটনায় যে তদন্ত কাজ চলছে, সেটার অংশ হিসেবে ভারতীয় তারকা ব্যাটারের ব্যাপারটা পর্যালোচনা করা হবে। বেঙ্গালুরু ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাদের ইভেন্ট পার্টনার ডিএনএ এন্টারটেইনমেন্ট ও কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) বিরুদ্ধে বেঙ্গালুরু পুলিশ এফআইআর করেছে।
কোহলিদের প্রথম আইপিএল শিরোপার উদযাপন করা হয়েছে ৪ জুন। বেঙ্গালুরুর বিধান সৌধ থেকে ‘ভিক্টরি প্যারেড’ করেই ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছেছেন বিরাট কোহলি, রজত পাতিদার, ক্রুনাল পান্ডিয়ারা। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, সেদিন বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসব অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। বেঙ্গালুরু পুলিশ যে ফ্র্যাঞ্চাইজি, ইভেন্ট পার্টনার ও কেএসসিএ’র বিরুদ্ধে এফআইআর করেছে, সেখানে বলা হয়েছে, ‘৪ জুন সকালে সামাজিক মাধ্যমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের বিজয় মিছিল ও চিন্নস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয়। দর্শকেরা স্টেডিয়ামে ফ্রিতে ঢুকতে পারবেন বলে জানানো হয়েছিল দেখানে। এমন ঘোষণার পর লাখ লাখ মানুষ চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে জড়ো হতে শুরু করেন। স্থানীয় সময় বেলা ৩টা ১০ মিনিটে চিন্নস্বামী স্টেডিয়ামের গেট খোলার পরই বিশৃঙ্খলা তৈরি হয়। অতিরিক্ত ভিড়ে ধাক্কাধাক্কি, হুড়োহুড়িতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।’
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৩ জুন রাতে যে জিতত, সে-ই হতো প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে বেঙ্গালুরু। চতুর্থবার ফাইনালে উঠে বেঙ্গালুরু কাটাল শিরোপাখরা। ম্যাচ শেষে আহমেদাবাদের স্টেডিয়াম হয়ে ওঠে কোহলিময়। সবার মুখে মুখেই তখন ভারতীয় তারকা ক্রিকেটারের নাম। অন্যদিকে পাঞ্জাব ২০১৪ সালের পর ফাইনালে উঠেও রানার্সআপ হয়েই থাকতে হলো।

তারকা ক্রিকেটারদের জ্বালা-যন্ত্রণার শেষ নেই। বাজে পারফরম্যান্সে সমালোচনা তো সহ্য করতেই হয়। এমনকি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেই দায়ভারও পড়ে তাঁর ওপর। বিরাট কোহলির এখন হচ্ছে এই অবস্থা। এক সমাজকর্মীর চোখে ‘ভিলেনে’ পরিণত হয়েছেন ভারতীয় এই তারকা ক্রিকেটার।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় কোহলিকে দায়ী করেছেন এইচএম ভেঙ্কটেশ নামে এক সমাজকর্মী। ভেঙ্কটেশ তাঁর অভিযোগপত্রে বলেন, ‘রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি। সে এসব কাজকর্মে জড়িত। একটা নির্দিষ্ট জায়গায় সবাইকে জড়ো করতে তিনি প্ররোচিত করেছেন। যার ফলে এই ট্র্যাজেডি ঘটেছে। দয়া করে বিরাট কোহলি ও তার দলের সদস্যদের আসামি করুন এই এফআইআরে। দ্রুত পদক্ষেপ নিন।’ তিনি তাঁর অভিযোগে আইপিএলকে জুয়ার খেলা বলেছেন। আইপিএলের কারণে ক্রিকেট কলুষিত হচ্ছে বলে দাবি ভেঙ্কটেশের।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সূত্রের বরাতে পুলিশ জানিয়েছে, কোহলি সংক্রান্ত এখন পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি। তবে সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে পুলিশ বলেছে, কোহলির বিরুদ্ধে ভেঙ্কটেশের অভিযোগ বিবেচনা করা হবে। এই ঘটনায় যে তদন্ত কাজ চলছে, সেটার অংশ হিসেবে ভারতীয় তারকা ব্যাটারের ব্যাপারটা পর্যালোচনা করা হবে। বেঙ্গালুরু ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাদের ইভেন্ট পার্টনার ডিএনএ এন্টারটেইনমেন্ট ও কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) বিরুদ্ধে বেঙ্গালুরু পুলিশ এফআইআর করেছে।
কোহলিদের প্রথম আইপিএল শিরোপার উদযাপন করা হয়েছে ৪ জুন। বেঙ্গালুরুর বিধান সৌধ থেকে ‘ভিক্টরি প্যারেড’ করেই ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছেছেন বিরাট কোহলি, রজত পাতিদার, ক্রুনাল পান্ডিয়ারা। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, সেদিন বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসব অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। বেঙ্গালুরু পুলিশ যে ফ্র্যাঞ্চাইজি, ইভেন্ট পার্টনার ও কেএসসিএ’র বিরুদ্ধে এফআইআর করেছে, সেখানে বলা হয়েছে, ‘৪ জুন সকালে সামাজিক মাধ্যমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের বিজয় মিছিল ও চিন্নস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয়। দর্শকেরা স্টেডিয়ামে ফ্রিতে ঢুকতে পারবেন বলে জানানো হয়েছিল দেখানে। এমন ঘোষণার পর লাখ লাখ মানুষ চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে জড়ো হতে শুরু করেন। স্থানীয় সময় বেলা ৩টা ১০ মিনিটে চিন্নস্বামী স্টেডিয়ামের গেট খোলার পরই বিশৃঙ্খলা তৈরি হয়। অতিরিক্ত ভিড়ে ধাক্কাধাক্কি, হুড়োহুড়িতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।’
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৩ জুন রাতে যে জিতত, সে-ই হতো প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে বেঙ্গালুরু। চতুর্থবার ফাইনালে উঠে বেঙ্গালুরু কাটাল শিরোপাখরা। ম্যাচ শেষে আহমেদাবাদের স্টেডিয়াম হয়ে ওঠে কোহলিময়। সবার মুখে মুখেই তখন ভারতীয় তারকা ক্রিকেটারের নাম। অন্যদিকে পাঞ্জাব ২০১৪ সালের পর ফাইনালে উঠেও রানার্সআপ হয়েই থাকতে হলো।

ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২১ মিনিট আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
১ ঘণ্টা আগে
বিপিএলের শেষভাগে এসে বিদেশি ক্রিকেটার উড়িয়ে নিয়ে আসা একেবারে নতুন কিছু নয়। বিশেষ করে প্লে-অফ পর্ব উতড়ে কীভাবে শিরোপা জেতা যায়, সেই লক্ষ্যে তারকা বিদেশি দলে ভেড়ানোর চেষ্টা করে ফ্র্যাঞ্চাইজিগুলো।
১ ঘণ্টা আগে
ভারতের বিপক্ষে গতকাল বুলাওয়েতে জয়ের দারুণ সুবাস পাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হাতে ৮ উইকেট নিয়ে ৭০ বলে ৭৫ রানের সমীকরণ মেলানো তেমন একটা কঠিন কাজ নয়। কিন্তু ক্রিকেটকে কেন গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, সেটা আরও একবার প্রমাণ হয়েছে।
২ ঘণ্টা আগে