নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, ম্যাচের প্রথম ১০-১৫ ওভার ব্যাটিং করা বেশ কঠিনই হবে। কিন্তু কঠিন ওই ১০-১৫ ওভার বাংলাদেশের গতিপথই ঠিক করে দিল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতে ভুল করেননি আফগানিস্তানের অধিনায়ক শাহিদি।
বাংলাদেশ ১৩ ওভারের মধ্যেই তিন টপ অর্ডারকে হারায়। মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতার ম্যাচে তাওহীদ হৃদয়ের ফিফটির সৌজন্যে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ডিএল মেথডে আফগানিস্তান ১৭ রানে জিতেই গেল। তাওহীদ হৃদয় মনে করছেন, এখান থেকে বাংলাদেশ কামব্যাক করতে পারবে। সিরিজ জেতারও সুযোগ আছে বলেও বিশ্বাস তাঁর।
ম্যাচ শেষে ভগ্ন চেহারায় সংবাদ সম্মেলনে আসনে বসলেন হৃদয়। হারের পর স্বাভাবিকভাবে শরীরিভাষা যেমনটা হওয়ার কথা ছিল। তবে হারের জন্য কোনো ‘যদি-কিন্তু’ খুঁজলেন না তিনি। ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন, ‘উইকেট অতটা কঠিন ছিল না। উইকেট কিছুটা ধীর গতির ছিল। বাউন্স দুই রকমের ছিল। আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতাম, তাহলো হয়তো খেলার দৃশ্যটা পরিবর্তন হত। সব মিলিয়ে আমাদের আজকে ব্যাটিংটা ভালো হয়নি।’
গত বছর ফেব্রুয়ারিতে আফগানদের বিপক্ষে চট্টগ্রামেই প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ৪৫ রানেই ৬ উইকেট হারিয়েছিল স্বাগতিকেরা। কিন্তু সেখান থেকে ১৭৪ রানের অসাধারণ এক জুটিতে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন।
আগের সিরিজের মতো লোয়ার আর্ডারে আজও এমন একটি জুটি অনুভব করেছিলেন হৃদয়, ‘গত সিরিজে মিরিজ ভাই ও আফিফ দুজনেই প্রথম ম্যাচটা শেষ করেছিল। আমাদের বিশ্বাস ছিল, আজও লোয়ার অর্ডার থেকে একটা ভালো জুটি হবে। কিন্তু ওই জায়গাটায় আজকে হয়নি। আশা করি সামনে এমন পরিস্থিতি আবার এলে, এখান থেকে ভালো কিছু হবে, ইনশাআল্লাহ।’
প্রথম ওয়ানডে হারল বাংলাদেশ। তবে হৃদয়ের বিশ্বাস এখন থেকে কামব্যাক করবেন তাঁরা, ‘ইনশাআল্লাহ, আমরা এখান থেকে খুব ভালোভাবে কামব্যাক করব। আমি মনে করি, এখানে যে ছোট ছোট ভুলগুলো করেছি আমরা, সেগুলো যথাসম্ভব কাটিয়ে উঠলে, এখান থেকে সিরিজ জেতা সম্ভব। যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি। আমরা অনেকেই আজকে সেরাটা দিতে পারিনি। যদি ২-৩ জনে ভালো অবদান রাখতে পারি, তাহলে এখান থেকে কামব্যাক করতে পারব।’

সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, ম্যাচের প্রথম ১০-১৫ ওভার ব্যাটিং করা বেশ কঠিনই হবে। কিন্তু কঠিন ওই ১০-১৫ ওভার বাংলাদেশের গতিপথই ঠিক করে দিল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতে ভুল করেননি আফগানিস্তানের অধিনায়ক শাহিদি।
বাংলাদেশ ১৩ ওভারের মধ্যেই তিন টপ অর্ডারকে হারায়। মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতার ম্যাচে তাওহীদ হৃদয়ের ফিফটির সৌজন্যে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ডিএল মেথডে আফগানিস্তান ১৭ রানে জিতেই গেল। তাওহীদ হৃদয় মনে করছেন, এখান থেকে বাংলাদেশ কামব্যাক করতে পারবে। সিরিজ জেতারও সুযোগ আছে বলেও বিশ্বাস তাঁর।
ম্যাচ শেষে ভগ্ন চেহারায় সংবাদ সম্মেলনে আসনে বসলেন হৃদয়। হারের পর স্বাভাবিকভাবে শরীরিভাষা যেমনটা হওয়ার কথা ছিল। তবে হারের জন্য কোনো ‘যদি-কিন্তু’ খুঁজলেন না তিনি। ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন, ‘উইকেট অতটা কঠিন ছিল না। উইকেট কিছুটা ধীর গতির ছিল। বাউন্স দুই রকমের ছিল। আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতাম, তাহলো হয়তো খেলার দৃশ্যটা পরিবর্তন হত। সব মিলিয়ে আমাদের আজকে ব্যাটিংটা ভালো হয়নি।’
গত বছর ফেব্রুয়ারিতে আফগানদের বিপক্ষে চট্টগ্রামেই প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ৪৫ রানেই ৬ উইকেট হারিয়েছিল স্বাগতিকেরা। কিন্তু সেখান থেকে ১৭৪ রানের অসাধারণ এক জুটিতে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন।
আগের সিরিজের মতো লোয়ার আর্ডারে আজও এমন একটি জুটি অনুভব করেছিলেন হৃদয়, ‘গত সিরিজে মিরিজ ভাই ও আফিফ দুজনেই প্রথম ম্যাচটা শেষ করেছিল। আমাদের বিশ্বাস ছিল, আজও লোয়ার অর্ডার থেকে একটা ভালো জুটি হবে। কিন্তু ওই জায়গাটায় আজকে হয়নি। আশা করি সামনে এমন পরিস্থিতি আবার এলে, এখান থেকে ভালো কিছু হবে, ইনশাআল্লাহ।’
প্রথম ওয়ানডে হারল বাংলাদেশ। তবে হৃদয়ের বিশ্বাস এখন থেকে কামব্যাক করবেন তাঁরা, ‘ইনশাআল্লাহ, আমরা এখান থেকে খুব ভালোভাবে কামব্যাক করব। আমি মনে করি, এখানে যে ছোট ছোট ভুলগুলো করেছি আমরা, সেগুলো যথাসম্ভব কাটিয়ে উঠলে, এখান থেকে সিরিজ জেতা সম্ভব। যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি। আমরা অনেকেই আজকে সেরাটা দিতে পারিনি। যদি ২-৩ জনে ভালো অবদান রাখতে পারি, তাহলে এখান থেকে কামব্যাক করতে পারব।’

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৯ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৯ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১০ ঘণ্টা আগে