
সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, ম্যাচের প্রথম ১০-১৫ ওভার ব্যাটিং করা বেশ কঠিনই হবে। কিন্তু কঠিন ওই ১০-১৫ ওভার বাংলাদেশের গতিপথই ঠিক করে দিল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতে ভুল করেননি আফগানিস্তানের অধিনায়ক শাহিদি।
বাংলাদেশ ১৩ ওভারের মধ্যেই তিন টপ অর্ডারকে হারায়। মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতার ম্যাচে তাওহীদ হৃদয়ের ফিফটির সৌজন্যে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ডিএল মেথডে আফগানিস্তান ১৭ রানে জিতেই গেল। তাওহীদ হৃদয় মনে করছেন, এখান থেকে বাংলাদেশ কামব্যাক করতে পারবে। সিরিজ জেতারও সুযোগ আছে বলেও বিশ্বাস তাঁর।
ম্যাচ শেষে ভগ্ন চেহারায় সংবাদ সম্মেলনে আসনে বসলেন হৃদয়। হারের পর স্বাভাবিকভাবে শরীরিভাষা যেমনটা হওয়ার কথা ছিল। তবে হারের জন্য কোনো ‘যদি-কিন্তু’ খুঁজলেন না তিনি। ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন, ‘উইকেট অতটা কঠিন ছিল না। উইকেট কিছুটা ধীর গতির ছিল। বাউন্স দুই রকমের ছিল। আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতাম, তাহলো হয়তো খেলার দৃশ্যটা পরিবর্তন হত। সব মিলিয়ে আমাদের আজকে ব্যাটিংটা ভালো হয়নি।’
গত বছর ফেব্রুয়ারিতে আফগানদের বিপক্ষে চট্টগ্রামেই প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ৪৫ রানেই ৬ উইকেট হারিয়েছিল স্বাগতিকেরা। কিন্তু সেখান থেকে ১৭৪ রানের অসাধারণ এক জুটিতে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন।
আগের সিরিজের মতো লোয়ার আর্ডারে আজও এমন একটি জুটি অনুভব করেছিলেন হৃদয়, ‘গত সিরিজে মিরিজ ভাই ও আফিফ দুজনেই প্রথম ম্যাচটা শেষ করেছিল। আমাদের বিশ্বাস ছিল, আজও লোয়ার অর্ডার থেকে একটা ভালো জুটি হবে। কিন্তু ওই জায়গাটায় আজকে হয়নি। আশা করি সামনে এমন পরিস্থিতি আবার এলে, এখান থেকে ভালো কিছু হবে, ইনশাআল্লাহ।’
প্রথম ওয়ানডে হারল বাংলাদেশ। তবে হৃদয়ের বিশ্বাস এখন থেকে কামব্যাক করবেন তাঁরা, ‘ইনশাআল্লাহ, আমরা এখান থেকে খুব ভালোভাবে কামব্যাক করব। আমি মনে করি, এখানে যে ছোট ছোট ভুলগুলো করেছি আমরা, সেগুলো যথাসম্ভব কাটিয়ে উঠলে, এখান থেকে সিরিজ জেতা সম্ভব। যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি। আমরা অনেকেই আজকে সেরাটা দিতে পারিনি। যদি ২-৩ জনে ভালো অবদান রাখতে পারি, তাহলে এখান থেকে কামব্যাক করতে পারব।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
৪ মিনিট আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২৯ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে