
আইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
দেরিতে হলেও সেই ‘ব্যক্তিগত কারণ’টা জানা গেল এবার। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটি২০ চলাকালে নিষিদ্ধ মাদক সেবন করেছিলেন প্রোটিয়া এই পেসার। তবে এটি ছিল বিনোদনমূলক মাদক, পারফরম্যান্স বর্ধক কোনো ওষুধ নয়। এই তথ্য জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
এসএটি২০—তে রাবাদা খেলেন এমআই কেপটাউনের হয়ে। ডোপ টেস্টে ধরা পড়ার পর সাময়িকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাঁকে। যার কথা স্বীকার করেছেন রাবাদা। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে রাবাদা জানান, তিনি এখন ‘সাময়িক নিষেধাজ্ঞা’ ভোগ করছেন। তাঁর ভাষায়, ‘যেমনটি জানানো হয়েছে, আমি সম্প্রতি আইপিএলে অংশগ্রহণের পর ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে এসেছিলাম। বিনোদনমূলক মাদক গ্রহণের কারণে আমার নমুনায় নেতিবাচক ফল আসার জন্যই ফিরে যেতে হয়েছিল আমাকে।’
এই ঘটনার জন্য অনুশোচনাও করেন রাবাদা, ‘আমি যাদের হতাশ করেছি, তাদের সকলের কাছে আমি গভীরভাবে দুঃখিত। ক্রিকেট খেলার এই সুযোগকে আমি কখনোই হালকাভাবে নিই না। এটি আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়েও বড়। আমি সাময়িক নিষেধাজ্ঞায় আছি এবং আমি আবার ফেরার জন্য মুখিয়ে আছি।’
নিজের এই দুঃসময়ে যাদের পাশে পেয়েছেন, তাদের সবার কাছেই কৃতজ্ঞ রাবাদা, ‘এই সময়টা আমি একা পার করতে পারতাম না। আমার এজেন্ট, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং গুজরাট টাইটানসকে সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং আমার আইনি দলের কাছেও সঠিক দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞ।’
তবে বিনোদনমূলক মাদক নেওয়ার ঘটনা দিয়ে তাঁকে বিচার করলে সেটা ভুল হবে বলেও মনে করেন রাবাদা। তিনি বলেন, ‘আমি যেরকম, সেই আমিকে এই ঘটনা তুলে ধরে না। আমি বরাবরের মতো কঠোর পরিশ্রম করে যাব। নিষ্ঠা ও আবেগ নিয়েই আমি আমার খেলায় ফিরে আসব।’
সাময়িক নিষেধাজ্ঞা কবে শেষ হবে সেটা জানা যায়নি। রাবাদা অবশ্য ভারতে ফিরে এসেছেন। এতে বোঝা যাচ্ছে, শিগগিরই হয়তো খেলায় ফিরবেন তিনি। গত ২৯ মার্চের পর এখনো কোনো ম্যাচ খেলেননি ২৯ বছর বয়সী এই পেসার।

মিরপুর শেরেবাংলায় আগামীকাল ২০২৬ বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তাতে অন্যান্যবারের মতো ফাইনালের আগে উত্তাপ নেই বললেই চলে।
৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে