ক্রীড়া ডেস্ক

রানের বন্যা বইয়ে দিয়ে একের পর এক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—সব জায়গাতেই পাল্লা দিয়ে রান করেছেন বলে নামের পাশে জুড়ে গেছে ‘কিং কোহলি’ উপাধি। আইপিএলে আজ ভারতীয় এই ব্যাটারের সামনে রয়েছে নতুন রেকর্ডের হাতছানি।
আইপিএলে আজ লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত ৮টায় লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। কোহলি আজ ফিফটি করলেই এক ঢিলে দুই পাখি মারবেন। ৬৩ ফিফটি করে আইপিএলে সর্বোচ্চ ফিফটির রেকর্ডটি হয়ে যাবে তাঁর। বর্তমানে ৬২ ফিফটি করে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সর্বোচ্চ ফিফটির তালিকায় যৌথভাবে শীর্ষে ওয়ার্নার ও কোহলি। ফিফটি করলে বেঙ্গালুরুর প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৯ হাজার রানের কীর্তি গড়বেন কোহলি। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তাঁর রান ৮৯৭৬।
বেঙ্গালুরুর হয়ে ৮৯৭৬ রান করতে কোহলি খেলেছেন ২৭০ ইনিংস। এত রানের মধ্যে আইপিএলে ২৫৬ ইনিংসে ৮৫৫২ রান। বাকি ১৪ ইনিংসে ৪২৪ রান করেছেন চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে। বেঙ্গালুরুর জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলির পরে আছেন এবি ডি ভিলিয়ার্স। ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে এসেছে ৪৫২২ রান।
৮৫৫২ রান করে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ৬২ ফিফটির পাশাপাশি ৮ সেঞ্চুরি করেছেন তিনি। ২০০৮ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই আছেন কোহলি। এবারের আইপিএলে ৫৪৮ রান করে এখনো পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় ছয়ে তিনি। গড় ৬০.৮৮ ও স্ট্রাইকরেট ১৪৫.৩৫। করেছেন ৭ ফিফটি।
গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ানস—এই চার দল এবারের আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে। যার মধ্যে পাঞ্জাব প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। আজ বেঙ্গালুরু জিতলে ১৯ পয়েন্ট নিয়ে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করবে। কোহলির দল বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে তিনে। পয়েন্ট তালিকার তিন ও চারে থাকা দল খেলবে এলিমিনেটর।

রানের বন্যা বইয়ে দিয়ে একের পর এক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—সব জায়গাতেই পাল্লা দিয়ে রান করেছেন বলে নামের পাশে জুড়ে গেছে ‘কিং কোহলি’ উপাধি। আইপিএলে আজ ভারতীয় এই ব্যাটারের সামনে রয়েছে নতুন রেকর্ডের হাতছানি।
আইপিএলে আজ লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত ৮টায় লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। কোহলি আজ ফিফটি করলেই এক ঢিলে দুই পাখি মারবেন। ৬৩ ফিফটি করে আইপিএলে সর্বোচ্চ ফিফটির রেকর্ডটি হয়ে যাবে তাঁর। বর্তমানে ৬২ ফিফটি করে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সর্বোচ্চ ফিফটির তালিকায় যৌথভাবে শীর্ষে ওয়ার্নার ও কোহলি। ফিফটি করলে বেঙ্গালুরুর প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৯ হাজার রানের কীর্তি গড়বেন কোহলি। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তাঁর রান ৮৯৭৬।
বেঙ্গালুরুর হয়ে ৮৯৭৬ রান করতে কোহলি খেলেছেন ২৭০ ইনিংস। এত রানের মধ্যে আইপিএলে ২৫৬ ইনিংসে ৮৫৫২ রান। বাকি ১৪ ইনিংসে ৪২৪ রান করেছেন চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে। বেঙ্গালুরুর জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলির পরে আছেন এবি ডি ভিলিয়ার্স। ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে এসেছে ৪৫২২ রান।
৮৫৫২ রান করে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ৬২ ফিফটির পাশাপাশি ৮ সেঞ্চুরি করেছেন তিনি। ২০০৮ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই আছেন কোহলি। এবারের আইপিএলে ৫৪৮ রান করে এখনো পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় ছয়ে তিনি। গড় ৬০.৮৮ ও স্ট্রাইকরেট ১৪৫.৩৫। করেছেন ৭ ফিফটি।
গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ানস—এই চার দল এবারের আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে। যার মধ্যে পাঞ্জাব প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। আজ বেঙ্গালুরু জিতলে ১৯ পয়েন্ট নিয়ে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করবে। কোহলির দল বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে তিনে। পয়েন্ট তালিকার তিন ও চারে থাকা দল খেলবে এলিমিনেটর।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৮ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৮ ঘণ্টা আগে