Ajker Patrika

পদত্যাগ না করলে বাবরকে সরিয়ে দেবে পিসিবি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১২: ০৫
পদত্যাগ না করলে বাবরকে সরিয়ে দেবে পিসিবি

আগেও নেতৃত্বের সমালোচনা শুনতে হয়েছে বাবর আজমকে। সে সময় অবশ্য সমালোচনা শুনলেও তাঁর পাশে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এবার আর দায়িত্বে থাকতে পারছেন না। 

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের দাবি তেমনি আভাস দিয়েছে। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সব সংস্করণের নেতৃত্ব থেকে বাবরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। প্রতিবেদন সত্যি হলে বাবরের অধিনায়কত্বের সমাপ্তি হতে যাচ্ছে। 

বাবর অবশ্য চাইলে স্বেচ্ছায় সরে যেতে পারেন। পাকিস্তানের বর্তমান অধিনায়ক পদত্যাগ করলে তা মঞ্জুর করবে পিসিবি। কিন্তু তা না করলে তিন সংস্করণ থেকে তাঁকে সরিয়ে দেবে। তাঁর বদলে নতুন অধিনায়ক হিসেবে শান মাসুদ ও শাহিন শাহ আফ্রিদির নাম শোনা যাচ্ছে। 

টেস্টের অধিনায়কত্ব পেতে পারেন ব্যাটার মাসুদ। আর সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব পেসার শাহিনের কাঁধে থাকতে পারে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে সূত্র। সর্বশেষ দুই টুর্নামেন্টে বাবরের ফর্মও খুব একটা ভালো ছিল না। বিশ্বকাপে ৪ ফিফটিতে ৩২০ রান করলেও তাঁর সহজাত ব্যাটিংটা ছিল না। 

শুধু বাবরের ভাগ্য নয়, পাকিস্তানের বিদেশি কোচিং স্টাফের ভাগ্যও সুতোয় ঝুলছে, যার সিদ্ধান্ত আজ হতে পারে বলে জানিয়েছে জিও নিউজ। সবার সঙ্গে আলোচনায় বসার কথা পিসিবি সভাপতি জাকা আশরাফের। ইতিমধ্যে গতকাল ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে সাবেক ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেছিলেন আশরাফ। আলোচনায় ছিলেন আকিব জাভেদ, ইউনিস খান ও ওয়াহাব রিয়াজের মতো তারকারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত