
করাচিতে কাল ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে এই জুটিকে একটু ভিন্ন স্বরে অভিনন্দন জানিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। মজা করে পাকিস্তানের দুই ওপেনারকে ‘স্বার্থপর’ বলেছেন তিনি।
টুইটারে শাহিন লিখেছেন, ‘আমার মনে হয়, অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছেঁটে ফেলার সময় এসেছে। এত স্বার্থপর! ঠিকমতো খেললে ১৫ ওভারের মধ্যে খেলা শেষ হওয়ার কথা। শেষ ওভার পর্যন্ত লাগল। চলুন আন্দোলন করি, নাকি! এমন পাকিস্তান দলকে নিয়ে সত্যিই গর্বিত।’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ান ওপেনিংয়ে ২০৩ রানের জুটি গড়ে তিন বল হাতে রেখে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল জয় এনে দিয়েছেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ উইকেটের জয়ে সর্বোচ্চ রানের তাড়া। এমনকি রান তাড়ায় বাবর-রিজওয়ান জুটি নিজেদেরই রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন। ২০২১ সালে তাঁরা সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে ১৯৭ রানের জুটি গড়েছিলেন।
এই জুটি সম্পর্কে শহীদ আফ্রিদির টুইট, ‘কী সুন্দরভাবে খেলাটা শেষ করল! বাবর-রিজওয়ানসহ পুরো পাকিস্তানের জন্য স্মরণীয় রান তাড়া এটা। তোমাদের মতো সেরাদের কেউ থামিয়ে রাখতে পারবে না।’
এই ম্যাচে সেঞ্চুরি করা ইনিংসে বাবর দুটি অনন্য রেকর্ডও গড়েছেন। প্রথম পাকিস্তানি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটো সেঞ্চুরির মালিক হলেন তিনি। আর তৃতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন পাকিস্তানি ব্যাটার।
পাকিস্তানি অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে মাইকেল ভনের টুইট, ‘বাবর আজমের খেলা দেখতে সত্যিই ভালো লাগে।’

করাচিতে কাল ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে এই জুটিকে একটু ভিন্ন স্বরে অভিনন্দন জানিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। মজা করে পাকিস্তানের দুই ওপেনারকে ‘স্বার্থপর’ বলেছেন তিনি।
টুইটারে শাহিন লিখেছেন, ‘আমার মনে হয়, অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছেঁটে ফেলার সময় এসেছে। এত স্বার্থপর! ঠিকমতো খেললে ১৫ ওভারের মধ্যে খেলা শেষ হওয়ার কথা। শেষ ওভার পর্যন্ত লাগল। চলুন আন্দোলন করি, নাকি! এমন পাকিস্তান দলকে নিয়ে সত্যিই গর্বিত।’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ান ওপেনিংয়ে ২০৩ রানের জুটি গড়ে তিন বল হাতে রেখে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল জয় এনে দিয়েছেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ উইকেটের জয়ে সর্বোচ্চ রানের তাড়া। এমনকি রান তাড়ায় বাবর-রিজওয়ান জুটি নিজেদেরই রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন। ২০২১ সালে তাঁরা সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে ১৯৭ রানের জুটি গড়েছিলেন।
এই জুটি সম্পর্কে শহীদ আফ্রিদির টুইট, ‘কী সুন্দরভাবে খেলাটা শেষ করল! বাবর-রিজওয়ানসহ পুরো পাকিস্তানের জন্য স্মরণীয় রান তাড়া এটা। তোমাদের মতো সেরাদের কেউ থামিয়ে রাখতে পারবে না।’
এই ম্যাচে সেঞ্চুরি করা ইনিংসে বাবর দুটি অনন্য রেকর্ডও গড়েছেন। প্রথম পাকিস্তানি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটো সেঞ্চুরির মালিক হলেন তিনি। আর তৃতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন পাকিস্তানি ব্যাটার।
পাকিস্তানি অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে মাইকেল ভনের টুইট, ‘বাবর আজমের খেলা দেখতে সত্যিই ভালো লাগে।’

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৮ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৯ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
১০ ঘণ্টা আগে