ক্রীড়া ডেস্ক

সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের যেন তর সইছে না। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা ভুটানের বিপক্ষে যে অসাধারণ খেলেছেন, তাতে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তাঁদের ওপর আশা বাড়ছে ভক্ত-সমর্থকদের। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও পোস্ট দিয়েছে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। এই ম্যাচ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের অন্তর্ভুক্ত। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফিফা নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজা ও জামালের ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘সিঙ্গাপুর পরীক্ষার জন্য প্রস্তুত হামজা-জামালের বাংলাদেশ’। ফিফার এই পোস্টে অনেকেই বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন। ভক্ত-সমর্থকদের কেউ আবার সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ ঝলক দেখাবে বলে প্রত্যাশা করছেন।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৪ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ভুটানকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ৬ ও ৪৯ মিনিটে হামজা ও সোহেল রানা গোল করেন, যেখানে জামালের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেডে লক্ষ্য ভেদ করেন হামজা। গোলের পর হামজার উচ্ছ্বাস ছিল দেখার মতো। আর সোহেল দূরপাল্লার শটে চোখধাঁধানো এক গোল করেন।
ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দেখতে গেট ভেঙে গ্যালারিতে ঢুকে পড়েন দর্শক। তিন দর্শক আবার গ্যালারির বেষ্টনী টপকে মাঠে প্রবেশের চেষ্টা করেন। তবে মাঠে প্রবেশের আগেই তাঁদের প্রতিরোধ করেন নিরাপত্তাকর্মীরা। এ কারণে সিঙ্গাপুর ম্যাচে হামজা-জামালদের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। পুলিশের বিশেষ ইউনিট সোয়াট (স্পেশাল ওয়েপনস অ্যান্ড ট্যাকটিকস) মোতায়েন করা হবে। জাতীয় স্টেডিয়ামে আজ বেলা ১১টায় সোয়াট পূর্ণাঙ্গ মহড়া চালাবে। সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শমিত শোমের অভিষেক হতে পারে বাংলাদেশের জার্সিতে।
আরও পড়ুন:

সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের যেন তর সইছে না। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা ভুটানের বিপক্ষে যে অসাধারণ খেলেছেন, তাতে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তাঁদের ওপর আশা বাড়ছে ভক্ত-সমর্থকদের। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও পোস্ট দিয়েছে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। এই ম্যাচ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের অন্তর্ভুক্ত। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফিফা নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজা ও জামালের ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘সিঙ্গাপুর পরীক্ষার জন্য প্রস্তুত হামজা-জামালের বাংলাদেশ’। ফিফার এই পোস্টে অনেকেই বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন। ভক্ত-সমর্থকদের কেউ আবার সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ ঝলক দেখাবে বলে প্রত্যাশা করছেন।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৪ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ভুটানকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ৬ ও ৪৯ মিনিটে হামজা ও সোহেল রানা গোল করেন, যেখানে জামালের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেডে লক্ষ্য ভেদ করেন হামজা। গোলের পর হামজার উচ্ছ্বাস ছিল দেখার মতো। আর সোহেল দূরপাল্লার শটে চোখধাঁধানো এক গোল করেন।
ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দেখতে গেট ভেঙে গ্যালারিতে ঢুকে পড়েন দর্শক। তিন দর্শক আবার গ্যালারির বেষ্টনী টপকে মাঠে প্রবেশের চেষ্টা করেন। তবে মাঠে প্রবেশের আগেই তাঁদের প্রতিরোধ করেন নিরাপত্তাকর্মীরা। এ কারণে সিঙ্গাপুর ম্যাচে হামজা-জামালদের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। পুলিশের বিশেষ ইউনিট সোয়াট (স্পেশাল ওয়েপনস অ্যান্ড ট্যাকটিকস) মোতায়েন করা হবে। জাতীয় স্টেডিয়ামে আজ বেলা ১১টায় সোয়াট পূর্ণাঙ্গ মহড়া চালাবে। সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শমিত শোমের অভিষেক হতে পারে বাংলাদেশের জার্সিতে।
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। দরজায় যখন কড়া নাড়ছে আইসিসি ইভেন্ট, তখনই বড় ধাক্কা খেল আফগানরা। বিশ্বকাপই শেষ হয়ে গেল নাভিন উল হকের।
১ ঘণ্টা আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ বিপিএল। লিগ পর্ব, প্লে-অফ পর্ব হিসাব করলে টুর্নামেন্টের বাকি ১০ ম্যাচ। ঠিক এই সময়েই অধিনায়ক পরিবর্তন করল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের পরিবর্তে এখন রংপুরকে নেতৃত্ব দেবেন লিটন।
১ ঘণ্টা আগে
মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজদের সাময়িক খেলা বয়কটের কারণে ২০২৬ বিপিএলের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগ পর্বের ম্যাচই নয়, পরিবর্তন করতে হয়েছে প্লে-অফের সূচিও। তবে ফাইনাল হবে নির্ধারিত দিনেই।
২ ঘণ্টা আগে
দীপক চাহারের বল এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারলেন মেহেদী হাসান মিরাজ। বল সীমানার দড়ি ছোঁয়ার আগেই মেহেদী হাসান মিরাজ শূন্যে উড়লেন। বাংলাদেশ ক্রিকেটের ডাগআউটে তখন উল্লাস। ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের কথা যে বলা হয়েছে, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন।
৩ ঘণ্টা আগে