ক্রীড়া ডেস্ক

রোহিত শর্মার হতাশাজনক চেহারার ছবি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে খুবই পরিচিত। ফর্মে তো তিনি একেবারেই নেই। তাঁর নেতৃত্বে ভারতও পাচ্ছে না জয়ের দেখা। দলের এমন ভয়াবহ অবস্থায় রোহিতকে নিয়ে তোপ দাগলেন পাকিস্তানের বাসিত আলী।
৩, ৬, ১০, ৩, ৯—অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিতের দুর্দশা বোঝাতে এই স্কোরগুলোই যথেষ্ট। গোপাল ভাঁড়ের গানকে প্যারোডি করে কেউ যদি বলেন, ‘আসছেন রোহিত, যাচ্ছেন রোহিত’ সেটাও ভুল বলা হবে না। এরই মধ্যে ভারতীয় অধিনায়ক মিডল অর্ডার ছেড়ে নিজেকে ওপেনিংয়ে নিয়ে এসেছেন। তাতে করে ফর্মে থাকা রাহুলকে ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিতে হয়েছে। বাসিত আলীর মতে, অফ ফর্মে থাকা রোহিতই অস্ট্রেলিয়া সিরিজে ভারতকে ডোবাচ্ছেন। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘আমি ওপেনিংয়ে ব্যাটিং করব—এই একটা সিদ্ধান্ত ভারতের ওপর বাজে প্রভাব ফেলছে। ফর্মে না থাকার পরও রোহিত শর্মা শুধু যে ওপেনিংয়ে ব্যাটিং করছে, তা নয়। লোকেশ রাহুলের মতো ফর্মে থাকা ক্রিকেটারকেও চাপে ফেলছে। আপনি (রোহিত) দলের আত্মবিশ্বাস নষ্ট করে দিচ্ছেন।’
মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে ভারতকে করতে হতো ৩৪০ রান। তবে পঞ্চম দিনে ভারতের সামনে যখন এমন লক্ষ্য, তখন ব্যাটিং করেছে ধীরগতিতে। ২৬.১ ওভারে ৩ উইকেটে ৩৩ রানই সেটার প্রমাণ। রোহিত ৪০ বলে করেন ৯ রান। অধিনায়কের এমন ডিফেন্সিভ ব্যাটিংই ভারতকে বেশি বেকায়দায় ফেলেছে বলে বাসিতের দাবি। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেন, ‘ড্র, ড্র, ড্র—এভাবে ভাবতে গিয়েই আপনি (রোহিত) শুরু থেকে ডিফেন্সিভ ব্যাটিং করছেন। যেভাবে খেলেছেন তাতে কি ড্র আপনাদের প্রাপ্য? আমার উত্তর এখানে না।’
ভারত-অস্ট্রেলিয়া সিরিজে রোহিতের চেয়ে ৫ গুণ বেশি রান করেছেন বিরাট কোহলি। রোহিত ৫ ইনিংসে করেছেন ৩১ রান। কোহলি করেছেন ১৬৭ রান। তবে পার্থে প্রথম টেস্টে সেঞ্চুরির পর (১০০*) তিনি ‘ঘুমিয়ে’ পড়েছেন। বাকি ৬ ইনিংসে ৬৭ রানই সেটার প্রমাণ। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেট বারবার বিলিয়ে দিচ্ছেন ভারতীয় এই ব্যাটার। বাসিত বলেন, ‘রোহিত শর্মা ও বিরাট কোহলি খুবই বাজে শট খেলে আউট হচ্ছেন।’

রোহিত শর্মার হতাশাজনক চেহারার ছবি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে খুবই পরিচিত। ফর্মে তো তিনি একেবারেই নেই। তাঁর নেতৃত্বে ভারতও পাচ্ছে না জয়ের দেখা। দলের এমন ভয়াবহ অবস্থায় রোহিতকে নিয়ে তোপ দাগলেন পাকিস্তানের বাসিত আলী।
৩, ৬, ১০, ৩, ৯—অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিতের দুর্দশা বোঝাতে এই স্কোরগুলোই যথেষ্ট। গোপাল ভাঁড়ের গানকে প্যারোডি করে কেউ যদি বলেন, ‘আসছেন রোহিত, যাচ্ছেন রোহিত’ সেটাও ভুল বলা হবে না। এরই মধ্যে ভারতীয় অধিনায়ক মিডল অর্ডার ছেড়ে নিজেকে ওপেনিংয়ে নিয়ে এসেছেন। তাতে করে ফর্মে থাকা রাহুলকে ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিতে হয়েছে। বাসিত আলীর মতে, অফ ফর্মে থাকা রোহিতই অস্ট্রেলিয়া সিরিজে ভারতকে ডোবাচ্ছেন। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘আমি ওপেনিংয়ে ব্যাটিং করব—এই একটা সিদ্ধান্ত ভারতের ওপর বাজে প্রভাব ফেলছে। ফর্মে না থাকার পরও রোহিত শর্মা শুধু যে ওপেনিংয়ে ব্যাটিং করছে, তা নয়। লোকেশ রাহুলের মতো ফর্মে থাকা ক্রিকেটারকেও চাপে ফেলছে। আপনি (রোহিত) দলের আত্মবিশ্বাস নষ্ট করে দিচ্ছেন।’
মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে ভারতকে করতে হতো ৩৪০ রান। তবে পঞ্চম দিনে ভারতের সামনে যখন এমন লক্ষ্য, তখন ব্যাটিং করেছে ধীরগতিতে। ২৬.১ ওভারে ৩ উইকেটে ৩৩ রানই সেটার প্রমাণ। রোহিত ৪০ বলে করেন ৯ রান। অধিনায়কের এমন ডিফেন্সিভ ব্যাটিংই ভারতকে বেশি বেকায়দায় ফেলেছে বলে বাসিতের দাবি। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেন, ‘ড্র, ড্র, ড্র—এভাবে ভাবতে গিয়েই আপনি (রোহিত) শুরু থেকে ডিফেন্সিভ ব্যাটিং করছেন। যেভাবে খেলেছেন তাতে কি ড্র আপনাদের প্রাপ্য? আমার উত্তর এখানে না।’
ভারত-অস্ট্রেলিয়া সিরিজে রোহিতের চেয়ে ৫ গুণ বেশি রান করেছেন বিরাট কোহলি। রোহিত ৫ ইনিংসে করেছেন ৩১ রান। কোহলি করেছেন ১৬৭ রান। তবে পার্থে প্রথম টেস্টে সেঞ্চুরির পর (১০০*) তিনি ‘ঘুমিয়ে’ পড়েছেন। বাকি ৬ ইনিংসে ৬৭ রানই সেটার প্রমাণ। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেট বারবার বিলিয়ে দিচ্ছেন ভারতীয় এই ব্যাটার। বাসিত বলেন, ‘রোহিত শর্মা ও বিরাট কোহলি খুবই বাজে শট খেলে আউট হচ্ছেন।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
৪২ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
৪৪ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে