ক্রীড়া ডেস্ক

সেই একই দৃশ্য। সেঞ্চুরি করেই শূন্যে লাফ। এক টেস্টে দুই বার সেঞ্চুরি উদযাপনের সুযোগ পেলেন নাজমুল হোসেন শান্ত। গল টেস্ট দুই হাত ভরে দিল শান্তকে। গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে গড়লেন বিরল এক রেকর্ড।
প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে শান্ত খেলেছেন ১৪৮ রানের ইনিংস। বাংলাদেশ অধিনায়ক দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পথ খুব একটা সুগম ছিল না। ৬৬ ও ৯০ রানে দুইবার জীবন পেয়েছেন তিনি। নড়বড়ে নব্বইয়ে অল্পের জন্য বেঁচে যাওয়া শান্ত আরও সতর্ক হয়ে এগিয়েছেন। ১৬৯ বলে তাঁর স্কোর ছিল ৯০ রান। বাকি ১০ রান করতে খেলেছেন ২১ বল। ১৯০ বলে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন শান্ত। টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬তম ক্রিকেটার হলেন শান্ত। টেস্টে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে প্রথম এই রেকর্ড গড়লেন তিনি।
বাংলাদেশের বেশির ভাগ ব্যাটার যেখানে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেন না, সেখানে শান্তর চিত্রটা বিপরীত। ৬৮ ইনিংসে ৫ ফিফটির বিপরীতে করে ফেলেছেন ৭ সেঞ্চুরি। এই গল টেস্টের আগে সবশেষ টেস্ট সেঞ্চুরিটা শান্ত পেয়েছিলেন ২০২৩ সালের নভেম্বরে। ১৯ মাস পর গলে শান্ত যেন সেঞ্চুরির তীব্র তৃষ্ণাই মেটালেন দুই ইনিংসেই দুটি সেঞ্চুরি করে। অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ দলও গল টেস্টে আছে সুবিধাজনক অবস্থানে। পঞ্চম দিনের শেষ সেশনে ২৯৬ রানের লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কার ৩৪ রানেই বাংলাদেশ তুলে নিয়েছে ২ উইকেট।
১৯০ বলে সপ্তম টেস্ট সেঞ্চুরি করে শান্ত বসেছেন কিংবদন্তিদের পাশে। টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬তম ক্রিকেটার হলেন তিনি। শান্তর সঙ্গে এই তালিকায় আছেন স্যার ডন ব্র্যাডম্যান, ইয়ান চ্যাপেল, রিকি পন্টিং, গ্রেগ চ্যাপেল, বিরাট কোহলি, সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা। ১৬ ক্রিকেটারের মধ্যে একমাত্র পন্টিংই অধিনায়ক হিসেবে তিনবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন।
শ্রীলঙ্কার একমাত্র অধিনায়ক হিসেবে ধনাঞ্জয়া ডি সিলভার দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি বাংলাদেশের বিপক্ষে। ২০২৪ সালের মার্চে সিলেটে বাংলাদেশের বিপক্ষে ডি সিলভা করেছিলেন ১০২ ও ১০৮ রান। টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির সবশেষ উদাহরণ এটা। ১৫ মাস পর আজ শান্ত সেই লঙ্কানদের বিপক্ষেই করলেন রেকর্ড।
টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করা ক্রিকেটার
বাংলাদেশ: ১ (নাজমুল হোসেন শান্ত)
অস্ট্রেলিয়া: ৬ (স্যার ডন ব্র্যাডম্যান, অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, রিকি পন্টিং*, বব সিম্পসন)
ভারত: ২ (বিরাট কোহলি, সুনীল গাভাস্কার)
ইংল্যান্ড: ২ (মাইকেল ভন, গ্রাহাম গুচ)
পাকিস্তান: ২ (ইনজামাম-উল-হক, মিসবাহ-উল-হক)
শ্রীলঙ্কা: ১ (ধনাঞ্জয়া ডি সিলভা)
জিম্বাবুয়ে: ১ (ব্রেন্ডন টেইলর)
দক্ষিণ আফ্রিকা: ১ (অ্যালান মেলভিল)
*রিকি পন্টিং তিনবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন।

সেই একই দৃশ্য। সেঞ্চুরি করেই শূন্যে লাফ। এক টেস্টে দুই বার সেঞ্চুরি উদযাপনের সুযোগ পেলেন নাজমুল হোসেন শান্ত। গল টেস্ট দুই হাত ভরে দিল শান্তকে। গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে গড়লেন বিরল এক রেকর্ড।
প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে শান্ত খেলেছেন ১৪৮ রানের ইনিংস। বাংলাদেশ অধিনায়ক দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পথ খুব একটা সুগম ছিল না। ৬৬ ও ৯০ রানে দুইবার জীবন পেয়েছেন তিনি। নড়বড়ে নব্বইয়ে অল্পের জন্য বেঁচে যাওয়া শান্ত আরও সতর্ক হয়ে এগিয়েছেন। ১৬৯ বলে তাঁর স্কোর ছিল ৯০ রান। বাকি ১০ রান করতে খেলেছেন ২১ বল। ১৯০ বলে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন শান্ত। টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬তম ক্রিকেটার হলেন শান্ত। টেস্টে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে প্রথম এই রেকর্ড গড়লেন তিনি।
বাংলাদেশের বেশির ভাগ ব্যাটার যেখানে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেন না, সেখানে শান্তর চিত্রটা বিপরীত। ৬৮ ইনিংসে ৫ ফিফটির বিপরীতে করে ফেলেছেন ৭ সেঞ্চুরি। এই গল টেস্টের আগে সবশেষ টেস্ট সেঞ্চুরিটা শান্ত পেয়েছিলেন ২০২৩ সালের নভেম্বরে। ১৯ মাস পর গলে শান্ত যেন সেঞ্চুরির তীব্র তৃষ্ণাই মেটালেন দুই ইনিংসেই দুটি সেঞ্চুরি করে। অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ দলও গল টেস্টে আছে সুবিধাজনক অবস্থানে। পঞ্চম দিনের শেষ সেশনে ২৯৬ রানের লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কার ৩৪ রানেই বাংলাদেশ তুলে নিয়েছে ২ উইকেট।
১৯০ বলে সপ্তম টেস্ট সেঞ্চুরি করে শান্ত বসেছেন কিংবদন্তিদের পাশে। টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬তম ক্রিকেটার হলেন তিনি। শান্তর সঙ্গে এই তালিকায় আছেন স্যার ডন ব্র্যাডম্যান, ইয়ান চ্যাপেল, রিকি পন্টিং, গ্রেগ চ্যাপেল, বিরাট কোহলি, সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা। ১৬ ক্রিকেটারের মধ্যে একমাত্র পন্টিংই অধিনায়ক হিসেবে তিনবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন।
শ্রীলঙ্কার একমাত্র অধিনায়ক হিসেবে ধনাঞ্জয়া ডি সিলভার দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি বাংলাদেশের বিপক্ষে। ২০২৪ সালের মার্চে সিলেটে বাংলাদেশের বিপক্ষে ডি সিলভা করেছিলেন ১০২ ও ১০৮ রান। টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির সবশেষ উদাহরণ এটা। ১৫ মাস পর আজ শান্ত সেই লঙ্কানদের বিপক্ষেই করলেন রেকর্ড।
টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করা ক্রিকেটার
বাংলাদেশ: ১ (নাজমুল হোসেন শান্ত)
অস্ট্রেলিয়া: ৬ (স্যার ডন ব্র্যাডম্যান, অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, রিকি পন্টিং*, বব সিম্পসন)
ভারত: ২ (বিরাট কোহলি, সুনীল গাভাস্কার)
ইংল্যান্ড: ২ (মাইকেল ভন, গ্রাহাম গুচ)
পাকিস্তান: ২ (ইনজামাম-উল-হক, মিসবাহ-উল-হক)
শ্রীলঙ্কা: ১ (ধনাঞ্জয়া ডি সিলভা)
জিম্বাবুয়ে: ১ (ব্রেন্ডন টেইলর)
দক্ষিণ আফ্রিকা: ১ (অ্যালান মেলভিল)
*রিকি পন্টিং তিনবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১০ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৬ ঘণ্টা আগে