নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারত-পাকিস্তানের মধ্যে চলছে সামরিক হামলা পাল্টা হামলা। এর প্রভাব পড়ছে দুই দেশের ক্রীড়াঙ্গনেও। ভারত স্থগিত করেছে আইপিএল, পাকিস্তান পিএসএল স্থানান্তরিত হয়েছে দুবাইয়ে। পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। আজ যেকোনো সময় বিশেষ বিমানে পাকিস্তান থেকে দুবাইয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
আজ এক ভিডিও বার্তায় ফারুক বলেন, ‘গত মঙ্গলবার থেকে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, তা পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের জন্যও অত্যন্ত উদ্বেগের। বিশেষ করে, এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। আমাদের জাতীয় দলের দুজন ক্রিকেটার বর্তমানে পাকিস্তানে রয়েছেন। তারা একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। টুর্নামেন্ট চলাকালেই আমরা প্রথম এই খবরটি পাই। তখন থেকেই বিসিবি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় যোগাযোগে সক্রিয় হয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগের পক্ষ থেকে শাহরিয়ার নাফীস সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আমি ব্যক্তিগতভাবে পিএসএলের সিইওর সঙ্গে ফোনে কথা বলেছি এবং পিসিবি সভাপতিকে বার্তা পাঠিয়েছি।’
পাকিস্তান ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বললেন ফারুক, ‘শুধু আমাদের দেশের ক্রিকেটার নয়, আরও অনেক বিদেশি ক্রিকেটারও এখন পাকিস্তানে রয়েছেন। সবাইকে একত্র করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সম্মিলিতভাবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। গতকাল একটি গুরুত্বপূর্ণ সভা হয়েছে। আজকের মধ্যেই সব খেলোয়াড়কে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছি। পাশাপাশি, বাংলাদেশ হাইকমিশনের মিলিটারি অ্যাটাশের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি।’
রিশাদ ও নাহিদ রানার মতোই পাকিস্তানে অবস্থান করা বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকের নিরাপদে দেশে ফেরার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে বিসিবি। এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘পাকিস্তানে অবস্থান করা বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকের সঙ্গেও আমি কথা বলেছি। তাদের অনুরোধ করেছি যদি সম্ভব হয়, যেন তারা ক্রিকেটারদের সঙ্গেই নিরাপদভাবে স্থানান্তরিত হতে পারেন। যদিও তারা পেশাগত দায়িত্বে সেখানে গেছেন, তবুও বিসিবি মনে করে, তাদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। তাদের নিরাপত্তাও আমরা সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করছি।’
ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে দ্রুত কার্যকর সমাধান হবে বলে আশা বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আমার বিশ্বাস খুব দ্রুতই একটি কার্যকর সমাধান আসবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ বিকেলের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে। বোর্ড সভাপতি হিসেবে আমি সব সময় এমন পরিস্থিতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখি। ব্যক্তিগতভাবে এবং বোর্ডের পক্ষ থেকেও নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছি। আমি আশা করি, আমাদের ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবাই যেন নিরাপদে থাকেন।’

ভারত-পাকিস্তানের মধ্যে চলছে সামরিক হামলা পাল্টা হামলা। এর প্রভাব পড়ছে দুই দেশের ক্রীড়াঙ্গনেও। ভারত স্থগিত করেছে আইপিএল, পাকিস্তান পিএসএল স্থানান্তরিত হয়েছে দুবাইয়ে। পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। আজ যেকোনো সময় বিশেষ বিমানে পাকিস্তান থেকে দুবাইয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
আজ এক ভিডিও বার্তায় ফারুক বলেন, ‘গত মঙ্গলবার থেকে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, তা পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের জন্যও অত্যন্ত উদ্বেগের। বিশেষ করে, এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। আমাদের জাতীয় দলের দুজন ক্রিকেটার বর্তমানে পাকিস্তানে রয়েছেন। তারা একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। টুর্নামেন্ট চলাকালেই আমরা প্রথম এই খবরটি পাই। তখন থেকেই বিসিবি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় যোগাযোগে সক্রিয় হয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগের পক্ষ থেকে শাহরিয়ার নাফীস সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আমি ব্যক্তিগতভাবে পিএসএলের সিইওর সঙ্গে ফোনে কথা বলেছি এবং পিসিবি সভাপতিকে বার্তা পাঠিয়েছি।’
পাকিস্তান ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বললেন ফারুক, ‘শুধু আমাদের দেশের ক্রিকেটার নয়, আরও অনেক বিদেশি ক্রিকেটারও এখন পাকিস্তানে রয়েছেন। সবাইকে একত্র করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সম্মিলিতভাবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। গতকাল একটি গুরুত্বপূর্ণ সভা হয়েছে। আজকের মধ্যেই সব খেলোয়াড়কে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছি। পাশাপাশি, বাংলাদেশ হাইকমিশনের মিলিটারি অ্যাটাশের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি।’
রিশাদ ও নাহিদ রানার মতোই পাকিস্তানে অবস্থান করা বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকের নিরাপদে দেশে ফেরার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে বিসিবি। এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘পাকিস্তানে অবস্থান করা বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকের সঙ্গেও আমি কথা বলেছি। তাদের অনুরোধ করেছি যদি সম্ভব হয়, যেন তারা ক্রিকেটারদের সঙ্গেই নিরাপদভাবে স্থানান্তরিত হতে পারেন। যদিও তারা পেশাগত দায়িত্বে সেখানে গেছেন, তবুও বিসিবি মনে করে, তাদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। তাদের নিরাপত্তাও আমরা সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করছি।’
ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে দ্রুত কার্যকর সমাধান হবে বলে আশা বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আমার বিশ্বাস খুব দ্রুতই একটি কার্যকর সমাধান আসবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ বিকেলের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে। বোর্ড সভাপতি হিসেবে আমি সব সময় এমন পরিস্থিতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখি। ব্যক্তিগতভাবে এবং বোর্ডের পক্ষ থেকেও নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছি। আমি আশা করি, আমাদের ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবাই যেন নিরাপদে থাকেন।’

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা। সেই আলোচনা গড়িয়েছে সরকারের টেবিলেও। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে আইসিসি। যদিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। আজ রোববার ছুটির দিন হওয়ায় কোনো সভায় বসেনি। তবে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আইসিসির মনোভাব ইতি
৩ ঘণ্টা আগে
নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। আজ দুপুরে জরুরি সভার পর এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে চিঠিও পাঠিয়েছে তারা। এর পরিপ্রেক্ষিতে দ্রুত আইসিসির জবাব ও সহমর্মিতা প্রত্যাশা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
নিলাম থেকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের কেনার ২০ দিনও হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে গতকাল এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বাঁহাতি পেসারের নাম ছেঁটে ফেলে কেকেআর। ভারতের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদসহ বাংলাদেশের বিসিসিআইয়ের ওপর তোপ দেগেছে
৪ ঘণ্টা আগে